বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir Kapoor: লম্বা নন, তাও সব অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন- বলিউডের ৩ খানকে হিংসে করেন রণবীর?

Ranbir Kapoor: লম্বা নন, তাও সব অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন- বলিউডের ৩ খানকে হিংসে করেন রণবীর?

বলিউডের ৩ খানকে হিংসে করেন রণবীর

Ranbir Kapoor on Three Khans of Bollywood: বলিউডের তিন খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রণবীর কাপুর। জানালেন তিনি খান অত লম্বা নন, কিন্তু সমস্ত অভিনেত্রীদের সঙ্গেই তাঁরা কাজ করেছেন। কেন এমন বললেন তিনি?

২০২২ সালটা বলিউডের জন্য মোটেই ভালো যায়নি। তবে রণবীর কাপুরের জন্য বিষয়টা কিন্তু একটু আলাদা ছিল বাকিদের তুলনায়। তাঁর ছবি ব্রহ্মাস্ত্র পার্ট ১ যেমন বক্স অফিসে হিট করে, তেমনই ব্যক্তিগত জীবনে তিনি তাঁর বহুদিনের প্রেমিকা আলিয়াকে বিয়ে করেন। তাঁদের মেয়ে রাহার জন্মও হয় ২০২২ এই। বর্তমানে তিনি তাঁর নতুন ছবি তু ঝুঠি ম্যায় মক্কারের সাফল্য নিয়ে মেতে আছেন।

সম্প্রতি তিনি তাঁর তুতো দিদি করিনা কাপুর খানের টক শোতে আসতে চলেছেন। হোয়াট ওম্যান ওয়ান্ট সিজন ৪ এর আগামী পর্বে তাঁকে দেখা যাবে। সেখানেই তিনি আলিয়া, মেয়ে রাহাকে নিয়ে তো বটেই আরও নানা বিষয় নিয়েই নিজের মতামত জানান। টিজারে দেখা যায় তিনি করিনার সঙ্গে মজা করে বলছেন যে তাঁদের দেখা এখন কেবল টক শোয়ের কাউচেই হয়। প্রসঙ্গত তাঁদের এর আগে কফি উইথ করণের একটি পর্বে একসঙ্গে দেখা গিয়েছিল অতিথি হিসেবে।

করিনার এই শোতে তিনি তাঁর ভাইকে জিজ্ঞেস করেন একটি ভাবনা নিয়ে। অনেকেই ভেবে থাকবে মহিলারা বুঝি লম্বা অভিনেতার সঙ্গে কাজ করতে পছন্দ করেন। বা মহিলাদের তাঁর সহ অভিনেতার থেকে লম্বা হওয়া উচিত নয়। এই প্রসঙ্গে তিনি রণবীরের মতামত জানতে চান। এই বিষয়ে অভিনেতা বলেন, 'বলিউডের ৩ খান (শাহরুখ, সলমন, আমির) তেমন লম্বা নন। কিন্তু তাঁরা তো সমস্ত অভিনেতাদের সঙ্গেই কাজ করেছেন।'

তবে কেবল কাজের প্রসঙ্গ নয় ব্যক্তিগত কথাও করিনা জানতে চান তাঁর ভাইয়ের থেকে। জিজ্ঞেস করেন রণবীর রাহার ডায়পার বদলান কিনা। উত্তরে রণবীর বলেন তিনি রাহার সঙ্গে মজা করতেই বেশি ভালোবাসেন।

ফলে সবটা মিলিয়েই এই পর্বে যে ভাই বোনের একটা মজাদার, খুনসুটিতে ভরপুর আড্ডা দেখা যাবে সেটা টিজার ভিডিয়ো থেকে বেশ ভালোই বোঝা যাচ্ছে।

বন্ধ করুন
Live Score