বাংলা নিউজ > বায়োস্কোপ > Mimi Chakraborty: 'আমি এখনও একা', 'সিঙ্গল' হওয়ার কারণ এবার নিজেই জানালেন মিমি চক্রবর্তী

Mimi Chakraborty: 'আমি এখনও একা', 'সিঙ্গল' হওয়ার কারণ এবার নিজেই জানালেন মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী

একটি রিলস ভিডিয়োর মাধ্যমে মজাদার কায়দাতেই তিনি কেন সিঙ্গল, তার জবাব দিয়েছেন মিমি। জানিয়েছেন,' কেন আমি সিঙ্গল তা আমি বেশ বুঝতে পেরেছি বন্ধুরা। সম্পর্কে জড়াতে গিয়ে বাইরে বের হতে হবে, নানান মানুষের সঙ্গে কথাও বলতে হবে। যা সম্ভব নয়। আর এটাই আমার সম্পর্কে বা জড়ানোর জন্য যথেষ্ঠ কারণ।'

একসময় রাজ চক্রবর্তীর সঙ্গে জমিয়ে প্রেম করেছেন। সে সম্পর্ক ভাঙার পর রাজ এখন বিয়ে করে ঘোর সংসারী, বাবাও হয়ে গিয়েছে। তবে এখনও 'সিঙ্গল'ই রয়েছেন মিমি চক্রবর্তী। এমনকি মিমি চক্রবর্তীর সমসাময়িক নায়িকারাও বিয়ে করে ফেলেছেন। যশকে বিয়ে করে মা হয়েছেন মিমির 'বোনুয়া' নুসরত জাহানও। তবে বিয়ে না করলেও সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তীর প্রেমের খবরও সেভাবে শোনা যায় না। এদিকে তিনি সুন্দরী তো বটেই, তার উপর সাংসদ, অভিনেত্রী, এমনকি গায়িকাও, এরপরেও কেন 'একা'? তা নিয়ে প্রশ্নের অন্ত নেই। উত্তর জানালেন মিমি চক্রবর্তী নিজেই।

সম্প্রতি একটি রিলস ভিডিয়োর মাধ্যমে মজাদার কায়দাতেই তিনি কেন সিঙ্গল, তার জবাব দিয়েছেন মিমি। জানিয়েছেন,' কেন আমি সিঙ্গল তা আমি বেশ বুঝতে পেরেছি বন্ধুরা। সম্পর্কে জড়াতে গিয়ে বাইরে বের হতে হবে, নানান মানুষের সঙ্গে কথাও বলতে হবে। যা সম্ভব নয়। আর এটাই আমার সম্পর্কে বা জড়ানোর জন্য যথেষ্ঠ কারণ।'

মিমি চক্রবর্তী বাড়িতে থাকতেই বেশি পছন্দ করেন, একথা হয়ত ইন্ডাস্ট্রির অনেকেই জানেন। নাহয় তিনি দূরে কোথাও বেড়াতে চলে যান, নয়ত বাড়িতে পরিবারের সঙ্গে কিংবা পোষ্যদের সঙ্গে ব্যস্ত থাকেন। বাকিটা কাজ নিয়ে ব্যস্ততা তো রয়েছেই। আর সেকথাই আরও একবার রিল ভিডিয়োর মাধ্যমে তুলে ধরেছেন মিমি।

এদিকে খুব শীঘ্রই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের 'রক্তবীজ' ছবিতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। থ্রিলারধর্মী এই ছবিতে প্রথমবার আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জটি বাঁধছেন মিমি। 'রক্তবীজ'-এ আবির-মিমি ছাড়াও রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া মজুমদার ছাড়াও রয়েছেন, কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য, অম্বরীশ ভট্টাচার্য, দেবাশীষ ভট্টাচার্য। সম্প্রতি উইন্ডোজ প্রোডাকশনের তরফে ছবির পোস্টারও সামনে আনা হয়েছে, তাতে রয়েছে একটি জবাফুলের ছবি, যেখানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। 'রক্তবীজ'-এর মিউজিকের দায়িত্ব রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, দোহার। শোনা যাচ্ছে, ২০১৬-তে ঘটে যাওয়া 'ধূলাগড়'-এর ঘটনাকে প্রেক্ষাপট করেই তৈরি হচ্ছে এই ছবি।

বন্ধ করুন
Live Score