বাংলা নিউজ > বায়োস্কোপ > Tiger Shroff: মার্ভেল নাকি ডিসি? র‌্যাম্বো নাকি জেমস বন্ড? টাইগারের থাবা কি এবার হলিউডে পড়বে

Tiger Shroff: মার্ভেল নাকি ডিসি? র‌্যাম্বো নাকি জেমস বন্ড? টাইগারের থাবা কি এবার হলিউডে পড়বে

এবার আন্তর্জাতিক অ্যাকশন প্রোজেক্টে টাইগার শ্রফ?

Tiger Shroff: সম্প্রতি টাইগারের এক সাক্ষাৎকার প্রকাশ করেছেন তিনি স্পাইডার-ম্যান সিরিজের জন্য অডিশন দিয়েছিলেন।

বলিউডে অ্যাকশন হিরোর তকমা রয়েছে অভিনেতা টাইগার শ্রফের গায়ে। নাচের দক্ষতার জন্যও বেশ জনপ্রিয় তিনি। অভিনেতার বেশ কয়েকটি অ্যাকশন হিট হয়েছে বক্স অফিসে, এমনকি ফ্র্যাঞ্চাইজি তৈরি করেছে। তবে একাধিক রিপোর্ট বলছে, এখন 'বাঘি' এবং 'হিরোপান্তি' তারকা আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে মনে হচ্ছে।

বলিউডের অন্দরে কান পাতলে জোর গুঞ্জন, কেরিয়ারের খানিকটা ভালো সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন টাইগার। এক সংবাদমাধ্যমের প্রতিবেদনের সূত্র দাবি করছে, ‘যখন টাইগারের কেরিয়ারের কথা আসে, তখন কাজের বিষয় নিয়ে দৃঢ় আলোচনা চলছে। আমরা টাইগারকে একটি আন্তর্জাতিক প্রোজেক্টে দেখতে পাব।’ আরও পড়ুন: পোশাক নিয়ে চর্চা! 'কেমন পোশাক পরব, আমিই ঠিক করব’, নিন্দুকদের কড়া জবাব অঞ্জলির

সম্প্রতি টাইগারের এক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যেখানে অভিনেতা ফাঁস করেছেন, তিনি স্পাইডার-ম্যান সিরিজের জন্য অডিশন দিয়েছিলেন। শুধু তাই নয়, যারা অভিনেতাকে চেনেন তারা প্রকাশ করেছেন, টাইগার তাঁর আইডল ব্রুস লির উত্তরাধিকারকে ভবিষ্যতের প্রকল্পগুলির মাধ্যমেও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্য়াশা রাখেন। আরও পড়ুন: ‘তোমার চিৎকার মিস করছি, সবটা খুব শান্ত’, ঋষি কাপুরকে স্মরণ করে পোস্ট নীতুর

টাইগারকে পরবর্তীতে কৃতি স্যাননের ‘গণপথ’-এ দেখা যাবে। অক্ষয় কুমারের সঙ্গে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’-তেও অভিনয় করবেন তিনি। র‌্যাম্বোও আছে তাঁর হাতে। 

বন্ধ করুন