অপেক্ষার অবসান। কিছুদিন আগেই প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছিল বিজেপি। এবার নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ্যে আনল তৃণমূল কংগ্রেসও। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন প্রার্থীদের নাম ঘোষণা করেন। আর বরাবরের মতো, এবারও তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন একাধিক তারকারা। লড়াইয়ে আছেন দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, প্রমুখরা।
আরও পড়ুন: 'শেষ কথা কে বলবে...' মেঘ-ময়ূরী-নীলের সফর শেষ, ইচ্ছে পুতুলের শেষদিনে কী লিখলেন মৈনাক-তিতিক্ষারা?
কোন কোন তারকারা এবার তৃণমূলের হয়ে লড়বেন?
মাঝে শোনা গিয়েছিল যে দেব এবার লড়বেন না লোকসভা নির্বাচনে। সরে দাঁড়াবেন রাজনীতি থেকে। কিন্তু গত মাসেই মমতার সঙ্গে বৈঠক সেরে তিনি জানিয়ে দেন যে তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাঁকে ছাড়বে না। আর এদিন প্রার্থী তালিকা ঘোষণা হতেই স্পষ্ট হয়ে গেল যে তিনি লড়াইয়ে আছেন। ঘাটাল থেকেই হিরণের বিপরীতে লড়বেন দেব ওরফে দীপক অধিকারী।
আরও পড়ুন: 'আর একটু হলেই...' ভয়াবহ দুর্ঘটনার কবলে অভিনেতা সায়ক চক্রবর্তী, ভেঙে চুরমার গাড়ির সামনের অংশ
অন্যদিকে যাদবপুরের এবারের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এবারে আসানসোলের প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা। বীরভূম থেকে লড়াই করবেন শতাব্দী রায়। বহরমপুর থেকে লড়বেন কেকআরের জনপ্রিয় তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। মেদিনীপুর থেকে লড়বেন জুন মালিয়া।
তবে এবার প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন টলিউডের দুই বিখ্যাত অভিনেত্রী নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তী। তাঁদের জায়গায় এলেন রচনা বন্দ্যোপাধ্যায়। দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় এবার হুগলি কেন্দ্র থেকে লড়বেন। তাঁর বিপরীতে রয়েছেন বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ফলে ঘাটাল এবং হুগলিতে যে তারকা বনাম তারকার লড়াই দেখা যাবে সেটা বলাই বাহুল্য।
এবার তৃণমূলের থেকে টিকিট পেয়েছেন দেবাংশুও। এদিন প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রার্থীদের তাঁর সঙ্গে মঞ্চে হাঁটতে দেখা যায়।
আরও পড়ুন: দ্বিতীয়দিনেই হুহু করে বাড়ল ব্যবসা, ১৮ কোটি আয় করে দুই দিনে মোট কত ঘরে তুলল অজয়ের ‘শয়তান’?
আরও পড়ুন: বিয়ের পর শ্রীময়ীকে রাত জাগাচ্ছেন কাঞ্চন! অভিনেত্রী বললেন, 'আমায় কি এখনও...'
তৃণমূলের তারকা প্রার্থী তালিকা এক নজরে:
হুগলি - রচনা বন্দ্যোপাধ্যায়
যাদবপুর - সায়নী ঘোষ
ঘাটাল - দেব
আসানসোল - শত্রুঘ্ন সিনহা
বীরভূম - শতাব্দী রায়