রবিবার আচমকাই খবর মেলে ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি অভিনেতা টিকু তালসানিয়া। তবে পরে জানা যায়, হৃদরোগ নয় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেতা টিকু তালসানিয়া। সংবাদমাধ্যমকে এই খবর জানায় অভিনেতার স্ত্রী। কিন্তু এখন কেমন আছেন অভিনেতা?
অভিনেতার মেয়ে শিখা তালসানিয়া জানাচ্ছেন, ‘সবার প্রার্থনায় বাবা এখন অনেকটাই সুস্থ। আপনাদের সকলের প্রার্থনা ও উদ্বেগের জন্য আপনাদের সকলের ধন্যবাদ। এটা আমাদের সকলের জন্য একটা আবেগপূর্ণ সময় ছিল। তবে আমরা আপনাদের সকলকে এই খবর জানাতে পেরে খুশি যে বাবা এখন অনেক ভাল আছেন এবং সুস্থ হয়ে উঠছেন। আমরা কোকিলাবেনের হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের কাছে কৃতজ্ঞ তাঁরা যা করেছেন সেই সবকিছুর জন্য হাসপাতাল এবং বাবার অনুরাগীদের কাছে কৃতজ্ঞ।'

এদিকে জানা যাচ্ছে, অসুস্থ হওয়ার আগে রেশমি দেশাই-এর একটা গুজরাটি ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন টিকু তালসানিয়া। ছবির নাম 'মম তানে নেয় সমজায়'। সেই প্রিমিয়ারে টিকুর ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। জানা যাচ্ছে সেখানে থাকাকালীনই বুকে ব্যাথা ও সঙ্গে অস্বস্তি শুরু হয় অভিনেতার। এরপর তড়িঘড়ি তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান টিকুর ব্রেন স্ট্রোকে আক্রান্ত। এমন খবরে রেশমি জানিয়েছিলেন এই খবরে তিনি স্তম্ভিত। রেশমির কথায়, ‘ওঁর সঙ্গে দেখা হল, কথা হল, এদিকে আচমকাই এসব ঘটে গেল…।’ বর্তমানে অভিনেতার বয়স ৭০ বছর।
প্রসঙ্গত, ‘দিল হ্যায় কি মানতা নেহি’ (১৯৯১), ‘কাভি হাঁ কাভি না’ (১৯৯৩), এবং ‘ইশক’ (১৯৯৭) এর মতো ছবিতে কৌতুক চরিত্রে অভিনয় করেছেন। তিনি ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’ (১৯৯৩), ‘আন্দাজ আপনা আপনা’ (১৯৯৪), ‘কুলি নং ১’ (১৯৯৫), ‘রাজা হিন্দুস্তানি’ (১৯৯৬), ‘জুড়ওয়া’ (১৯৯৭), ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ (১৯৯৮), ‘রাজু চাচা’ (২০০০), ‘হাঙ্গামা’ (২০০৩), এবং ‘ধামাল’ (২০০৭), স্পেশাল ২৬ (২০১৩) এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। ২০০২ সালে সঞ্জয়লীলা বনশালির পিরিয়ড ড্রামা ‘দেবদাস’-এ তিনি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন, সেটি অবশ্য কৌতুক চরিত্র ছিল না। অভিনেতার কেরিয়ার শুরু হয়েছিল টেলি ধারাবাহিকের হাত ধরে। টিকু অভিনীত প্রথম হিন্দি ধারাবাহিক ১৯৮৪ সালে ‘ইয়ে জো হ্যায় জ়িন্দেগি’। এর ঠিক ২ বছর পরে, ১৯৮৬ সালে মোট তিনটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।