দুর্গাপুজো, আর এই উৎসবকেই পাখির চোখ করে রাখে বাংলার একাধিক প্রযোজনা সংস্থা। আর এবার পুজো/ অবশ্য উৎসবের আবহ বিশেষ ছিল না বললেই চলে। তবু তারই মধ্যে এবার বাংলার বক্স অফিসে বলিউডকে ছাপিয়ে গিয়েছে বাংলা ছবি। আর তাই মুখে হাসি ফুটেছে বাংলার পরিচালক প্রযোজকদের।
এবার সিনেপ্রেমী বাঙালির জন্য পুজোর উপহার হিসাবে হাজির ছিল ৩টি বাংলা ছবি। যার মধ্যে ছিল দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘টেক্কা’। ছিল, উইনডোজ প্রোডাকশনের ছবি অর্থাৎ শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের ছবি 'বহুরূপী', আর ছিল সোহম চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ছবি ‘শাস্ত্রী’। যে ছবিটির পরিচালনা করেছেন পথিকৃৎ বসু।
বক্স অফিস রিপোর্ট বলছে, এই তিন ছবির মধ্যে বক্স অফিসে প্রথম স্থানে রয়েছে শিবপ্রসাদ, কৌশানি, আবির, ঋতাভরী অভিনীত 'বহুরূপী', দ্বিতীয় স্থানে রয়েছে দেব-রুক্মিণী, স্বস্তিকা অভিনীত ‘টেক্কা’, আর তৃতীয় স্থানে রয়েছে মিঠুন-দেবশ্রী ও সোহম অভিনীত ছবি 'শাস্ত্রী'।
পুজোয় পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত অর্থাৎ প্রথম তিনদিনে ‘টেক্কা’কে হারিয়ে দিয়েছে 'বহুরূপী'। দেব এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউসের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয় পুজো শুরুর প্রথম তিনদিনে টেক্কার আয় ছিল ১.৫ কোটি টাকা। এরপর প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়েছে ছবির আয়।
টাকার অঙ্ক হোক বা হাউসফুল শো-এর হিসাব, দুই-দিক থেকেই এগিয়ে বহুরূপী। আবির-ঋতাভরী-কৌশানি-শিবপ্রসাদ অভিনীত এই ছবি প্রথম তিনদিনে ২ কোটি টাকার ব্যবসা করেছে বলে খবর। ব্যবসার নিরিখে টেক্কা বা বহুরূপীর সামনে টিকতে পারেনি শাস্ত্রী। তিনদিনে এই ছবির কালেকশন ২০ লাখের আশেপাশে বলে খবর।
এদিকে শেষ পাওয়া রিপোর্ট অনুসারে গত ৬ দিনে টেক্কার আয় দাঁড়িয়েছে ২.৭৫ কোটি টাকা। এদিকে আয়ের নিরিখে গত ৬ দিনে ‘বহুরূপী’র আয় না জানা গেলেও এই ছবিটি ৭ দিয়ে প্রায় ৪০ হাজার দর্শক দেখেছেন বলে খবর।
আরও পডুন-'পারমিট না পেলে মরে যাব, আমার আর কোথাও যাওয়ার নেই…', ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা
এদিকে টলি বাংলা বক্স অফিসের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টা 'বহুরূপী' ১৪. ৩৮ হাজার টিকিট বিক্রি হয়েছে। আর শো পাওয়ার নিরিখে ১৪. ১০. ২০২৪-এর রিপোর্ট বলছে, মোট ৯৩টি শো, যার মধ্যে ৮টা হাউজ ফুল, বাকিগুলি অলমোস্ট ফুল। আর টেক্কা পেয়েছে ২৩ টা শো। যার মধ্যে ২টি হাউসফুল, আর বাকিগুলি অলমোস্ট ফুল। আর শাস্ত্রী পেয়েছে মাত্র ৮টি শো, যার মধ্যে সবকটিই অলমোস্ট ফুল।
এদিকে এবার পুজোয় বাংলা ছবির পাশাপাশি ২টি হিন্দি ছবিও মুক্তি পেয়েছে। যার মধ্যে রয়েছে আলিয়া ভাচের ‘জিগরা’ বা রাজকুমার ও তৃপ্তি দিমরির ছবি ‘ভিকি বিদ্যা উওওয়ালা ভিডিয়ো’। এই দুটির একটিও বাংলা ছবির কাছে টিকতে পারেনি। মুখ থুবড়ে পড়েছে। আর তাই হিন্দি ছবিকে সরিয়ে বাংলা ছবিকেই জায়গা করে দিয়েছেন হল মালিকরা। আর তাতে বেশ খুশি বাংলার পরিচালক,প্রযোজক মহল। যদিও এই দুটি ছবি গোটা দেশেই বিশেষ ব্যবসা করতে পারেনি।