শালিন ভানোত নাকি টিনা দত্ত কে বেশি বোকা, এই নিয়ে দুই অভিনেতা, অভিনেত্রীর তর্ক, এবং সেখান থেকে ঝামেলা। দুজনই দুজনকে বোকা বলে দেগে দিচ্ছেন। আর তাতেই বিগ বস হাউজের উত্তাপ বাড়ছে। ধূমপানের ঘর বন্ধ করে সম্প্রতি প্রতিযোগীদের বিগ বস বেজায় বকেছেন। ক্ষুব্ধ হয়েছেন প্রতিযোগীদের উপর। আর এটার পরই এই দুই অভিনেতা, অভিনেত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। বৃহস্পতিবার, ১৭ নভেম্বর কালার্স টিভির তরফে এই এপিসোডের একটি প্রোমো ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। ভিডিওয় দেখা যাচ্ছে টিনা শালিনকে বোঝাচ্ছেন তিনি ধূমপান না করলেই সব সমস্যা মিটে যাবে।
টিনা যখন শালিনের উদ্দেশ্যে বলে, 'হ্যাঁ হ্যাঁ আমার বিষয় আর যা যা বিশেষণ আছে বলতে থাকো', তখন শালিনকে বিড়বিড় করতে দেখা যায় ভিডিওতে। শালিনকে এরপর বিরক্ত হয়ে টিনাকে ফ্রিকেল মাইন্ডেড বলে ডাকতে দেখা যায়। টিনা তাতে আরও ক্ষেপে যান, এবং বলেন, ' তোমার লজ্জা করে না শালিন? যখনই তুমি রেগে যাও আমাকে এরম খারাপ কথা বলো।' শালিন উত্তরে বলেন, ' শুরুটা তুমি করেছিল।'
এরপরও টিনা থামেন না, উল্টে বলেন, 'যেটা ভুল সেটা ভুল। বিগ বস হাউজে আগে এরম হয়নি। তুমি ধূমপান ছাড়াও থাকতে পারো।' এর উত্তরে শালিন বলেন, ' আমি যেটা বিশ্বাস করি সেটায় যদি তোমার কোনও আপত্তি থাকে তাহলে আমার সমস্যা আছে। আমি কেমন সেটা তোমায় বলতে হবে না। আসলে ব্যাপারটা হল, যেটা তোমার কাছে গুরুত্বপূর্ণ নয়, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আর তুমি সেটাকেই চ্যালেঞ্জ করছ।' যখন টিনা জিজ্ঞেস করেন সেটা কী, শালিন উত্তর দেন সেটা হল তাঁর স্বাস্থ্য। টিনা কিছু বললে, শালিন ফের তাঁকে বলেন, 'আরে আমায় ঠিক ভুল শিখিও না। তুমি এমন কিছু ভাবলে সেটা তোমার সমস্যা।'
এরপরও তাঁদের ঝামেলা শেষ হয় না। সেটা চলতেই থাকে। যদিও বিগ বস হাউজে ঝগড়া, বা তর্ক এগুলো নতুন কোনও বিষয় নয়। আগেও ঘটেছে, এখন সেটাই শালিন এবং টিনার মধ্যে দেখা যাচ্ছে। চলতি সপ্তাহে শুরুর দিকে সাজিদ খান সহ অন্যান্যরা ধূমপানের জন্য বরাদ্দ ঘরের বাইরে ধূমপান করেন। তখন বিগ বস সেই ঘর বন্ধ করে দেন। শালিন এর জন্য বিগ বসের কাছে ক্ষমা চান।