বাংলা নিউজ > বায়োস্কোপ > শ্যামার ভোল বদল! শাড়ি ছেড়ে পরনে থাই স্লিট গাউন, তিয়াসার হট লুকে কুপোকাত ভক্তরা

শ্যামার ভোল বদল! শাড়ি ছেড়ে পরনে থাই স্লিট গাউন, তিয়াসার হট লুকে কুপোকাত ভক্তরা

তিয়াসার অন্য অবতার 

দেশি লুক ছেড়ে থাই স্লিট গাউনে লেন্সবন্দি তিয়াসা। প্রখমবার বোল্ড ফটোশ্যুটে পর্দার শ্যামা। 

ডানদিকের ছবিটি দেখলে প্রথমে ভিরমি খেতেই পারেন। ইনি সেই কন্যে, যাকে প্রতিদিন জি বাংলার পর্দায় সাদামাটা শাড়িতে দেখতে পান আপনি। হ্যাঁ, ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের শ্যামা। নিখিলের স্ত্রী, কৃষ্ণার মা- সেই শ্যামার এমন অবতার আপনাকে চমকে দেবে বইকি! শুধু পোশাই রদবদল তেমন নয়, বাস্তব জীবনে মোটেই শ্যামবর্ণা নন, তিয়াসা। তাঁর ধপধপে সাদা রঙকে সিরিয়ালে মেক-আপের সাহায্যে পালটে দেওয়া হয়। 

এর আগে তিসায়া বহুবার ফটোশ্যুটে ধরা দিয়েছেন, কখন শাড়ি আবার কখনও লেহেঙ্গায়। পশ্চিমী পোশাকেও নিজেকে মেলে ধরেননি তেমনটা নয় তবে এতখানি স্ক্রিন শো করতে কোনওদিন দেখা যায়নি তাঁকে। সোমবার ইনস্টাগ্রামের দেওয়ালে একটি ছবি পোস্ট করেন তিয়াসা, সেখানে থাই স্লিট হলুদ গাউনে ধরা দিলেন পর্দার শ্যামা। হাওয়ায় উড়ছে তাঁর পোশাক, পায়ে স্টিলেটো, ঢেউ খেলানো খোলা চুল আর গাঢ় লিপস্টিকে মোহময়ী তিয়াসা। এমনিতে ব্যক্তিগত জীবনকে খুব একটা সামনে আনেন না নায়িকা, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও খুব বেশি অ্যাক্টিভ নন। তবে যখন ছবি পোস্ট করেন, তা নিমেষে ভাইরাল হয়ে যায়।

ভারতীয় পোশাকের পাশাপাশি, ওয়েস্টার্ন পোশাকেও ফটোশ্যুটে সমান স্বচ্ছন্দ তিয়াসা তা ভালোভাবেই বুঝিয়ে দিলেন তিনি। ছোটপর্দার পাশাপাশি বাস্তব জীবনেও ঘোর সংসারি শ্যামা। অভিনেতা সুবান রায়ের সঙ্গে তাঁর সুখী দাম্পত্য। অন্যদিকে একের পর এক মাইলস্টোন ছুঁয়ে চলেছে কৃষ্ণকলি। গতকালই (সোমবার) ১০০০তম এপিসোড টেলিকাস্ট হল এই ধারাবাহিকের। 

বন্ধ করুন