৫৪ বছর বয়সে দ্বিতীয়বার বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক। কাঞ্চন-শ্রীময়ীর ঘরে আলো করে এসেছে তাঁদের কন্যা সন্তান। দীপাবলির ঠিক পরপরই মেয়ের বাবা হন অভিনেতা-বিধায়ক। নাম রেখেছেন কৃষভি। শ্রীময়ীর কাছে এটাই প্রথম মাতৃত্বের স্বাদ হলেও বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক অবশ্য বহু আগেই পিতৃত্বের প্রথম অনুভূতি পেয়েছিলেন।
আগের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের আরও এক সন্তান আগে থেকেই রয়েছে। যার নাম 'ওশ'। যদিও বর্তমানে ছেলে ওশ থাকে মা পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের কাছেই। তবে মেয়ে কৃষভি আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ ট্রোলিংয়ের বন্যা বইয়ে দিয়েছেন। ছোট্ট কৃষভি কিংবা ওশ, কেউই কটাক্ষের আগুন থেকে ছাড় পায়নি। আর শিশুদিবসে, তাই দুই সন্তানকে নিয়ে সকলের কাছে বিশেষ অনুরোধ করলেন কাঞ্চন মল্লিক।
এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে কাঞ্চন বলেন, ‘দেখুন আমার ছেলে আর মেয়ে, মানে ওশ আর কৃষভি দুজনেই আমার সন্তান। দুজনেই আমার খুব আদরের। একজন সদ্যজাত। সবে পৃথিবীতে এসেছে, পৃথিবীর আলো দেখেছে, আরেকজনও শৈশবের মধ্যে দিয়েই যাচ্ছে। আপনাদের কাছে করজোড়ে, নত মস্তকে অনুুরোধ, যা বলার আমাকে বলুন, আমাদের নিয়ে তো আপনারা নানান কথা বলেই থাকেন। তবে দয়া করে শিশুগুলোকে ছেড়ে দিন। যাঁরা ফুল ভালোবাসে, শিশু ভালোবাসে, তাঁরাই তো প্রকৃত মানুষ। তাই দয়া করে শিশুগুলোকে ছেড়ে দিন। ওদেরকে সুন্দরভাবে বাঁচতে দিন’।
এদিকে কাঞ্চন কন্যা এখন সদ্যোজাত। তবে ছেলে ওশের বয়স এখন ১০। প্রাক্তন স্বামীর আবারও বাবা হওয়ার খবরে এর আগে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, ‘এই বিষয়টি ওর (ওশ) উপর কোনও প্রভাব ফেলেনি। আমি আর ওশ ভালো আছি।’ তবে আবার সদ্যোজাত কৃষভি ও সিজার হওয়া শ্রীময়ীরও সুস্বাস্থ্য কামনা করেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।
জানা যায়, ডিভোর্সের পর প্রাক্তন স্বামী কাঞ্চনের কাছ থেকে খোরপোশ হিসেবে ৫৬ লাখ টাকা পেয়েছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। ছেলে ওশের কাস্টেডি দাবিও করেননি কাঞ্চন। তিনি সাফ জানিয়েছিলেন, কোনও সন্তানকে মায়ের থেকে আলাদা করতে তিনি চান না। অবশ্য, ডিভোর্সের মামলা চলাকালীন অভিনেতা-তৃণমূল বিধায়কের অভিষোগ ছিল, তাঁকে সন্তানের সঙ্গে দেখা করতেও দেওয়া হচ্ছে না! তবে আদালত জানিয়েছিল আপাতত ওশ মায়ের কাছেই থাকছে। তবে চাইলেই ছেলের সঙ্গে দেখা করতে আসতে পারবেন কাঞ্চন মল্লিক।