বাংলা নিউজ > বায়োস্কোপ > Tina Datta's mom slams Sreejita de: টিনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শ্রীজিতার, সরব হলেন অভিনেত্রীর মা, চাইলেন প্রমাণ

Tina Datta's mom slams Sreejita de: টিনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শ্রীজিতার, সরব হলেন অভিনেত্রীর মা, চাইলেন প্রমাণ

টিনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শ্রীজিতার

Tina Datta's mom slams Sreejita de: টিনা দত্ত নাকি সকলের ঘর ভেঙে বেড়ান, একটি পর্বে এমনই অভিযোগ করেছিলেন শ্রীজিতা দে। এবার সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রীর মা। কী বললেন তিনি শ্রীজিতার উদ্দেশ্যে?

গত ডিসেম্বরে বিগ বস হাউজে টিনা দত্তের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন শ্রীজিতা দে। তিনি তাঁর সহ-প্রতিযোগী সৌন্দর্য শর্মাকে বলেছিলেন যে টিনা সবাইকে হিংসা করেন এবং পুরুষদের নজর কাড়তে চান। একই সঙ্গে তিনি বলেন টিনা নাকি অনেকের সম্পর্ক ভেঙেছেন নিজের ইন্সিকিউডরিটির জন্য। এমনকি তিনি টিনাকে স্যাডিস্ট বলে ব্যঙ্গ করেন। এতদিন মেয়ের অপমান নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর মা মধুমিতা।

একটি নতুন সাক্ষাৎকারে মধুমিতা জানিয়েছেন শ্রীজিতা একবার বিগ বস হাউজ থেকে বেরোলে তিনি জানতে চাইবেন তাঁর এই বক্তব্যের ভিত্তি কী? তিনি আরও জানান যে টিনার বাবা নাকি এই মন্তব্যে ভীষণই আঘাত পেয়েছেন। এবং একই সঙ্গে তিনি বলেন শ্রীজিতা যা দাবি করেছেন সেটা তাঁকে প্রমাণ দিয়ে দেখাতে হবে।

মধুমিতার কথায়, 'আমি মনে করি না বিগ বস সঠিক জায়গা শ্রীজিতাকে প্রশ্ন করার জন্য। আমি এই শোতে কোনও উত্তর পেতে চাই না। ও একবার বিগ বস হাউজ থেকে বেরোলে আমি ওর থেকে এই প্রসঙ্গে উত্তর চাই। শোতে বলা হয়েছে যে টিনা নাকি অনেকের ঘর ভেঙেছে। তাহলে এবার ওকে অন্তত ৪-৫ টা সংসার দেখাতে হবে যা টিনা ভেঙেছে। আর টিনা সত্যি যাঁদের ঘর ভেঙেছেন তাঁদেরও তো মুখ খোলা উচিত। প্রকাশ্যে আসা উচিত। একদিকে শ্রীজিতা যখন বলছে ওরা বন্ধু নয়, তখন অন্যদিকে ও বলছে ওরা দুজন বন্ধু। তোমরা যখন ভালো বন্ধু, তখন তার মানে অনেক কিছুই তোমরা একে অন্যের সঙ্গে ভাগ করে নাও। শোয়ের মধ্যে ওর উপর রাগ দেখানোর তো কোনও অর্থ নেই না। শোয়ে ওকে কিছু বললে আমার তো কোনও লাভ হতো না। কিন্তু বিগ বস হাউজ থেকে বাইরে আসার পর ওকে এই বক্তব্যের জন্য জবাবদিহি করতে হবে। কারণ টিনার বাবা এটার উত্তর চান।' ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন।

একই সঙ্গে তিনি এদিন আরও বলেন, 'টিনাকে সবার সামনে নিচু করতে গিয়ে ও তো নিজেকেই সবার সামনে নামিয়ে দিল। ও যা বলেছে সেটা একদমই সত্যি নয়। বিগ বস থেকে বেরোনোর পর ও কি আদৌ কোনও প্রমাণ দেখাতে পারবে? তোমার কাছে যখন কোনও প্রমাণ নেই তখন তুমি এত বড় অভিযোগ করো কীভাবে?' তিনি আরও বলেন, 'একজন বাঙালি হয়ে আরেক বাঙালিকে নিচু করল।'

কিন্তু শ্রীজিতা আদতে কী বলেছিলেন সৌন্দর্যকে? অভিনেত্রী তাঁকে বলেছিলেন, 'হে ভগবান তোমায় কী বলি! আমি ওকে খুব ভালো করে জানি। অনেক লোকের ঘর ভেঙেছে ও। এই জন্যই তো এখনও নিজের ঘর তৈরি করতে পারল না। এটাকেই বলে যেমন কর্ম তেমন ফল। ওই কারণেই তো একা। ওর সঙ্গে একবার ঘুরতে গিয়ে বুঝেছিলাম ও ভীষণ স্যাডডিস্ট। আমি আর ওর সঙ্গে কোথাও যাব না।' তিনি আরও বলেছিলেন, 'ছেলেদের সঙ্গে ওর কোনও সমস্যা নেই। ও খালি ছেলেদের থেকে অ্যাটেনশন চায়। ভীষণ হিংসুটে।'

বন্ধ করুন