বিগত কয়েকমাস ধরে এমনিতেই আরজি করের ঘটনা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় রাজ চক্রবর্তীকে। শুধু তাই নয়, অগস্টে মুক্তিপ্রাপ্ত তাঁর ড্রিম প্রোজেক্ট বাবলি-র ব্যবসাও বেশ মার খায়। এবার পরিচালক-তৃণমূলুলের বিধায়ক পড়লেন আরও মুশকিলে। ফেসবুকে আর দেখা যাচ্ছে না রাজের ভেরিফায়েড প্রোফাইলটি। জানা যাচ্ছে, প্রোফাইলটি চলে গিয়েছে হ্যাকারদের কবলে। খবর, ফেসবুকে রাজের তিনটি প্রোফাইল ছিল। তিনটিই হ্যাক করা হয়েছে। এই নিয়ে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে।
ফেসবুকে যে তিনটি হ্যাক করা হয়েছে তাঁর মধ্যে একটি রাজের ব্যক্তিগত প্রোফাইল। অন্যটি তাঁর ব্যক্তিগত পেজ আর অপরটি তাঁর প্রযোজনা সংস্থার পেজ। রাজের পেজ বা প্রোফাইলের অস্বস্তই নেই। অন্য দিকে, প্রযোজনা সংস্থার পেজটিতে বিদেশি ভাষায় পোস্ট হচ্ছে।
আরও পড়ুন: ‘আমি নরম বিছানায়, আর ও…’! জন্মদিন বর স্বর্ণেন্দু করলেন বিশেষ কাজ, প্রশংসায় ভরালেন শ্রুতি
রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে, সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা তিনি খুব একটা ভালো বোঝেন না। সেই জন্য আলাদা টিম রাখা আছে। পেজের নাম আচমকাই বদলে যায়। তার নোটিফিকেশন সবার কাছে যায়। এরপর লোকজন ফোন করে জানানোর পর, তিনি ব্যাপারটা জানতে পারেন।
আরও পড়ুন: নিজের বন্দুক থেকে নিজের গায়ে গুলি! হাসপাতালে থেকেই মুখ খুললেন গোবিন্দা, কী বললেন
আরও জানা যাচ্ছে যে, কয়েকদিন ধরেই নাকি রাজের ফেসবুক প্রোফাইলে নানা সমস্যা হচ্ছিল। তবে সেগুলো যে কোনও সাইবার অপরাধীর নিশানায়, তা কেউই বুঝে উঠতে পারেননি। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে। মেটা কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। সমস্ত রকমভাবে চেষ্টা করা হচ্ছে যাতে সেগুলি ফিরে পাওয়া যায়।
আরও পড়ুন: কালো বলে ট্রোল হন ছোটবেলায়, এখন নায়িকার সেক্সি ফিগারে চোখ থাকে আটকে! বলুন তো কে
কদিন আগে এভাবেই হ্যাক করা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের অ্যাকাউন্ট। সেখানেও বিদেশী ভাষায় নানা লেখা পোস্ট হতে থাকে। তবে সাইবার ক্রাইমের দ্বারস্থ হতেই ফিরে পাওয়া যায় সেটি। এমনকী, কদিন আগে ইউটিউবে একই সমস্যার দ্বারস্থ হন রণবীর এলাহাবাদিয়া।
রাজের শেষ কাজ ছিল বাবলি, যাতে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়। এরপর রাজের পরিচালনায় ও এসভিএফের প্রযোজনায় আসবে মিঠুন ও ঋত্বিককে নিয়ে একটি সিনেমা। তবে অফিসিয়ালি এখনও ছবিটির নাম ঘোষণা হয়নি।