আজ ১ এপ্রিল। বিশ্বজুড়ে পালিত হচ্ছে এপ্রিল ফুল দিবস। এপ্রিল ফুলস ডে ২০২৪ ঘিরে স্বভাবতই অনেকেই ফন্দি আঁটছেন, ১ এপ্রিল কাকে বোকা বানানো যায় তা নিয়ে। আর এই বিশেষ দিনের কথা মাথায় রেখেই এবার 'বড়ে মিয়াঁ' অক্ষয় কুমারকে বোকা বানালেন 'ছোটে মিয়াঁ' টাইগার শ্রফ। গোটা সিনেমার টিম যোগ দিয়েছে সেই বিষয়।
সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন টাইগার শ্রফ। সেখানে অভিনেতার হাতে সফট ড্রিঙ্কের একটি বড় বোতল দেখা গিয়েছে। সেই বোতল সজোরে ঝাঁকিয়ে চেয়ারে রেখেই তিনি দৌড়ে বাগানে চলে যান খেলতে। এরপরই সেখানে জগিং করতে করতে এসে পৌঁছন অক্ষয় কুমার। খেলা শুরুর আগেই অক্ষয়কে ওই বোতলটা টাইগার হাতে তুলে দিতে বলেন। এরপর অক্ষয়কে দিয়েই সেই বোতলের ঢাকনা খোলান তিনি। আর বোতলের ঢাকনা খুলতেই কোল্ড ড্রিঙ্কের সমস্ত ফেনা উপচে অক্ষয়ের সারা মুখে গায়ে ভরে ওঠে। সঙ্গে সঙ্গে সকলকে চেঁচিয়ে 'এপ্রিল ফুল' বলে ওঠেন। আরও পড়ুন: ‘খুবই মজাদার’, ক্রু দেখে রিভিউ দিলেন করণ, করিনা-কৃতি-টাবুকে নিয়ে আর কী জানালেন
আর বোকা বনে গিয়ে সেই বোতলের সমস্ত কোল্ড ড্রিঙ্কস টিমের অন্যান্য সদস্যদের গায়ে ছিটিয়ে দেন অক্ষয়। ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করে টাইগার লিখেছেন, 'এপ্রিল ফুল বড়ে মিয়াঁ'। দেখুন সেই ভিডিয়ো-
২০২৪ সালের সবথেকে প্রতীক্ষিত ছবি হল 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'। ট্রেলারেই স্পষ্ট যে এই ছবি অ্যাকশনে ভরপুর। আর বাস্তবে অক্ষয় ও টাইগার দুই অভিনেতাই মার্শাল আর্টে দক্ষ। আর এমন দুই অভিনেতা এমন একটা অ্যাকশন প্যাকড ছবিতে ঠিক কী কী করতে চলেছেন তা জানতে উদগ্রীব সিনেমাপ্রেমীরা। এই ছবির পরিচালক আলি আব্বাস জাফর। ২০২৪-এর ইদে মুক্তি পাবে এই ছবি। মহিলা প্রধান চরিত্রে অভিনয় করেছেন মানুষী চিল্লার এবং আলিয়া এফ।
ইতিমধ্যে 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে ভারতীয় সেনা অফিসারের চরিত্রে দেখা গিয়েছে ট্রেলারে। ট্রেলারে গুলির লড়াই, বোমা বিস্ফোরণ, যুদ্ধের দৃশ্য সবই উঠে এসেছে। ট্রেলারে দেখা গেল মানুষী চিল্লার ও আলিয়া এফকে। যাঁরা ভারতীয় সেনাবাহিনীর আন্ডারকভার অ্যাসেট এবং আইটি বিশেষজ্ঞের চরিত্রে অভিনয় করছেন। যাঁরা লড়াইয়ে অক্ষয় ও টাইগারকে সহযোগিতা করবেন। আবার ছবিতে রয়েছেন সোনাক্ষী সিনহা।