নাম সোফিয়া আনসারি। জন্ম ১৯৯৬-এর ৩০ এপ্রিল গুজরাতে, পেশায় অভিনেত্রী তিনি। সম্প্রতি একাই পুণে সফরে গিয়েছেন সোফিয়া। হোটেলের ঘরে একান্তে সময় কাটাতে দেখা গেল সোফিয়াকে। হোটেলের ঘরে রাখা লম্বা আয়নার সামনে দাঁড়িয়ে উন্মুক্ত শরীরে একের পর এক পোজ দিলেন সোফিয়া। শুধু সেলফি তোলাই নয়, সেগুলি সোশ্যাল মিডিয়ায় সকলের জন্য পোস্ট করতেও ছাড়েননি সোফিয়া।
সোফিয়ার পোস্টে শুধু অন্তর্বাসে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তাঁর বক্ষদেশে কালো অন্তর্বাস, আর নিম্নাঙ্গে কালো বিকিনি। আলুথালু চুল আটকানো কালো ক্লাচারে। গলায় সরু চেন, হাতে ম্যাট বাদামী রঙের নেটপলিশ। একের পর এক পোজ দিয়ে সেলফি তুলে গিয়েছেন সোফিয়া। কখনও আবার ভারী নিতম্ব আয়নার সামনে মেলে ধরে লেন্সবন্দি করতেও ছাড়েননি সোফিয়া। সোফিয়া যেখানে দাঁড়িয়ে রয়েছেন, তার পাশে ঝোলানো সাদা তোয়ালে, দেখে মনে হচ্ছে স্নানে যাওয়ার আগে সেলফি তুলেছেন অভিনেত্রী। হোটেলের ঘরে খাবারের প্লেটে রাখা অ্য়াভোকাডো ও অমলেট। ছবির ক্যাপশানে সোফিয়া লিখেছেন 'পুনে ডায়েরি'।
আরও পড়ুন-বক্স অফিসে ২১দিন পার, কত টাকার ব্যবসা করল রণবীর-শ্রদ্ধার ‘তু ঝুটি ম্যায় মক্কার’?
আরও পড়ুন-ক্রিশ্চিয়ান ডিওর মুম্বই ফ্যাশান শো, বলি তারকাদের উপস্থিতিতে উজ্জ্বল রেড কার্পেট
সোফিয়া আনসারির এই ছবিগুলি নেটপাড়ায় আগুন ধরিয়েছে। অভিনেত্রীর পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়েছে। কেউ লিখেছেন, ‘এতো আরেক উরফি।’ আবার নেটপাড়ার বহু নীতি পুলিশই সোফিয়াকে এধরনের পোস্ট থেকে সাবধান করেছেন।
ইনস্টাগ্রামে সোফিয়া আনসারির ফলোয়ার্সের সংখ্যা ৯.১ মিলিয়ন। সোফিয়ার একটি ইউটিউব চ্য়ানেলও রয়েছে, যেটি তিনি ২০১৩-তে খুলেছিলেন। ২০১৭-তে তাঁর 'ইক কুড়ি'গানের ভিডিয়োতে ভাইরাল হয়েছিলেন সোফিয়া আনসারি। যার মূল গানটি দিলজিৎ দোসাঞ্জের গাওয়া। জানা যায় সোফিয়ার জন্ম গুজরাটে হলেও ১০ বছরেরও বেশি সময় তাঁর এরাজ্যেই কেটেছে তাঁর। ২০২০-তে গুজরাটি ভাষায় মুক্তি পাওয়া ‘ভাহান না ডরিও’ গানে দেখা গিয়েছিল সোফিয়াকে। এছাড়াও আরও বেশ কিছু মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছেন তিনি।