শনিবার ঘাটালে লোকসভা নির্বাচন। সময় যত এগোচ্ছে দেব বনাম হিরণ লড়াই যেন ততই প্যাঁচালো। ইন্ডাস্ট্রি সূত্রে তাঁরা সহকর্মী হলেও সৌহার্য ভুলে প্রতিদ্বন্দ্বী দেবকে একের পর এক তীরে বিদ্ধ করে চলেছেন হিরণ। রাজনীতির ময়দানে সৌজন্যের জন্যই পরিচিত দেব, কিন্তু তাঁর দিকে অভিযোগের আঙুল উঠলে ছেড়ে কথা বলার পাত্র নন তিনিও। আরও পড়ুন-‘ও শুভেন্দু দা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো’, খোঁচা দিলেন দেব
শুরু থেকেই বিজেপির অভিযোগ তৃণমূলের তারকা সাংসদ প্রার্থী দেব গরুপাচার মামলায় যুক্ত। বৃহস্পতিবার সেই নিয়ে ফের সরব হিরণ, এমনকি দেব কবে সিনেমা ছাড়ছেন ওপেন ফোরামে সেই প্রশ্নও জিগ্গেস করেন হিরণ। পালটা জবাব দিলেন ঘাটালে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামা দেব। সোশ্যালে জমে উঠেছে দুই তারকার বাকযুদ্ধ।
বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে দেবের নামে ব্যাঙ্কের নথি তুলে ধরে বোঝাতে চেয়ে ছিলেন এনামুল হকের (গরুপাচার মামলায় গ্রেফতার) থেকে টাকা নিয়েছেন দেব। শিরোনামে লিখেছেন, ‘দেবের কীর্তি’। সেখানে আরণ্যক ট্রেডার্সের একটি ব্যাঙ্কের নথির উল্লেখ রয়েছে, যাতে স্পষ্ট দেবের প্রযোজনা সংস্থা ২৫ লক্ষ টাকা করে দু-বারে মোট ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করেছে ওই সংস্থা। আরণ্যক ট্রেডার্সের থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করলেন না দেব। প্রমাণসহ এক্স হ্যান্ডেলে জানালেন ‘সিনেমা জন্য লগ্নি করেছিলেন সিনেমা রিলিজের পর ফেরত দিয়ে দেওয়া হয়েছিল…’। নথিতে চোখ বোলালে দেখা যাবে, আরণ্যক ট্রেডার্সের অ্যাকাউন্ট থেকে ২০১৬ সালের ২৪ই নভেম্বর এবং ২৫শে নভেম্বর ২৫ লক্ষ টাকার দুটো চেক জমা পড়ে দেবের প্রযোজনা সংস্থার অ্যাকাউন্টে।
প্রায় এক বছরের মাথায় ২০১৭ সালের ৩রা নভেম্বর এবং ১৩ই নভেম্বর ৫০ লক্ষ টাকা চেক মারফত ফেরত দেওয়া হয় আরণ্যক ট্রেডার্সের অ্যাকাউন্টে। ২০১৭ সালের জুন মাসে মুক্তি পেয়েছিল প্রযোজক দেবের প্রথম ছবি চ্যাম্প। সেই ছবির বিনিয়োগের কথাই হয়ত এখানে উঠে আসছে এখানে।
গরুপাচারের টাকা নিয়েছেন, হিরণ প্রমাণ করতে পারলে সিনেমা করবেন না বলেছিলেন দেব। এদিন অভিনেতা-বিদায়ী সাংসদকে চ্যালেঞ্জ করে হিরণ বলেন, ‘উনি সিনেমা কবে ছাড়বেন আজই ঘোষণা করে দিন বরং।’ দেব পালটা খোঁচা দিয়ে হিরণকে ‘ডক্টর বাবু’ সম্বোধন করলেন।
হিরণের পিএইচডি ডিগ্রি রয়েছে, এই নিয়ে সোশ্যালে আলোচনা থামছে না। ২০২১ সালে গ্রামীণ উন্নয়ন নিয়ে PhD করেছেন হিরণ, আপাতত আইআইটি খড়্গপুরে পোস্ট পিএইচডি রিসার্ট ফেলো বিজেপি প্রার্থী। এবার দেবও ছাড়লেন না হিরণের শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা দিতে।
অভিনয় ছাড়া নিয়ে হিরণের চ্যালেঞ্জের জবাবে দেব বলেন, ‘এটা কোনও তথ্য? ডায়েরিতে লেখা দেব যে কেউ হতে পারে!’ শুভেন্দু একটি ডায়েরির পাতা শেয়ার করেন তাতে হাতখড়ি বাবদ ৭৫ লক্ষ টাকা দেবকে দিয়েছেন এনামুল। তবে সেই দেব যে তৃণমূলের দেব, তার কোনও প্রমাণ নেই। বিদায়ী সাংসদের বক্তব্য,'যাঁর ডায়েরি তিনি বলছেন না ওই দেব আমি।' হিরণের অভিযোগ নিয়ে দেব বললেন, ‘সবার আগে ও গরু চোর। আপনি তো সবার আগে গরুচোর দাদা। প্রমাণ দিলাম, ছবি দেখালাম যে পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করেছেন আপনি।’
দেবের সাফ কথা,'ব্যবসার জন্য নিতে হয় টাকা। ছয় থেকে আট মাসের মধ্যে টাকা ফেরত দিয়েছি। আজ নয়, সেই সময়ই টাকা ফেরত দিয়েছি।' দেব আরও জানিয়েছেন, আজও তিনি বুক ঠুকে বলছেন যে এনামুল হককে চেনেন না। তবে পিন্টু মণ্ডলকে চেনেন, তাঁর সঙ্গে কাজও করেছেন। পিন্টুর সঙ্গে কাজ করেছেন হিরণ এমনকি বলিউডের তাবড় তারকারাও। পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করার জন্য দেব গরুচোর হলে সকলে (হিরণও) গরুচোর।