স্বাধীন ভারতের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী হিসেবে নাম লেখা থাকবে কার্গিল যুদ্ধের। এই যুদ্ধের সময়ই অভিনয়, সিনেমা, কেরিয়ার সব এক প্রকার মুলতুবি রেখে ভারতীয় সেনা দলে যোগ দেন এই বলিউড অভিনেতা। ছিলেন কুইক রেসপন্স টিমের সদস্য। কে ভাবছেন? তিনি আর কেউ নন, বর্ষিয়ান অভিনেতা নানা পাটেকর। সম্প্রতি তিনি নিজেই এই কথা কৌন বনেগা ক্রোড়পতিতে এসে জানিয়েছেন।
কার্গিল যুদ্ধ নিয়ে কী জানিয়েছেন নানা পাটেকর?
১৯৯৯ সালে যখন ভারত পাক যুদ্ধ লাগে তখন সৈনিকরা যখন লড়াই চালাচ্ছেন যুদ্ধক্ষেত্রে তখন গোটা দেশ নিজের নিজের মতো করে সাপোর্ট করেছে সে ফান্ড তুলে হোক বা মানসিক ভাবে সাহস জুগিয়ে। কিন্তু একজন তাঁর বাকি সহনাগরিকদের মতো থাকতে পারেননি। তিনি নিজে সোজাসুজি যোগ দেন যুদ্ধে। আর এই ব্যক্তি হলেন ৩ বার জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা নানা পাটেকর।
নানা পাটেকর সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতিতে এসে জানান ৯০ এর দশকের শুরুর দিকে তিনি ভারতীয় সেনার মারাঠা লাইট ইনফ্যান্ট্রিতে ছিলেন ৩ বছর। সেখানে থেকেই তিনি তাঁর ছবি প্রহার লিখছিলেন। যখন কার্গিল যুদ্ধ লাগে তখন তিনি সিনিয়র অফিসারদের কাছে গিয়ে অনুরোধ করেন যাতে তাঁকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু স্বাভাবিকভাবে তাঁর সেই আবেদন খারিজ হয়ে যায়। তাঁকে বলা হয় এই আবেদন একমাত্র মঞ্জুর করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী।
সেই ঘটনার স্মৃতি হাতড়ে নানা পাটেকর বলেন, 'আমি আমাদের সেই সময়ের প্রতিরক্ষা মন্ত্রীকে চিনতাম। আমি জর্জ ফার্নান্দেজকে ফোন করি। তিনিও বলেন এটা অসম্ভব। আমি তাঁকে জানাই যে আমার ছয় মাসের ট্রেনিংয়ের কথা থাকলেও ৩ বছরের ট্রেনিং পেয়েছি। সেটা শুনে উনি অবাক হয়ে যান। ব্যাপারটা জানতে চান। তারপর আমার অভিজ্ঞতার কথা শুনে অনুমতি দেন। আমি কুইক রেসপন্স টিমের অংশ ছিলাম।'
আরও পড়ুন: একদিকে হাত ভরা কাজ, অন্যদিকে মাতৃত্ব! দুটোকে ব্যালেন্স করতে কী কাণ্ড ঘটালেন আলিয়া?
প্রায় ১৪ দিন LOC তে কাটান নানা সেই সময়। হাসপাতালে কাজ করেন। তিনি আরও জানান ওখানে যাওয়ার আগে তাঁর ওজন ছিল ৭৬ কেজি। ফেরার সময় সেটা কমে হয় ৫৬ কেজি। কার্গিল থেকে ফেরার পর আবার অভিনয় এবং কেরিয়ার মন দেন নানা পাটেকর।