একুশের মহাসংগ্রামের ফলাফল প্রকাশ হতে আর ঘণ্টাখানেকের অপেক্ষা। তার আগেই নিজের দলের জয় নিয়ে আত্মবিশ্বাসী অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজের উত্তেজনা ধরে রাখতে না পেরে পোস্ট করে ফেললেন টুইটারেও। কী লিখলেন মিমি? কেন সেই বিখ্যাত ডায়াগল ‘খেলা হবে’-র ছোঁয়া রেখে টুইটারে মিমি বিরোধীদের প্রশ্ন করলেন, ‘খেলা হচ্ছে তো?’
আপাতত ১৮৫টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বেলা যত গড়াচ্ছে তত দেখা যাচ্ছে বাংলা নিজের মেয়েকেই চাইছে। বিজেপি এগিয়ে মাত্র ১০৪টি আসনে। বাম–কংগ্রেস–আইএসএফ জোট মাত্র ১টি আসনে এগিয়ে রয়েছে। যা দেখে খানিক স্বস্তির নিশ্বাস ফেলছে তৃণমূল শিবির।
প্রসঙ্গ, এবারের বিধানসভা নির্বাচনে 'খেলা হবে' স্লোগানে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। প্রথম তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য 'খেলা হবে' স্লোগানকে গান আকারে সামনে আনেন। যা রাতারাতি জনপ্রিয়তা পায়। তারপর তৃণমূল ও বিজেপি দুই দলই 'খেলা হবে' স্লোগান ব্যবহার করেছে নিজেদের রাজনৈতিক প্রচারে। তাই মনে করা হচ্ছে নিজের টুইট দিয়ে বিজেপি সমর্থদকেরই বিঁধেছেন সাংসদ মিমি।