২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন সায়নী ঘোষ। অভিনেত্রী হিসেবে একসময় পরিচয় থাকলেও, এখন তাঁর মন পুরোপুরি রাজনীতিতে। কদিন আগেই মনোনয়ন জমা দেন, সঙ্গে দেন সম্পত্তির খতিয়ানও।
নির্বাচন কমিশনে সম্পত্তির হলফনামা জমা দেওয়ার সময় সায়নী দিলেন সমস্ত হিসেব। যাতে দেখা গেল, দেনার বোঝা রয়েছে মাথার উপর অনেক। তবে ব্যাঙ্ক ব্যালেন্স ও বিনিয়োগের অঙ্কও বেশ ভালো। চলুন দেখে নেই এক নজরে।
আরও পড়ুন: ভিডিয়ো তুলতে গিয়ে অরিজিত সিং-এর বউকে ধাক্কা, রাগে গজগজ কোয়েলের, কী করলেন গায়ক?
সায়নী ঘোষের আয়:
অভিনেত্রী জানিয়েছেন, ২০১৮-২০১৯১৯ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ লক্ষ ৫৬ হাজার টাকা, ২০১৯-২০২০ অর্থবর্ষে তা কমে হয় ৩ লক্ষ ৭৮ হাজার ৩৮০ টাকা। ২০২০-২০২১ অর্থবর্ষে তিনি আয় করেন ২ লক্ষ ৪০ হাজার ৪৬০ টাকা, ২০২১-২০২২ অর্থবর্ষে ৩ লক্ষ ৫৯ হাজার ১৬০ টাকা। ২০২২-২০২৩ অর্থবর্ষে সায়নীর আয় ছিল ৪ লক্ষ ৭১ হাজার ৪৯০ টাকা।
সায়নীর অস্থাবর সম্পত্তি:
অভিনেত্রী জানান, এই মুহূর্তে তাঁর হাতে নগদ অর্থ রয়েছে ৩৪ হাজার ৫০০ টাকা। ব্যাঙ্কে জমা ও বিনিয়োগ মিলিয়ে মোট তাঁর রয়েছে ২১ লক্ষ ৮৯ হাজার ৩২৩ টাকা।
সায়নীর গাড়ির দাম ৬ লক্ষ ৭৭ হাজার ৬৩৯ টাকা। একটি Honda Jazz ব্যবহার করেন সায়নী। তাঁর কাছে সোনা রয়েছে ৫৮ হাজার ৫০০ টাকার।
আরও পড়ুন: রাগলেই ‘তাণ্ডব’ কৌশাম্বির! ‘ও ফোন করে, কাকিমা সাবধান…’, বলেছিলেন আদৃতের শাশুড়ি দিদি নম্বর ১-এ
সায়নীর স্থাবর সম্পত্তি:
গল্ফ গ্রিনে ১২৫০ স্কোয়্যার ফুটের একটি ফ্ল্যাট রয়েছে সায়নীর, তার সঙ্গে রয়েছে পার্কিংও। সেটির বাজার মূল্য ৬২ লক্ষ ৬৪ হাজার টাকা।
সায়নীর মাথায় থাকা দেনাটি হোম লোনের। গল্ফ গ্রিনে ফ্ল্যাটটি কিনতে মায়ের সঙ্গে যৌথ ভাবে গৃহঋণ নিয়েছিলেন। মোট ৬০ লক্ষ ৩৪ হাজার ২০০ টাকা লোন নেন সায়নী, যার মধ্যে এখনও ৫৯ লক্ষ ৮৫ হাজার ৭১০ টাকা শোধ করা বাকি রয়ে গিয়েছে।
আরও পড়ুন: ‘বিয়ের আগে সহবাস’-এর পরামর্শ জিনাতের, সমর্থন জানিয়ে সোমি আলি বললেন, ‘কমবে ডিভোর্স’
একুশের বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণ আসনে জোড়াফুলের প্রার্থী হয়েছিলেন সায়নী। তবে তিনি সেই সময় হেরে যান অগ্নিমিত্রা পলের কাছে। আর পাঁচটা তারকার মতো ভোটে হেরে দলকে ছাড়েননি। বরং, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছিলেন। সায়নী বর্তমানে তৃণমূল কমগ্রেসের যুব সংগঠনের সভানেত্রী। যে দায়িত্ব আগে সামলাতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
যাদবপুর কেন্দ্র থেকে জিততে লোকসভার প্রচার চালিয়ে যাচ্ছেন সায়নী একটানা। তবে লোকের মনে এখনও ২০১৫ সালের একটি টুইট। যা সায়নীর টুইটার হ্যান্ডেল (বর্তমান এক্স) থেকে শেয়ার হয়েছিল। যাতে ছিল একটি শিবলিঙ্গের ছবি। তাতে কন্ডোম পরাচ্ছিল এডস সচেতনতায় ব্যবহার হওয়া বিজ্ঞাপনের ম্যাসকট ‘বুলাদি’। এই নিয়ে বিতর্ক হতেই অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তিনি দেখতে পেয়েই পোস্টটি ডিলিট করে দেন।