দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গত পাঁচ ডিসেম্বর সারা ভারতবর্ষ জুড়ে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। সিনেমাটি বড় পর্দায় মুক্তি পেতেই বক্স অফিসের বেশ কয়েকটি রেকর্ড ভেঙে ফেলেছে। প্রথম দিনেই ১৬০ কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমাটি। তবে সিনেমাটি যেমন জনপ্রিয়তা পেয়েছে তেমন একের পর এক বিতর্কে জড়িয়েছে এই সিনেমার নাম।
সিনেমা মুক্তির ঠিক আগের দিন অর্থাৎ ৪ ডিসেম্বর হায়দ্রাবাদে প্রিমিয়াম শো অনুষ্ঠানে ভিড়ের চাপে মারা যান এক মহিলা। মহিলার মৃত্যুর পরেই অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শুধু তাই নয়, ‘পুষ্পা ২’ দেখার তাড়াহুড়োয় ব্যাঙ্গালুরুতে ১৯ বছর বয়সী এক যুবক রেললাইন ক্রস করতে গিয়ে ট্রেন দুর্ঘটনার শিকার হন। ট্রেনে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: সিনেমা হলে কেন আসেনি ‘পুষ্পা ২’, হল মালিককে খুনের হুমকি তেলেঙ্গানায়!
আরও পড়ুন: পুষ্পা ২ দেখার তাড়া! হুটোপুটি করে রেললাইন ক্রস করতে গিয়ে বেঙ্গালুরুতে ট্রেন দুর্ঘটনায় মৃত যুবক
এখানেই শেষ নয়, সিনেমা মুক্তির দিন তেলেঙ্গানায় শ্রীনিবাস থিয়েটার হলে ‘পুষ্পা ২’ না দেখানোর অপরাধে হল মালিককে প্রাণনাশের হুমকি দেয় এক যুবক। যদিও কিছু সময় পরেই ওই যুবক এবং তাঁর বন্ধু-বান্ধবদের গ্রেফতার করে পুলিশ। সিনেমা মুক্তির পর এই সমস্ত বিচ্ছিন্ন ঘটনার মধ্যে শোনা গেল আরও একটি খবর।
‘পুষ্পা টু’ পরিচালক সুকুমারকে মারধরের হুমকি দিলেন ক্ষত্রিয় করণী সেনার প্রধান রাজ শেখাওয়াত। সম্প্রতি লরেন্স বিষ্ণোইকি খুনের জন্য ১ কোটি ১১ লক্ষ ১১হাজার ১১ টাকা পুরস্কার ঘোষণা করেন রাজ শেখাওয়াত। এবার তিনি পুষ্পা ২ পরিচালককে দিলেন মারধরের হুমকি।
আরও পড়ুন: ভেটকি পাতুরি থেকে মটন! পঞ্জাবি শিখরকে বিয়ে করলেও, পায়েলের বিয়ের খাবারে বাঙালিয়ানা! টলিপাড়ার কারা এল
আরও পড়ুন: ভেটকি পাতুরি থেকে মটন! পঞ্জাবি শিখরকে বিয়ে করলেও, পায়েলের বিয়ের খাবারে বাঙালিয়ানা! টলিপাড়ার কারা এল
শুক্রবার XNX-এ তিনি লেখেন, ‘পুষ্পা টু’ সিনেমায় শেখাওয়াত চরিত্রটি নেতিবাচক ভাবে দেখানো হয়েছে, ফলে অপমানিত হয়েছে ক্ষত্রিয়রা। প্রস্তুত থাকুন, কর্ণি সাইনি, শীঘ্রই পরিচালককে বয়কট করা হবে।
সিনেমায় ভানওয়ার সিং শেখাওয়াত নামে এক আইপিএস অফিসারের চরিত্র রয়েছে, যিনি সিনেমার প্রথম পর্বেও ছিলেন। কর্ণি সেনা বিশ্বাস করে যে এই চরিত্রের মাধ্যমে ক্ষত্রিয়দের অপমান করা হয়েছে। অপমানিত বোধ করে তাঁরা পরিচালককে মারধরের হুমকি দিচ্ছেন।
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর ১২ হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'পুষ্পা ২: দ্য রুল'। সিনেমাটি তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছে। বক্স অফিসে আয়ের দিক থেকে এই সিনেমাটি এখনই পিছনে ফেলে দিয়েছে বহু জনপ্রিয় সিনেমাকে।