বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev : 'ভুলটা ভুলই, সে যেই হোক, শোধরানো দরকার…', কাকে নিয়ে বললেন দেব

Dev : 'ভুলটা ভুলই, সে যেই হোক, শোধরানো দরকার…', কাকে নিয়ে বললেন দেব

আক্রমণ না করে ভালোবাসার বার্তা দেবের…

রাজনীতির সঙ্গে তিনি কোনওভাবেই সিনেমাকে গুলিয়ে ফেলতে চান না দেব। তাঁর কথায় ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। কাউকে আক্রমণ করে লাভ নেই।

‘প্রজাপতি’র ২৫ দিন। তারই উদযাপনে উপস্থিত ছিলেন অভিনেতা দেব। অভিনেতা হলেও তিনি যে আবার সাংসদও। তাই তাঁর সঙ্গে বারবারই রাজনীতি ও সিনেমা দুটোই মিলে মিশে যায়। আর 'প্রজাপতি'র মুক্তির আগে থেকেই বারবার তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। এদিন ‘প্রজাপতি’র ২৫ দিনের উদযাপনেও তাঁর অন্যথা হয়নি। অভিনেতার পাশপাশি এদিন সংসদ হিসাবেও রাজনৈতিক মন্তব্য করতেও শোনা গেল দেবকে।

সম্প্রতি দলীয় নেতা কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গেই এদিন মুখ খোলেন দেব। মুর্শিদাবাদের সাগরদিঘিতে গিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর বার্তা ছিলু 'লোভ সংবরণ করুন। কারোর কাছ থেকে কিছু নিয়ে থাকলে সেটা ফেরত দিয়ে দিন। বারবার ক্ষমা চাইলে মানুষ ঠিকই ক্ষমা করে দেবেন।' এদিন দলীয় নেত্রীর সেই বক্তব্য ধরে ঘাটালের সাংসদ বলেন, ‘আমি তো দু'দিন আগেই বলেছিলাম, যেটা ভুল, সেটা ভুল। এখনও বলছি যদি ভুল কাজ আমিও করে থাকি, দল করে থাকে কিংবা অন্য দলও করে থাকে, সেটা ভুল। আমার মনে হয় ভুল হতেই পারে, তবে সেটা মেনে নিয়ে কীভাবে শোধরানো যায়, সেটাই বড় বিষয়।'

তবে এদিন দেব স্পষ্ট করে দেন, রাজনীতির সঙ্গে তিনি কোনওভাবেই সিনেমাকে গুলিয়ে ফেলতে চান না। তাঁর কথায় ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। কাউকে আক্রমণ করে লাভ নেই।

প্রসঙ্গত, 'প্রজাপতি' ছবিটির নন্দনে কোনও শো টাইম না পাওয়া নিয়ে প্রথম থেকেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। মিঠুন চক্রবর্তীকে ছবিতে নেওয়ার কারণেই দেবের 'প্রজাপতি' নন্দনে জায়গা পায়নি বলে অভিযোগ করে বিজেপি। এমনকি মিঠুন চক্রবর্তীকে ‘ফ্লপ অভিনেতা’ বলে তকমা দিতে ছাড়েননি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। মিঠুনকে ছবিতে নেওয়া দেবের ‘আত্মঘাতী সিদ্ধান্ত’ বলেও কটাক্ষ করেন তিনি।

যদিও সেসময় এর জবাব দিতে ছাড়েননি দেব। বলেছিলেন, ‘কুণাল দা অনেক বড়, ওঁকে কিছু বোঝাবার নেই। শুধু এটুকুই বলব, রাজনীতিটা যেমন আমার বিষয় নয়, তেমন সিনেমাটা আমার বিষয়। ওটা আমার উপরই ছেড়ে দিন, বুঝে নেব। সিনেমা নিয়ে কোনও টিপ্পনি করবেন না।’ শুধু তাই নয়, দেবকে বলতে শোনা গিয়েছিল, 'ছোটবেলা থেকেই সাহস আমার বেশি। রাজনীতি, সৌজন্য, ছবি তিনটে আলাদা জিনিস। সৌজন্য বিষয়টা ছোটবেলা থেকে শিখেছি। রাজনীতি মানে আমার কাছে মানুষের ভালো করা, আর সিনেমাটা মানুষের বিনোদনের জন্য।'

 

বায়োস্কোপ খবর

Latest News

‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.