বাংলা নিউজ > বায়োস্কোপ > Madan Mitra: ‘ওহ লাভলি’! সিনেমার প্রমোশনাল গানের শ্যুটিং সারলেন মদন মিত্র

Madan Mitra: ‘ওহ লাভলি’! সিনেমার প্রমোশনাল গানের শ্যুটিং সারলেন মদন মিত্র

মদন মিত্র শ্য়ুটিং

ছবির প্রমোশনাল গানের শ্যুটিংয়ের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। গানের নাম 'হি ইজ অ্যা লাভলি ম্যান অলসো অ্যা গুড ম্যান'। ‘র‍্যাপ’-এর ধাঁচে এই গানের শ্যুটিং করা হয়েছে। গানের শ্যুটিংয়ের সময় সাদা রঙের তসরের ধূতি-পাঞ্জাবিতে দেখা যাচ্ছে মদন মিত্রকে।

রাজনীতির 'কালারফুল বয়' মদন মিত্র এবার ডেবিউ করতে চলেছেন সিনেমার দুনিয়াতেও। জামাইষষ্ঠীতে মুক্তি পাবে মদন মিত্রর ছবি। প্রসঙ্গত মদনের বিখ্যাত, জনপ্রিয় ডায়ালগ 'ওহ লাভলি', এই নামেই নাকি তাঁর ছবির নাম রাখা হয়েছে। সম্প্রতি ছবির প্রমোশনাল গানের শ্যুটিং সারলেন কামারহাটির বিধায়ক।

রাজনীতির পাশাপাশি, সোশ্য়াল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ মদন মিত্র। তাই ছবির প্রমোশনাল গানের শ্যুটিংয়ের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। গানের নাম 'হি ইজ অ্যা লাভলি ম্যান অলসো অ্যা গুড ম্যান'। ‘র‍্যাপ’-এর ধাঁচে এই গানের শ্যুটিং করা হয়েছে। গানের শ্যুটিংয়ের সময় সাদা রঙের তসরের ধূতি-পাঞ্জাবিতে দেখা যাচ্ছে মদন মিত্রকে। 

আরও পড়ুন-কানে রাতপার্টিতে কালো অফ শোল্ডার ড্রেসে গর্জাস, সারার লুকে থমকে গেল নেটপাড়া

আরও পড়ুন-মেকআপ ছাড়া আপনি তো দেখছি 'বুড়ি'! ট্রোলের মুখে রচনা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন-পরেছেন শিফন শাড়ি, আর ন্যাড়া মাথায় মেহেন্দি করে চমকে দিলেন অস্কারজয়ী হলিউড তারকা

রাজনীতির বাইরেও বেশ জনপ্রিয় মদন মিত্র। তৃণমূল নেতার এই গানের শ্যুটিংয়ের পোস্টে কমেন্ট করেছেন নেটপাড়ার বহু নাগরিক। জানা যাচ্ছে, হরনাথ চক্রবর্তীর প্রযোজনাতে তৈরি হচ্ছে মদন মিত্রর এই ছবি। মদন মিত্রের কথায়, 'ও লাভলি' কথাটি এখন তার জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে। আর সেকারণেই, ছবিতে এই কথাটি ব্যবহার করা হয়েছে। জানা যাচ্ছে, ছবির গল্পে চালকল মালিকের ভূমিকায় দেখা যাবে মদন মিত্রকে। ছবিতে উঠে আসবে দুই চালকল মালিকের রেষারেষি। প্রতিশোধ নিতে যাঁরা কিনা নিজের ছেলেমেয়েদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর তাতেই শুরু হয় রেষারেষি। জানা যাচ্ছে, এই ছবিতে মদন মিত্র ছাড়াও রয়েছেন লাবনী সরকার।

প্রসঙ্গত, এর আগে মিউজিক ভিডিয়োতে এবং নচিকেতার সঙ্গে ডুয়েটে দেখা গিয়েছে মদন মিত্রকে। খোদ মুখ্য়মন্ত্রী তাঁকে 'কালারফুল বয়'-এর তকমা দিয়েছেন। আবার প্রথম সারির অভিনেত্রী মিত্র মিত্র প্রসঙ্গে বলেছেন ‘মদনদা বাংলার ক্রাশ’। তবে রাজনীতির পাশাপাশি সিনেমার ময়দানেও মদন ম্যাজিক কতটা ঘাটে তা সময়ই বলবে। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন