বাংলা নিউজ > বায়োস্কোপ > Raj Chakraborty: হ্যাক করা হল রাজ চক্রবর্তীর অ্যাকাউন্ট, সাইবার ক্রাইমে দ্বারস্থ পরিচালক-বিধায়ক

Raj Chakraborty: হ্যাক করা হল রাজ চক্রবর্তীর অ্যাকাউন্ট, সাইবার ক্রাইমে দ্বারস্থ পরিচালক-বিধায়ক

হ্যাক করা হল রাজ চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।

ফেসবুকে আর দেখা যাচ্ছে না রাজের ভেরিফায়েড প্রোফাইলটি। জানা যাচ্ছে, প্রোফাইলটি চলে গিয়েছে হ্যাকারদের কবলে। খবর, ফেসবুকে রাজের তিনটি প্রোফাইল ছিল। তিনটিই হ্যাক করা হয়েছে। এই নিয়ে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে।

বিগত কয়েকমাস ধরে এমনিতেই আরজি করের ঘটনা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় রাজ চক্রবর্তীকে। শুধু তাই নয়, অগস্টে মুক্তিপ্রাপ্ত তাঁর ড্রিম প্রোজেক্ট বাবলি-র ব্যবসাও বেশ মার খায়। এবার পরিচালক-তৃণমূলুলের বিধায়ক পড়লেন আরও মুশকিলে। ফেসবুকে আর দেখা যাচ্ছে না রাজের ভেরিফায়েড প্রোফাইলটি। জানা যাচ্ছে, প্রোফাইলটি চলে গিয়েছে হ্যাকারদের কবলে। খবর, ফেসবুকে রাজের তিনটি প্রোফাইল ছিল। তিনটিই হ্যাক করা হয়েছে। এই নিয়ে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে।

ফেসবুকে যে তিনটি হ্যাক করা হয়েছে তাঁর মধ্যে একটি রাজের ব্যক্তিগত প্রোফাইল। অন্যটি তাঁর ব্যক্তিগত পেজ আর অপরটি তাঁর প্রযোজনা সংস্থার পেজ। রাজের পেজ বা প্রোফাইলের অস্বস্তই নেই। অন্য দিকে, প্রযোজনা সংস্থার পেজটিতে বিদেশি ভাষায় পোস্ট হচ্ছে।

আরও পড়ুন: ‘আমি নরম বিছানায়, আর ও…’! জন্মদিন বর স্বর্ণেন্দু করলেন বিশেষ কাজ, প্রশংসায় ভরালেন শ্রুতি

রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে, সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা তিনি খুব একটা ভালো বোঝেন না। সেই জন্য আলাদা টিম রাখা আছে। পেজের নাম আচমকাই বদলে যায়। তার নোটিফিকেশন সবার কাছে যায়। এরপর লোকজন ফোন করে জানানোর পর, তিনি ব্যাপারটা জানতে পারেন।

আরও পড়ুন: নিজের বন্দুক থেকে নিজের গায়ে গুলি! হাসপাতালে থেকেই মুখ খুললেন গোবিন্দা, কী বললেন

হ্যাক করা হয়েছে রাজ চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল।
হ্যাক করা হয়েছে রাজ চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল।

আরও জানা যাচ্ছে যে, কয়েকদিন ধরেই নাকি রাজের ফেসবুক প্রোফাইলে নানা সমস্যা হচ্ছিল। তবে সেগুলো যে কোনও সাইবার অপরাধীর নিশানায়, তা কেউই বুঝে উঠতে পারেননি। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে। মেটা কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। সমস্ত রকমভাবে চেষ্টা করা হচ্ছে যাতে সেগুলি ফিরে পাওয়া যায়।

আরও পড়ুন: কালো বলে ট্রোল হন ছোটবেলায়, এখন নায়িকার সেক্সি ফিগারে চোখ থাকে আটকে! বলুন তো কে

কদিন আগে এভাবেই হ্যাক করা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের অ্যাকাউন্ট। সেখানেও বিদেশী ভাষায় নানা লেখা পোস্ট হতে থাকে। তবে সাইবার ক্রাইমের দ্বারস্থ হতেই ফিরে পাওয়া যায় সেটি। এমনকী, কদিন আগে ইউটিউবে একই সমস্যার দ্বারস্থ হন রণবীর এলাহাবাদিয়া। 

রাজের শেষ কাজ ছিল বাবলি, যাতে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়। এরপর রাজের পরিচালনায় ও এসভিএফের প্রযোজনায় আসবে মিঠুন ও ঋত্বিককে নিয়ে একটি সিনেমা। তবে অফিসিয়ালি এখনও ছবিটির নাম ঘোষণা হয়নি। 

বায়োস্কোপ খবর

Latest News

বাংলার ইতিহাস নিয়ে ছবি, এদিকে নাম দিল্লি ফাইলস! কেন? কারণ প্রকাশ্যে আনলেন বিবেক সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা! চোটের কারণে ছিটকে গেলেন শিবম দুবে, টিমে MI-এর তরুণ 'শ্যুট অ্যাট সাইট করো', জয়নগরের বালিকার ধর্ষণ-হত্যা ঘটনায় বিধান দেবের আরজি কর কাণ্ডের পর বিনীত গোয়েলের ‘কনফিডেন্স’ জয়নগর কাণ্ডে বারুইপুরের SPর মুখে উৎসবে নয় বিক্ষোভে থাকতে আমরণ অনশনে বসছেন ৬ ডাক্তার, থাকবেন না আরজি করের কেউ সুকন্যা, অনুব্রতর পর গরুপাচার মামলায় এবার জামিন হল সায়গল হোসেনের শ্রীলঙ্কা সফরের জন্য উইন্ডিজের ODI ও T20I দল ঘোষণা, টিমে নেই এই চার সুপারস্টার তিলোত্তমার ন্যায়বিচারের আশায় এবার দেবীর আরাধনা লণ্ডনের প্রবাসী বাঙালিদের 'পথে এবার নামো সাথী' গানে রাস্তাতে নাচলেন শ্রীলেখা, লিখলেন, ‘জানি মোটা লাগছে…' সপ্তমীর দুপুর জমে যাক চিংড়ি পোস্তর সাথে, রাঁধবেন কীভাবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.