দেনার দায়ে ডুবে রয়েছে বাসু ভাগনানির পূজা এন্টারটেইনমেন্ট। PTI সূত্রে খবর, ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লইর প্রেসিডেন্ট বিএন তিওয়ারি জানিয়েছেন, মিশন রানিগঞ্জ, গণপথ এবং বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর কর্মীদের টাকা এখনও বকেয়া আছে। এদিকে টাকা না পেয়ে বিপাকে বছর ৪৫-এর টেকনিশিয়ানস (ফোকাস পুলার) রবি কুমার, যিনি টাকা না পেয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। এবার সেই রবি কুমারকেই সাহায্যের হাত বাড়ি দিলেন টাইগার শ্রফ।
জানা যাচ্ছে, গত বছর কুমার এক দুর্ঘটনার মুখে পড়েন রবি কুমার, প্রায় ৮ মাস শয্যাশায়ী ছিলেন। রবি কুমারের কথায়, ‘দুর্ঘটনার পর আমি হালকা কাজ করছি। তবে আমি খুব বেশি কাজ পাচ্ছি না।’ তিনি আরও বলেন যে তাঁর সঞ্চিত টাকা চিকিৎসার বিল মেটাতে খরচ হয়ে গিয়েছে। তাঁকে মুক্তি না পাওয়া ছবি ‘মেরা হাজব্যান্ড কে বিবি’র জন্য টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। যে কাজটা তিনি ২০২২ সালে করেছিলেন।
এদিকে রবি কুমারের আর্থিক সমস্যার কথা জানতে পেরেই টাইগার। শুধু তাই নয়, বহুদিন ধরে 'শ্রফ' পরিবার তাঁদের পরিবারের পাশে রয়েছেন বলে জানান রবি কুমার। তিনি বলেন, 'আমার ভাই প্রসাদ ওর বাবা (অভিনেতা) জ্যাকি শ্রফের ১৯৯৪ সালের ছবি ১৯৪২: আ লাভ স্টোরি'তেও কাজ করেছিলেন। ছবির সেটে ভাইয়ের হাত ভেঙে যায়। তব জ্যাকি স্যার নে মেরে ভাই কা অপারেশন করায়া থা। আর এখন ওর ছেলে (টাইগার) আমাকে সাহায্য করেছেন। আমি ছিলাম হিরোপান্তির ফোকাস পুলার। তাই উনি (টাইগার আমাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন।' যদিও টাইগার তাঁকে ঠিক কত টাকা দিয়েছেন, তা জানাতে চাননি রবি কুমার। তবে সূত্রের খবর, তাঁকে প্রায় লক্ষাধিক টাকা দিয়েছেন টাইগার।
টাইগার শ্রফে পরিবার কীভাবে তাঁর খোঁজ নিচ্ছেন তা জানিয়ে কুমার আরও বলেন, ‘মঙ্গলবার তার মা (আয়েশা শ্রফ) আমাকে ফোন করেছিলেন। টাইগারের হয়তো মনে নেই যে আমি তার প্রথম ছবিতে কাজ করেছি। তারপরও মানুষ হিসেবে তিনি সাহায্যের জন্য এগিয়ে এসেছেন।’