বর ছাড়া বিয়ে করে সেই ভিডিয়ো দিতেই ইন্টারনেটে খ্যাতি অর্জন করেছিলেন ২৬ বছর বয়সী এক টিকটকার। আর হঠাত্ই এল তাঁর মৃত্যু সংবাদ। মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু কেন?
জানা গিয়েছে, তুরস্কে নিজের অ্যাপার্টমেন্টের পঞ্চম তলা থেকে পড়ে মারা গিয়েছেন ২৬ বছর বয়সী টিকটকার কুবরা আইকুত। গত সপ্তাহে ইস্তান্বুলে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তাঁর মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম।
মৃত্যুর তদন্ত শুরু হয়েছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর নিজের শহরে যেখানে তাঁর বাবা-মা থাকেন সেখানে তাঁর শেষকৃত্যের আয়োজন করা হবে।
আরও পড়ুন: (চোখে জল, UK-র কনসার্টে এক মহিলাকে প্রকাশ্যেই জড়িয়ে ধরলেন, কী পরিচয় দিলেন দিলজিৎ দোসাঞ্জ?)
বেশ কয়েকজন টিকটক তারকা শেষকৃত্যে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে, এমনকি ভক্তরা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে এই মহিলার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন। কেউ কেউ 'দেবদূত' এবং 'সুন্দর হৃদয়ের' কেউ বলে অভিহিত করেছেন।
তাঁর শেষ ভিডিয়োটি
কুবরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেক ভক্ত দ্রুত লক্ষ্য করেন যে সোশ্যাল মিডিয়ায় তাঁর শেষ পোস্টগুলি যথেষ্ট উদ্বেগজনক
প্রতিবেদনে বলা হয়েছে, টিকটকে তাঁর শেষ ভিডিয়োতে তাঁকে অ্যাপার্টমেন্ট থেকে মারাত্মকভাবে পড়ে যাওয়ার কিছুক্ষণ আগে অ্যাপার্টমেন্ট পরিষ্কার করতে দেখা গিয়েছে।
টিকটকে এক মিলিয়নেরও বেশি এবং ইনস্টাগ্রামে ২ লক্ষেরও বেশি ফলোয়ার্স থাকা আইকুট ওজন বাড়ানোর জন্য নিজের লড়াই নিয়ে বেশ কয়েকটি পোস্টও করেছিলেন।
শেষ পোস্টে তিনি বলেন, ‘আমি আমার শক্তি সংগ্রহ করেছি, কিন্তু আমি ওজন বাড়াতে পারছি না। আমি প্রতিদিন এক কেজি ওজন হারাচ্ছি। আমি জানি না কি করব; আমার জরুরিভাবে ওজন বাড়ানো দরকার।’
বর ছাড়াই বিয়ে
২০২৩ সালে সঙ্গী ছাড়াই জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করার পরে আইকুট টিকটকের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। নিজের বিয়েতে তিনি একটি সাদা পোশাক এবং টিয়ারা পরে নিজের সঙ্গেই নিজেকে বিয়ে করেন। কারণ হিসাবে তিনি বলেন, ‘নিজের জন্য যোগ্য পাত্র খুঁজে পাচ্ছি না।’
আরও পড়ুন: (দাদা জাভেদ আখতারের সঙ্গে কথা হয় না, মুখ দেখাদেখিও বন্ধ, কিন্তু কেন? কী বললেন লেখক ভাই সলমন আখতার)
অনুষ্ঠান শেষে তিনি ফুলের তোড়া হাতে গাড়িতে করে উল্লাস করতে করতে এগিয়ে যান। সাদা পোশাকে বার্গার খেয়ে মজা করতে করতে নিজেকে 'নার্ভাস ব্রাইড' বলে বর্ণনা করার একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
নিজের এমপাওয়ারমেন্ট এবং হাস্যরসাত্মক সামগ্রীর জন্য পরিচিত এই টিকটকার ভাইরাল হওয়ার মাত্র দুই বছরের মধ্যে হাজার হাজার অনুগামী অর্জন করেছিলেন।