বাংলা নিউজ > বায়োস্কোপ > সুস্পষ্ট বক্ষবিভাজিকা,থাই স্লিট গাউনে গ্ল্যামার কুইন ‘কৃষ্ণকলি’ তিয়াসা

সুস্পষ্ট বক্ষবিভাজিকা,থাই স্লিট গাউনে গ্ল্যামার কুইন ‘কৃষ্ণকলি’ তিয়াসা

তিয়াসা রায (ছবি-ইনস্টাগ্রাম)

চিনতে পারছেন শ্যামা-কে? তিয়াসার বোল্ড লুকে ঘায়েল নেটপাড়ার বাসিন্দারা।

প্রতিদিন টিভির পর্দায় সাদামাটা শাড়িতে মধ্যবয়স্কা শ্যামা স্বামী-সংসারের সমস্য সামলাতে ব্যস্ত থাকেন। কিন্তু সব কিছু ভুলে আচমকাই ভোল পালটে হাজির ‘কৃষ্ণকলি’। শুধু পোশাকেই বদল তেমন নয়, তাঁর শ্যামবর্ণা রঙ উধাও ফেটে পড়ছে তাঁর দুধ সাদা গায়ের রঙ। এমনই গ্ল্যামার কুইনের বেশে লেন্সবন্দি শ্যামা ওরফে তিয়াসা রায়। আসলে বাস্তবজীবনে ‘কৃষ্ণকলি’র নায়িকা যে মোটেই শ্যামবর্ণা নন, তা এতদিনে কারুর অজানা নয়। 

নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যতই বাড়ছে, ততই যেন শ্যামার খোলস ছেড়ে একটু একটু করে বেরিয়ে আসছেন তিয়াসা। গত কয়েক মাস ধরেই টেলিপাড়ার জোর গুঞ্জন ঘর ভাঙছে তিয়াসা-সুবানের। যদিও এই গুঞ্জনকে নেহাত জল্পনা বলেই উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি একদম বোল্ড ফটোশ্যুটে ধরা দিলেন তিয়াসা রায়।

সবুজ রঙা গ্লিটারি থাই স্লিট গাউনে ঝলমল করলেন তিয়াসা, কোঁকড়ানো চুল, স্মোকি আইজ পায়ে সোনালি স্লিলেটোতে ক্যামেরার সামনে পোজ দিলেন নানান ভঙ্গিতে। 

গত কয়েক সপ্তাহে নায়িকা বারবার নিজের বোল্ড অবতার সামনে আনছেন। এর আগে তাঁকে পশ্চিমী পোশাকেও দেখা গেলেও এত বেশি সাহসী অবতারে দেখা যায়নি। 

নিজের এই লুক পরিবর্তন নিয়ে দিন কয়েক আগেই এক সাক্ষাত্কারে তিয়াসা জানিয়েছেন, 'শ্যামার লুক ক্যারি করতে হত বলে এই ছবিগুলো এতদিন পোস্ট করতাম না। এখন তো 'কৃষ্ণকলি'-র তিন বছর পেরিয়ে গিয়েছে। লুকটা একটু চেঞ্জ করতে ইচ্ছে করল।' পাশাপাশি এখন কৃষ্ণকলি শেষ হওয়ারও কোনও সম্ভবনা নেই বলেই জানিয়েছেন তিয়াসা। 

বন্ধ করুন