বাংলা নিউজ > বায়োস্কোপ > Tiger Shroff: মাইনাস ৭ ডিগ্রিতে খালি গায়ে তোয়ালে পরে ঘুরছেন টাইগার, ভিডিয়ো দেখলে চমকে উঠবেন

Tiger Shroff: মাইনাস ৭ ডিগ্রিতে খালি গায়ে তোয়ালে পরে ঘুরছেন টাইগার, ভিডিয়ো দেখলে চমকে উঠবেন

মাইনাস ৭ ডিগ্রিতে শুধু তোয়ালে পরে ঘুরছেন টাইগার শ্রফ।

Tiger Shroff: মাইনাস ৭ ডিগ্রিতে শুধুমাত্র তোয়ালে পরে ঘুরছেন টাইগার শ্রফ। ভিডিয়ো দেখে রীতিমতো মাথায় হাত নেটিজেনের। এই ভিডিয়ো শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন অভিনেতা।

বলিউডের অন্যতম ফিট অভিনেতা হিসেবে পরিচিত টাইগার শ্রফ। দুর্দান্ত অ্যাকশন হিরো বললেই মাথায় আসে তাঁর নাম। কোনও সিনেমাতেই বডি ডাবলের সাহায্য নেন না। নিজের স্টান্ট নিজেই করেন। সম্পতি নেটমাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন টাইগার।

মাইনাস ৭ ডিগ্রি তাপমাত্রায় খালি গায়ে ঘুরছেন টাইগার শ্রফ। শুধু মাত্র একটি তোয়ালে জড়িয়ে রয়েছেন অভিনেতা। চারদিকে ঘন কুয়াশা এবং কনকন ঠান্ডা আবহাওয়া। একই ভিডিয়োতে দুধ সাদা বরফের মধ্যেও খালি গায়ে ঘুরে বেড়াতে, হাতে বরফ নিয়ে খেলতে দেখা গিয়েছে অভিনেতাকে। এই ভিডিয়ো শেয়ার করে টাইগার লিখেছেন, মাইনাস ৭ ডিগ্রিও আমাকে শায়েস্তা করতে পারেনি! দেখুন ভিডিয়ো-

আরও পড়ুন: প্রাক ক্রিসমাস পার্টিতে সান্তাক্লজের সঙ্গে নাচ শুভশ্রীর, খেলায় মত্ত ইউভান

উল্লেখ্য, মাস কয়েক আগেই বলিউডে জোর গুঞ্জন টানা ৬ বছরের সম্পর্কে ইতি টেনেছেন টাইগার শ্রফ এবং দিশা পাটানি। ২০১৮ সাল থেকে একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন তাঁরা। 'বাগি টু'তে তাঁরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। চলতি বছরের শুরুর দিকে দুজনের সম্পর্কে যে ভাঙন দেখা দিয়েছে, তা কানাঘুষো শোনা যাচ্ছিল। বিভিন্ন সূত্রে দাবি, টাইগার এখন কেরিয়ারে মন দিতে চান বেশি করে। আর দিশার দেওয়ার বিয়ের প্রস্তাবে তিনি এখনই মন দিতে নারাজ। সেই কারণেই সম্পর্ক ভেঙেছে তাঁদের।

এরপরই করণ জোহরের চ্যাট শোয়ে এসে এ বিষয় মুখ খোলেন টাইগার। 'কফি উইথ করণ'-এর এপিসোডে করণ টাইগারকে দিশার সঙ্গে ডেটিং প্রসঙ্গে সরাসরি প্রশ্ন করেন। টাইগার তাঁর উত্তরে বলেন, 'আমি সবসময়ের মতোই খুব ভালো বন্ধু। এর থেকে বেশি তুমি কোনও লাইন ব্যবহার করতে পারো না।' এছাড়াও দিশার সঙ্গে কাটানো অনেক ভালো মুহূর্ত নিয়েও কথা বলেন। 

কিন্তু পরিস্কার করে কিছু না বলায়, করণ ফের তাঁকে প্রশ্ন করেন, তিনি কি এখনও সিঙ্গল রয়েছেন? করণের এই প্রশ্নের উত্তরে সরাসরি হ্যাঁ বলে দেন টাইগার।

শেষবার টাইগারকে দেখা গিয়েছিল ‘হিরোপন্তি ২’ ছবিতে। হাতে রয়েছে বড়ে মিঞা ছোটে মিঞা অক্ষয় কুমারের সঙ্গে। কৃতি শ্যাননের সঙ্গে গনপত। শশাঙ্ক খৈতানের পরিচালনায় স্ক্রু ঢিলা-তেও দেখা মিলবে তাঁর।

বন্ধ করুন