বাংলা নিউজ > বায়োস্কোপ > Saregamapa: তিথির গলায় ‘বন্ধু চল’ শুনে শান্তনু বললেন তাঁর ভুলের কথা, রাঘবের মনে পড়ল মেয়ের অসুখের প্রসঙ্গ

Saregamapa: তিথির গলায় ‘বন্ধু চল’ শুনে শান্তনু বললেন তাঁর ভুলের কথা, রাঘবের মনে পড়ল মেয়ের অসুখের প্রসঙ্গ

তিথির গলায় ‘বন্ধু চল’ শুনে শান্তনু বললেন তাঁর ভুলের কথা

Saregamapa: সারেগামাপাতে গত রবিবার, ৩ অক্টোবর শান্তনু মৈত্র স্পেশ্যাল পর্ব সম্প্রচারিত হল। আর সেখানেই ওপেন টি বায়োস্কোপ ছবি থেকে বন্ধু চল গানটি গেয়ে তাক লাগালেন তিথি। তাঁর গান শুনে এদিন কেঁদে ফেলেন সমস্ত বিচারকরা। শান্তনু মৈত্র জানান গানের নেপথ্যের কাহিনি।

সারেগামাপাতে গত রবিবার, ৩ অক্টোবর শান্তনু মৈত্র স্পেশ্যাল পর্ব সম্প্রচারিত হল। আর সেখানেই ওপেন টি বায়োস্কোপ ছবি থেকে বন্ধু চল গানটি গেয়ে তাক লাগালেন তিথি রায় কার্জ্জী। তাঁর গান শুনে এদিন কেঁদে ফেলেন সমস্ত বিচারকরা। শান্তনু মৈত্র জানান গানের নেপথ্যের কাহিনি।

আরও পড়ুন: 'দক্ষিণ ভারতে নিজস্ব ভাষার ছবিকে গুরুত্ব দেওয়া হয়, এখানে...' হিন্দি ছবির দাপটে বহুরূপীর শো কমতেই কী বললেন শিবপ্রসাদ?

কী ঘটেছে?

এদিন তিথি রায় কার্জ্জী অনুপম রায়ের গাওয়া বন্ধু চল গানটি গেয়ে শোনান। তবে এদিন যে তিনি কেবল গান গেয়েছেন সেটাই নয়। তার সঙ্গে ছিল একটি কবিতা পাঠও। মীরাক্কেল খ্যাত অর্ণব কর্মকারের লেখা বন্ধুত্ব নিয়ে একটি কবিতা পাঠ করেন মুনমুন মুখোপাধ্যায়। সেখানে উঠে আসে ছোটবেলা থেকে বড়বেলার বন্ধুদের কথা, বন্ধুত্বের কথা, বন্ধুদের হারিয়ে যাওয়ার কথা। সবটা মিলিয়ে একটা মন কেমন করা পরিস্থিতি তৈরি হয়। সঙ্গে মন ভালো করাও বোধহয়। ফলে তিথির এই পারফরমেন্স দেখে বিচারকরা যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি তাঁদের মন ভারাক্রান্ত হয়ে যায়। কেঁদে ফেলেন সকলে।

তিথির গান শেষ হওয়ার আগেই মঞ্চে উঠে যান শান্তনু। শেষ লাইনটা গান প্রতিযোগীর সঙ্গে। জড়িয়ে ধরেন তাঁকে। এরপরই ঝরঝর করে কেঁদে ফেলেন তিথি। বাদ যান না ইমন, জোজো, অন্তরারা। প্রতিযোগীর গানের প্রশংসার পাশাপাশি এদিন তাঁরা তাঁদের বন্ধুত্বের কথাও শোনান।

ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন, বন্ধুত্ব একমাত্র সম্পর্ক যেটা আমরা বেছে নিই। সেটা যেন কেউ কোনও শর্তে নষ্ট না করেন। হারিয়ে না ফেলেন। ইমন চক্রবর্তী জানান, তাঁর গুটিকয় বন্ধু আছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তাঁদের বন্ধুত্বের স্মৃতি হাতড়ে বলেন, 'আমি প্রথম যেদিন গান রেকর্ড করতে গেছিলাম আমায় বের করে দিয়েছিল স্টুডিও থেকে। বুঝেছিলাম মানুষটা ভুল ধরিয়ে দেবে।' ইন্দ্রদীপের কথা শোনা যায় এদিন রাঘব চট্টোপাধ্যায়ের মুখেও। তিনি বলেন, 'আমার মেয়ে যখন সবে জন্মেছে, খুব অবস্থা খারাপ তখন আমার সঙ্গে গোটা রাত হাসপাতালে ছিল এই মানুষটা।' কৌশিকী চক্রবর্তী জানান তাঁর প্রথম বন্ধু তাঁর স্কুলের অঙ্কের শিক্ষক। তিনি অঙ্কে ভয় পেতেন বলে ওঁর সঙ্গে বন্ধুত্ব করে তিনি তাঁকে অঙ্ক শেখাতেন।

আরও পড়ুন: রূপালি গঙ্গোপাধ্যায় 'নিষ্ঠুর-নিয়ন্ত্রক'ই, ৪ বছর পরেও একই কথা সৎ মেয়ে এষার! বললেন, 'অনেক রিস্ক নিয়ে বলছি...'

আরও পড়ুন: 'আমাদের গান নেওয়া হচ্ছে, কিন্তু গাইতে দেওয়া হচ্ছে না', ভরা মঞ্চেই টাপা টিনি নিয়ে আক্ষেপ উপল-অনিন্দ্যর!

বন্ধু চলের নেপথ্যের কাহিনি

এদিন বন্ধু চলের কাহিনি জানিয়ে শান্তনু মৈত্র বলেন, 'আমি যখন দিল্লি থেকে মুম্বই আসি যাঁদের সঙ্গে সেই সময় গান বাজনা করতাম তাঁদের অনেকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওটা আমার ভুল ছিল। আর সেখান থেকেই এই গান।'

সারেগামাপা প্রসঙ্গে

এবারের সারেগামাপাতে আছেন ৮ জন বিচারক। এবারের এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন ৪টি দল। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন সঞ্চালক হিসেবে।

বায়োস্কোপ খবর

Latest News

'ফাঁসিই চেয়েছিলাম, তবে সঞ্জয় একা তো দোষী নয়…', RG করের রায় নিয়ে মুখ খুললেন সোহম এক বছর পরে শুক্র বৃহস্পতির ঘরে প্রবেশ করতে চলেছেন, ৩ রাশির বাড়বে সুখ সীমান্ত পিলার পুনর্নির্মাণেও অসহযোগিতার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে জলের মতো টাকা ওড়ায় হার্ভার্ডের পড়ুয়ারা! ভিডিয়ো দেখিয়ে যা বললেন সহপাঠী SA20 2025: মিলার-কার্তিকদের রয়্যালসের কাছে ৬ উইকেটে হারল ফ্যাফের সুপার কিংস শনির গোচর সূর্যগ্রহণের সংযোগ, ৩ রাশির হবে আর্থিক লাভ, খুলবে আয়ের নতুন উৎস নিজের জন্মদিনে সুশান্তের জন্য কেক কাটলেন সৌরভ! জানেন কেন? পাশে থাকলেন দর্শনা উঠে গেল নিষেধাজ্ঞা, টিকটককে ৭৫ দিনের লাইফলাইন দিলেন ডোনাল্ড ট্রাম্প ইডেন গার্ডেন্সে কেরিয়ারের নতুন অধ্যায় শুরুর আগে কী বললেন শাহরুখের প্রাক্তন নাইট রাখলেন কথা, ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

IPL 2025 News in Bangla

শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.