সম্প্রতি নবরুপে, নবসাজে সাজানো হয়েছে ধান্যকুড়িয়া সত্যজিৎ রায় বিনোদন পার্ক। সেখানে বসানো হয়েছে জলের মিউজিক্যাল ফোয়ারা, বসেছে সিসিটিভি ক্যামেরা, সোলার ডেকোরেটিং গার্ডেন লাইট এবং জলের ট্যাঙ্ক সহ আরও নানান কিছু। রবিবার তারই উদ্বোধনে গিয়েছিলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। সেখান থেকেই নুসরত পৌঁছেছিলেন কচুয়াধাম লোকনাথ মন্দিরে।
বসিরহাটের এই কচুয়াধাম লোকনাথ মন্দিরকেই লোকনাথ বাবার জন্মস্থান বলে দাবি করা হয়। প্রত্যেক বছরই সেখানে যেতে দেখা যায় বসিরহাটের সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানকে। গোটা মন্দির চত্ত্বর ঘুরে দেখেন তিনি। মন্দিরে বসে আরতি দেখেন। আবার মন্দিরে আসা ভক্তদের অনুরোধে তাঁদের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় নুসরতকে। কোনও দ্বিধা না করে এক মহিলার গালে গাল ঠেকিয়ে ছবিও তোলেন তিনি। মন্দিরে আসা এক শিশুকেও কোলে নিয়ে আদরে ভরিয়ে দিতে দেখা যায় 'মা' নুসরতকে। শিশুটিকে কোলে নিয়ে বসেই বেশ কিছুক্ষণ কীর্তন শোনেন তিনি। এদিন, তারকা হিসাবে নয় সাধারণের মতোই সকলের সঙ্গে মিশে যেতে দেখা যায় সাংসদ, অভিনেত্রীকে। কর্তৃপক্ষের সঙ্গে মন্দিরের উন্নয়নের বিষয়েও কথা বলতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন-জুনিয়র NTR-এর ছবির পুনরায় মুক্তি ঘিরে উত্তেজনা, সিনেমাহলে আগুন
আরও পড়ুন-বিজয় ৬৯ শ্যুটিংয়ে গুরুতর চোট, সব দেখে ছেলেকে কেন চড় মারতে গেলেন অনুপম খেরের মা!

কচুয়াধাম লোকনাথ মন্দিরে নুসরত

লোকনাথ মন্দিরে নুসরত

কচুয়াধাম লোকনাথ মন্দির চত্ত্বর ঘুরে দেখেন নুসরত
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে দেবরাজ সিংহের পরিচালনায় 'শিকার'নামে একটি ছবিতে একসঙ্গে জুটি বেঁধে কাজ করতে চলেছেন যশ-নুসরত। ছবিতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকেও। 'শিকার' ছবিতে যশের সঙ্গে জুটি বেঁধে কাজ করা প্রসঙ্গে নুসরত বলেন, 'একাধিক ছবির কাজ ছেড়ে দিয়েছি শুধু বরের সঙ্গে পর্দায় ফিরব বলে। আমি আসলে কোনও ধূসর চরিত্রে অভিনয় করতে চাইনি। আমার ঠিক ভালো লাগে না। আমার কাছে আজও বাণিজ্যিক ছবির একটা আলাদা আকর্ষণ রয়েছে। এই ছবিতে আমার আর যশের পুরনো রসায়ন দর্শকরা দেখতে পাবেন। আশা রাখি ভালো লাগবে।'
জানা যাচ্ছে, ইতিমধ্যেই 'শিকার' ছবির শ্য়ুটিং করছেন নুসরত। ছেলে ইশানকে সঙ্গে নিয়েই নাকি তিনি সেটে যাচ্ছেন। এই থ্রিলারধর্মী ছবিতে উঠে আসবে এক মফঃস্বলের ছবি, গানের শ্যুটিং হবে থাইল্যান্ডে।