গত এক মাস তাঁর 'পাখির চোখ ' ছিল বাঁকুড়ায়। বলা ভালো,রয়েছে এখনও।তবে চাপ খানিকটা কমেছে। কারণ গত সপ্তাহেই মিটেছে বাঁকুড়ার ভোটপর্ব।আর চাপ কমতেই স্বমহিমায় ফের একবার ফিরলেন তিনি। কথা হচ্ছে সায়ন্তিকাকে নিয়ে। গত এক মাস বাঁকুড়ার পথ ঘাট থেকে শুরু করে তাঁর সোশ্যাল অ্যাকাউন্ট জুড়ে শুধুই ছিল ভোট প্রচারের পোস্ট। ' নায়িকা '-র বদলে তিনি শুধুই ছিলেন ' প্রার্থী ' সায়ন্তিকা। নিজের ' হট ' অবতারে তো দূরের কথা,পশ্চিমি পোশাকেও দেখা যায়নি টলিপাড়ার জনপ্রিয় এই ' হট ' অভিনেত্রীকে। সঙ্গে ছিল আর পাঁচজন রাজনৈতিক প্রার্থীর মতোপ দযাত্রা থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে ভো টচাওয়াও। তবে আপাতত সেই ' যুদ্ধ ' শেষ। ভোট পর্ব সারা হয়ে গেছে বাঁকুড়ায়। ব্যাস! আর তারপরেই ফের একবার সেই নায়িকাসুলভ অবতারে ফিরেছেন ' আওয়ারা ' ছবি খ্যাত এই নায়িকা।
সদ্য ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন সায়ন্তিকা।তবে সেই ছবিতে ' কপিবুক ' রাজনৈতিক ব্যক্তিত্বের পোশাকের বদলে কালো টি-শার্ট, কালো লেগ-ইনস, মাথায় টুপি, চোখে সানগ্লাস নিয়ে আবেদনময়ী ভঙ্গিতে ক্যামেরার লেন্সে ধরা দিলেনএই অভিনেত্রী। এ যেন সোশ্যাল মিডিয়ায় 'নায়িকা ' সায়ন্তিকার ' ঘর ওয়াপসি '! ছবিরসঙ্গে নায়িকার ক্যাপশন ' ভাইবিং ' অর্থাৎ কম্পমান।এ যেন নিজের পুরোনো ' ভাইব '-কে ফায়ার পাওয়ারই ইঙ্গিত। ওদিকে ফের একবার সায়ন্তিকাকে নায়িকার অবতারে দেখতে পেয়েতাঁর ফ্যানরাও যে খুশি,তা ছবির কমেন্ট বক্সেই চোখ বোলালেই স্পষ্ট মালুম হবে।