বাংলা নিউজ > বায়োস্কোপ > Devlina Kumar: ‘নিজের যোগ্যতায় SET-এ প্রথম হয়েছি, বাবা করিয়ে দেননি’, বলছেন বিধায়ক কন্যা দেবলীনা

Devlina Kumar: ‘নিজের যোগ্যতায় SET-এ প্রথম হয়েছি, বাবা করিয়ে দেননি’, বলছেন বিধায়ক কন্যা দেবলীনা

তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের সঙ্গে তাঁর মেয়ে দেবলীনা

দেবলীনা লিখেছেন, ‘আমার ফোনের অ্যালবামে এই স্ক্রিনশটটি পাওয়া গেছে..। যাঁরা জানেন না তাঁদের জন্য বলি এটি পিএইচডি কোর্সে ভর্তি হওয়ার জন্য একটি অনলাইন পরীক্ষা। অনলাইনটা বললাম যাতে আবার কিছু মানুষ না ভাবে যে আমার বাবা এটা করিয়ে দিয়েছে

নিয়োগ দূর্নীতিতে জেরবার শাসকদল তৃণমূল কংগ্রেস। চলছে অভিযোগ, পাল্টা অভিযোগের পর্ব। এরই মাঝে ফেসবুকের দেওয়ালে নিজের সাফল্যের বড়াই করলেন অভিনেত্রী দেবলীনা কুমার। জানালেন, সেট (স্টেট এলিজিবিলিটি টেস্ট) পরীক্ষায় তিনি প্রথম হয়েছিলেন। যদিও সেটা ৮ বছর আগে। কিন্তু নতুন করে মার্কশিটের স্ক্রিমশট ফেসুকে দিয়ে দেবলীনা কুমার বুধবার লিখেছেন, এ সাফল্য তাঁর নিজের যোগ্যতায় অর্জন করা, তাঁর বাবার দৌলতে নয়।

তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে হলেন দেবলীনা কুমার। যদিও তিনি অভিনেত্রী হিসাবে সুপ্রতিষ্ঠিত। তাঁকে লোকজন মূলত অভিনেত্রী হিসাবেই চেনেন। তবে অভিনয়ের পাশাপাশি অধ্যাপনাও করেন দেবলীনা কুমার। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের 'গেস্ট লেকচারার' তিনি। ভবিষ্যতে অধ্যাপনার কাজ চালিয়েও যেতে চান তিনি। বুধবার নিজের সেট পরীক্ষার মার্কশিট শেয়ার করে দেবলীনা লিখেছেন, ‘আমার ফোনের অ্যালবামে এই স্ক্রিনশটটি পাওয়া গেছে..। যাঁরা জানেন না তাঁদের জন্য বলি এটি পিএইচডি কোর্সে ভর্তি হওয়ার জন্য একটি অনলাইন পরীক্ষা। (অনলাইনটা বললাম যাতে আবার কিছু মানুষ না ভাবে যে আমার বাবা এটা করিয়ে দিয়েছে) এছাড়াও এটি একটি পরীক্ষা যার ২ টি পেপার থাকে। ১ম ইংরেজি এবং ২য় গণিতের উপর ভিত্তি করে। ২য় পেপারটি হয় পিএইচডি আপনার পছন্দের বিষয়ের উপর। ১ম পত্র সব বিষয়ের জন্য একই (বিজ্ঞান, কলা, চারুকলা)’ সবশেষে দেবলীনা মজা করে লেখেন, ‘ইয়ে, এইগুলো মাঝে মধ্যে খুজে পেলে মনে হয়ে যে অতটাও মূর্খ নই। পেটে একটু হলেও বিদ্যে আছে’।

আরও পড়ুন-অস্ট্রেলিয়ার শ্যুটিংয়ে শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, মুখ খুললেন ছবির পরিচালক

আরও পড়ুন-‘মিথ্যাচার!’ জয়তী চক্রবর্তীর অভিযোগে দেবালয়ের জবাব 'এটা ভুল বোঝাবুঝি…'

দেবলীনার এই পোস্টের নিচে এক ব্যক্তি লেখেন, ‘শিক্ষিতরা শিক্ষার সম্মান করতে জানেন।’ উত্তরে দেবলীনা পাল্টা লেখেন, চারিদিকে অশিক্ষিত লোকজনে ভরে গিয়েছে। আসলে শিক্ষিত লোকজন নিজেরদের ফিট ও ফ্যাশানেবল পোশাকে সামনে এলে অশিক্ষিতরা শিক্ষিতদেরই অশিক্ষিত ভাবেন।' কেউ আবার লিখেছেন, ‘হজবরলকে সবকিছু ব্যাখ্যা করার প্রয়োজন নেই..…চেনা বামুনের পৈতে না ....কি ঠিক কিনা!’ এছড়াও কমেন্ট বক্সে অনেকেই দেবলীনা কুমারের প্রশংসার পঞ্চমুখ হয়েছেন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন