বাংলা নিউজ > বায়োস্কোপ > Tiyasha Lepcha: সুবানের সঙ্গে বিচ্ছেদের পর প্রথম পুজো, কী ভাবে উৎসবের দিনগুলি কাটাবেন তিয়াসা

Tiyasha Lepcha: সুবানের সঙ্গে বিচ্ছেদের পর প্রথম পুজো, কী ভাবে উৎসবের দিনগুলি কাটাবেন তিয়াসা

সুবানকে ছেড়ে কী ভাবে পুজো কাটাবেন তিয়াসা?

কর্মসূত্রে শহর কলকাতাই তাঁর বর্তমান ঠিকানা। তবে উৎসবের দিনগুলিতে নিজের জায়গায় ফিরে যান তিয়াসা। শহুরে জাঁকজমক থেকে দূরে কাছের মানুষদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন।

নতুন ধারাবাহিকের কাজ শুরু। শ্যুটিং ফ্লোরেই দিন কেটে যাচ্ছে তাঁর। তিয়াসা  লেপচার। তার সঙ্গেই নতুন বাড়ি সাজিয়ে তোলার ব্যস্ততা। সব মিলিয়ে দম ফেলার ফুরসৎ কোথায়! তবে কি পুজোর চারটে দিনও এ ভাবেই কাটিয়ে দেবেন 'কৃষ্ণকলি'? প্রশ্ন শুনেই তাঁর উত্তর, 'একেবারেই না! পঞ্চমী পর্যন্ত কয়েকটা পুজো উদ্বোধন করব। তার পরেই সোজা বাড়ি। গোবরডাঙায় পারিবারের সবার সঙ্গে চারটে দিন হইহই করব।'

কর্মসূত্রে শহর কলকাতাই তাঁর বর্তমান ঠিকানা। তবে উৎসবের দিনগুলিতে নিজের জায়গায় ফিরে যান তিয়াসা। শহুরে জাঁকজমক থেকে দূরে কাছের মানুষদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। তাঁর কথায়, 'আমি আগাগোড়াই মাটির কাছাকাছি থাকতে ভালোবাসি। পুজোর সময় নিজের জায়গায় যাব না? পারিবারের মানুষদের সঙ্গে সময় কাটানোর মধ্যে একটা আলাদা আনন্দ আছে।'

পেশার তাগিদে সারা বছর খাওয়াদাওয়ায় লাগাম টানতে হয়। তবে পুজোর সময় ছাড় পাওয়া যায় কিছুটা। আর তখনই ইচ্ছা মতো পদ দিয়ে চলে রসনাতৃপ্তি। অভিনেত্রী বললেন, 'আমার ট্রেনারের কথা মতো পুজোয় সারা দিন ফল খেয়ে কাটাব। আর রাত হলেই মন ভরে বিরিয়ানি খাব। ওই একটা জিনিস ছাড়া আমার একদম চলবে না!'

কলকাতায় নতুন ফ্ল্যাট কিনেছেন তিয়াসা। আপাতত নতুন বাসস্থানকে সাজিয়ে তুলছেন মনের মতো করে। পাশাপাশি চলছে ধারাবাহিকের কাজ। সব সামলে পুজোর কেনাকাটার সময় কোথায়! অবশ্য তা নিয়ে আফসোস নেই তাঁর। তিয়াসার কথায়, 'আমার সাজ নিয়ে এখন আর ভাবছি না। নতুন বাড়িটাকে মনের মতো করে সাজিয়ে তোলার চেষ্টা করছি।

(আরও পড়ুন: ফের একসঙ্গে নিখিল-শ্যামা! স্টার জলসার পর্দায় ফিরছে ‘কৃষ্ণকলি’ জুটি)

সব মিলিয়ে নিজের মতো করে ভালো আছেন পর্দার শ্যামা। চলতি বছরে সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদ হলেও উৎসবের দিনগুলিতে অতীত নিয়ে ভাবতে চান না তিনি। তাঁর কথায়, 'একসঙ্গে আমরা ভালো ছিলাম না। ভালো থাকার জন্যই দু'জনে ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। তা হলে আর সেটা নিয়ে মন খারাপ করা তো নিরর্থক। তাই না?'

(আরও পড়ুন: তিয়াসার সঙ্গে ডিভোর্সের চার মাসের মধ্যেই ফের বিয়ের পিঁড়িতে সুবান?)

আপাতত দিন গুনছেন তিয়াসা। পঞ্চমীর রাতেই রওনা দেবেন গোবরডাঙার উদ্দেশ্যে। কাছের মানুষদের নিয়ে হইহই করে কাটাবেন পুজোর ক'টা দিন।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ট্রাস্টের নামে ৫ একর জমি পেয়েও আবেদন প্রত্যাহার খাড়্গে পুত্রের অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘোর বিপদে ভারত, শেষ চারে অজিরা, এ-গ্রুপের পয়েন্ট তালিকা দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার 'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.