বাংলা নিউজ > বায়োস্কোপ > Satabdi-Rituparna: ‘গেলেও দোষ, না গেলেও দোষ’, এবার ঋতুপর্ণাকে হেনস্থায় ঘটনায় সরব প্রাক্তন সহকর্মী, সাংসদ শতাব্দী রায়

Satabdi-Rituparna: ‘গেলেও দোষ, না গেলেও দোষ’, এবার ঋতুপর্ণাকে হেনস্থায় ঘটনায় সরব প্রাক্তন সহকর্মী, সাংসদ শতাব্দী রায়

ঋতুপর্ণা সেনগুপ্ত-শতাব্দী রায়

টলিপাড়ার অনেকেই ঋতুপর্ণা সেনগুপ্তের পাশে দাঁড়িয়েছিলেন সুদীপ্তা চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্য়ায় সহ টলিপাড়ার অনেকেই। আর এবার এবার ঋতুপর্ণার পাশে দাঁড়ালেন তাঁর একসময়ের সহকর্মী তথা বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়।

আরজি কর কাণ্ডে প্রতিবাদীদের মিছিলে সামিল হতে গিয়ে সম্প্রতি গো-ব্যাক স্লোগান শুনেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে শুধু গো-ব্যাক স্লোগান নয়, ৪ সেপ্টেম্বর,বুধবার শ্যামবাজার ৫মাথার মোড়ে রীতিমতো হেনস্থার মুখে পড়তে হয় ঋতুপর্ণা সেনগুপ্তকে। ঘটনার পর ঋতুপর্ণার প্রতিক্রিয়া ছিল তিনি 'স্তম্ভিত, কম্পিত ও লজ্জিত'।

এই ঘটনার পর টলিপাড়ার অনেকেই ঋতুপর্ণা সেনগুপ্তের পাশে দাঁড়িয়েছিলেন সুদীপ্তা চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্য়ায় সহ টলিপাড়ার অনেকেই। আর এবার এবার ঋতুপর্ণার পাশে দাঁড়ালেন তাঁর একসময়ের সহকর্মী তথা বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়।

হেনস্থার ঘটনার পর ঋতুপর্ণার পাশে দাঁড়িয়ে এবার শতাব্দী বললেন, ‘গেলেও দোষ, না গেলেও দোষ। একজন শিল্পী যদি কোনও আন্দোলনে যোগ দেন, তখন তাঁকে হেনস্থা করা হচ্ছে। আর যদি না যান, তাহলে দোষারোপ করা হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের বোঝা উচিত, যাঁরা এধরনের আচরণ করছেন তাঁরা আসলে কী চাইছেন!’

শতাব্দী রায়ের কথায়, যে আচরণ শিল্পী এবং সাধরণ নাগরিকের মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত আনে, তা গ্রহণযোগ্য় নয়। শতাব্দী রায় আরও বলেন, 'প্রতিবাদ বা আন্দোলন হল গণতান্ত্রিক অধিকার, তবে সেই অধিকার ব্যবহারে একজন শিল্পী বা কোনো ব্যক্তিকে হেনস্থা করা কোনওভাবেই সমর্থন যোগ্য নয়। আমাদের সকলেরই উচিত, একজন নাগরিক হিসেবে তার মত প্রকাশের অধিকারকে সম্মান করা।'

এর আগে ঋতুপর্ণা সেনগুপ্তকে হেনস্থার ঘটনায় এক আগে মুখ খুলেছেন তৃণমূলের কুণাল ঘোষ। তিনি নিজের X হ্যান্ডেলে লেখেন, ‘ঋতুপর্ণা সেনগুপ্ত গিয়েছিলেন প্রতিবাদীদের সঙ্গে সামিল হতে। তাঁকে শ্লোগান দিয়ে, কুকথা বলে, অপমান করে, কার্যত লাঞ্ছনার মধ্যে ফেলে তাড়ানো হল। কারা করল? সাধারণ নাগরিকসমাজ এটা করতে পারেন না। ন্যায্য আবেগের আড়ালে কারা অন্যায্য আচরণে অরাজকতা ছড়াতে চায়?নজর রাখুন। সচেতন থাকুন।’

 

প্রসঙ্গত, বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এক বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসে ঋতুপর্ণাকে হেনস্থায় ঘটনায় মন্তব্য করেছেন সেখানকার সাংসদ শতাব্দী রায়। এছাড়াও তিনি শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত আরও নানা বিষয় নিয়েও আলোচনা করেন। তার মতে, শিক্ষা এবং সংস্কৃতি দেশের মেরুদণ্ড। তাঁর কথায়, 'আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও শিক্ষার মান উন্নত হলে সমাজ আরও এগিয়ে যাবে।'

এদিন সন্দীপ ঘোষকে নিয়েও মুখ খোলেন শতাব্দী রায়। তাঁর কথায়, 'আইন অনুযায়ী যআ হওয়ার হবে।' এক্ষেত্রে আলাদা করে কোনও মন্তব্য না করে আইনের পথেই তদন্ত এগোনোর কথা বলেন শতাব্দী রায়।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF অনশনকারীদের দেখতে এলেন রাজ্যের চার চিকিৎসক, দু'জনকে হাসপাতালে ভর্তির পরামর্শ T20 বিশ্বকাপে বাংলাদেশকে উড়িয়ে ১ নম্বরে উইন্ডিজ! ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.