এবারের এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হতে চলেছে শীঘ্রই। আর সেখানেই এবার থাকতে চলেছেন একজন ভারতীয় সঞ্চালক! কিন্তু কে তিনি? তিনি আর কেউ নন, বীর দাস। আন্তর্জাতিক মঞ্চে তিনি এবার দেশের প্রতিনিধিত্ব করবেন। আর সেই খবর নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিলেন।
কী জানালেন বীর দাস?
বীর দাস এদিন একটি ছবি পোস্ট করেন যেখানে তাঁকে কালো স্যুটে দেখা যাচ্ছে। এই ছবিটির উপর লেখা আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস। আর নিচে লেখা সঞ্চালক বীর দাস। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'অনেক ধন্যবাদ আমায় এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার আর তর সইছে না এবারের এমি আওয়ার্ডস সঞ্চালনা করার জন্য। পাগল পাগল লাগছে।'
আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের পাশে যাদবপুর, খাবার থেকে ফ্যান জলের দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালেন আর কারা?
বীর দাস এই খবর প্রকাশ্যে আনতেই সকলেই টানেন শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'বাহ দারুন খবর।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এটা তো মারাত্মক হতে চলেছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'দুর্দান্ত অ্যাচিভমেন্ট। আপনি এটার যোগ্য। খুব ভালো হোক সব।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'আপনার জন্য গর্বিত।'