আর জি করের নৃশংস খুন ও ধর্ষণের মামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে নেটপাড়ার রোষের মুখে বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর মাঝে বুধবার জোড়া প্রতিবাদ মিছিলে হাঁটার কথা থাকলেও সামিল হতে পারেননি মহারাজ। পুলিশের অনুমতি মেলেনি, তাই প্রাক্তন ক্রীড়াবিদদের মিছিল এবং স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের দীক্ষা মঞ্জুরির মিছিলেন হাঁটতে পারেননি সৌরভ। আরও পড়ুন-‘ওর মেয়ে এখনও সুরক্ষিত…সৌরভ ভাবে মেয়েরা শুধুই এনজয় করার বস্তু', বিস্ফোরক হাসিন জাহান
প্রবল বৃষ্টির জেরে এদিন ডোনার নাচের স্কুলের ছাত্রছাত্রীরা শেষপর্যন্ত মিছিল করতে পারেনি। তবে কালো পোশাক আর মোমবাতি হাতে ডোনার নাচের স্কুলের সামনেই জড়ো হয়ে আরজি করের নির্যাতিতা তরুণীর বিচার চাইলেন সকলে। এই প্রতিবাদ মিছিলে অংশ নেন সৌরভ এবং তাঁদের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। মা-বাবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চিকিৎসক তরুণীর বিচারে সুর চড়ালেন সৌরভ কন্য়া।
এদিন দেশের বর্তমান পরিস্থিতিতে নারী সুরক্ষা নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো উত্তেজিত সৌরভ তনয়া। তিনি সাফ জানান, ‘এগুলো অবিলম্বে বন্ধ হতে হবে। আমার কিছু বলার নেই, আমরা বিচার চাই, আমি বলার মতো শব্দ খুঁজে পাচ্ছি না। এমন শাস্তি দেওয়া হোক, যেন কেউ ভাবতে না পারে’। আরজি করের নৃশংস ঘটনার পরে সম্প্রতি মহারাষ্ট্রে দুই শিশুর উপর স্কুলে যৌন নির্যাতনের খবর উঠে এসেছে।
সানা বলেন, ‘পৃথিবীর সর্বত্র এই ধর্ষণের ঘটনা বন্ধ হতে হবে। প্রতিদিন আমরা রেপের ঘটনা শুনি। ২০২৪ দাঁড়িয়েও প্রতিদিন এটা মেয়েদের সঙ্গে ঘটে চলেছে। আমরা এত সমানাধিকারের কথা বলি, আমাদের এখানে থামলে চলবে না। তবে রেপটা থামাতে হবে। মহারাষ্ট্র হোক, দিল্লি হোক কিংবা কলকাতা হোক, সব জায়গা থেকেই খবর আসে। মেয়েদের যেখানে থাকার তাঁরা থাকবে। তাঁরা সবক্ষেত্রে পুরুষদের সমান, একটাই কথা বলব-শাস্তি হওয়া উচিত’।
সৌরভের বিতর্কিত মন্তব্য
আর জি কর ইস্য়ুতে প্রথমবার মুখ খুলে বিতর্ক দানা বাঁধিয়েছিলেন সৌরভ। তিনি বলেছিলেন, ‘একটা ঘটনার উপর ভিত্তি করে পুরো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয়। বাংলায় মেয়েদের নিরাপত্তা আছে। এমনকী গোটা ভারতেও মেয়েদের নিরাপত্তা রয়েছে। এই ধরণের জঘন্য অপরাধ পৃথিবীর যে কোনও জায়গায় হতে পারে। তবে এই ঘটনা কড়া হাতে মোকাবিলা করতে হবে।’
এই বয়ানের জেরেই ‘চটিচাটা’ তকমা জোটে সৌরভের। ব্যাপক ট্রোলড হন মহারাজ। পরে চাপের মুখেই বয়ান বদলে তিনি বলেন, ‘আমি আগেও বলেছিলাম এটা ভয়ানক ইস্যু। আমার বক্তব্যের ভুল ব্যাখ্য়া করা হয়েছে। এখন অন্দোলন অনেক এগিয়েছে। সিবিাই তদন্ত করছে। এই ঘটনা লজ্জাজনক। আশা করব সিবিআই দোষীদের ধরতে পারলে কড়া শাস্তি দেবে। যাতে পরবর্তীতে এরকম কিছু করার আগে মানুষ একশোবার ভাবে।’