আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। রাত দখল কর্মসূচি থেকে সমাজের ভিন্ন স্তরের মানুষের দফায় দফায় প্রতিবাদ মিছিল চলছেই। এরই মাঝে ধর্ষণের হুমকি তৃণমূল কংগ্রেসের রাজন্যাকে। জবাবে কী করলেন তিনি?
আরও পড়ুন: ভাল্লুকের জন্য সব মাটি! সোনাক্ষী জাহিরের ট্রিপের আদুরে ছবির মাঝে উঁকি দিয়ে কী ঘটাল সে?
আরও পড়ুন: 'পুলিশ ভাই বোনেরা লজ্জা হারিয়ে ফেলেছেন...', আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশকে কটাক্ষ তনিমার
কী জানিয়েছেন রাজন্যা?
এদিন রাজন্যা হালদার পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ তাঁর অনুমতি ছাড়া তাঁর ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট করা হচ্ছে। শুধুই কি তাই? তৃণমূল কংগ্রেসের এই যুবনেত্রীকে দেওয়া হচ্ছে ধর্ষণের হুমকিও। বাদ যাচ্ছে না 'রেট' বেঁধে দেওয়া। আর সবটাই ঘটেছে আরজি কর কাণ্ডের পর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পরিবারকে আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছেন।
গত বৃহস্পতিবার ২২ অগস্ট সোনারপুর থানায় লিখিত অভিযোগে দায়ের করেছেন রাজন্যা। বারুইপুর পুলিশি জেলার অধীনে এই সাইবার ক্রাইমের ঘটনার তদন্ত চলবে বলেই জানা গিয়েছে। তৃণমূল নেত্রী এদিন বলেছেন, 'যাঁরা রাত দখল করেছেন তাঁরাই আবার প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিচ্ছেন।
কেবল রাজন্যা নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে বলে জানানো হয়েছে। যাঁরা এই ধরনের পোস্ট করছেন তাঁদের অনেকেই নাকি মহিলা। তাই রাজন্যার বক্তব্য একজন মহিলার জন্য বিচার চাইতে গিয়ে আরেক নারীর প্রতি এমন অশালীন মন্তব্য কী করে করা যেতে পারে?
আরও পড়ুন: বর্ডার ২ - তে এবার সানির সঙ্গে যোগ দিলেন বরুণ! বললেন, 'আমার পছন্দের হিরোর সঙ্গে কাজ করব...'
পরিশেষে রাজন্যার প্রশ্ন তিনি তৃণমূল করেন সেটাই তাঁর অপরাধ কিনা? মুখ্যমন্ত্রী অপরাধীদের ফাঁসি চাইছেন এটাও কি তাঁর অপরাধ, প্রশ্ন তৃণমূল নেত্রীর। তিনি জানিয়েছেন পুলিশ অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে। একই সঙ্গে তাঁর অভিমত আরজি কর কাণ্ডে পুলিশ যেভাবে কাজ করছে তাতে তাঁদের বিরুদ্ধে প্রশ্ন তোলাও ঠিক নয়।