সাফল্য-ব্যর্থতা অভিনেতা-অভিনেত্রীদের নিত্যসঙ্গী। তবে অনেকেই এই ব্যর্থতার ধাক্কা সামলাতে পারেন না, আবার কেউ এটাকে সহজেই পেশার অঙ্গ হিসাবে মেনে নেন। সম্প্রতি এবিষয়েই মুখ খুলেছেন আলিয়া ভাট। জানিয়েছেন, তিনি স্বামী রণবীর কাপুরের কাছে অনেক কিছু শিখেছেন। হারপার্স বাজার ইন্ডিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, তিনি ও রণবীর কাীভাবে সাফল্য ও ব্যর্থতাকে মোকাবিলা করেন।
ঠিক কী বলেছেন আলিয়া?
আলিয়া বলেন, 'রণবীর ও আমার পরিস্থিতি মোকাবিলা করার ধরণ আলাদা। আমি একটু বেশিই চিন্তাশীল,যাকে বলে কিনা ওভারথিংকার। আর রণবীর দ্রুত ধুলো ঝেড়ে ফেলে এগিয়ে যেতেই পছন্দ করে। এই পার্থক্যই আমাদের একে অপরের পাশে থাকতে সহায়তা করে। এতেই সবকিছুর মধ্যে ভারসাম্য বজায় থাকে। আলিয়া আরও বলেন, 'তবে আমরা দু'জনেই অনেক ভালোবাসা এবং অপরিসীম শ্রদ্ধা নিয়ে কাজে মনোনিবেশ করি। আমরা এমনভাবে কাজ করি যেন সেটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। তবে আবার কাজই আমাদের একমাত্র জীবন, তেমনটাও নয়।
রণবীর-আলিয়া
প্রসঙ্গত ৫ বছর ডেটিংয়ের পর ২০২২ সালের ১৪ এপ্রিল বান্দ্রায় নিজের বাড়িতে ঘনিষ্ঠ উপস্থিতিদের গাঁটছড়া বাঁধেন রণবীর কাপুর ও আলিয়া। এরপর ২০২২-এরই নভেম্বরে জন্ম হয় আলিয়া-রণবীরের প্রথম সন্তান রাহার। চলতি এপ্রিলেই দ্বিতীয় বিবাহ-বার্ষিকী সেলিব্রেট করেছেন রণবীর-আলিয়া। ওইদিন রণবীর মা, অর্থাৎ আলিয়ার শাশুড়িমা নীতু কাপুর ইনস্টাস্টোরিতে লাল হৃদয়েক ইমোজি দিয়ে লিখেছিলেন, 'আশীর্বাদ'।
প্রসঙ্গত, এই মুহূর্তে সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ছবিতেঅভিনয় করে সাফল্যের শীর্ষে রয়েছেন রণবীর কাপুর। শীঘ্রই তাঁকে নীতিশ তিওয়ারির 'রামায়ণ' রামের চরিত্রে দেখা যাবে। এদিকে আলিয়াকে দেখা যাবে ভাসান বালার ‘জিগরা’ ছবিতে। যে ছবিটি তিনি করণ জোহরের সঙ্গে সহ-প্রযোজক হিসাবেও রয়েছেন। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এছাড়াও স্পাই ইউনিভার্সের একটি ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার কথা রয়েছে আলিয়ার।