বাংলা নিউজ > বায়োস্কোপ > ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে কোভিড ওয়ার্ডের উদ্বোধন করলেন দেব
পশ্চিম মেদিনীপুরের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ১০০ শয্যার কোভিড ওয়ার্ডের উদ্বোধন করলেন সাংসদ তথা অভিনেতা দেব। সোমবার সন্ধ্যায় উদ্বোধন করেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী হুমায়ুন কবীর, জেলা শাসক রশ্মি কোমল এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।
কার্যালয়ে এসে প্রথমেই সাংসদ অভিনেতা করোনা পরিস্থিতি এবং ইয়াস পরবর্তী পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেন। কর্মীদের থেকে সমস্ত খবরাখবর নেন। এরপরই কোভিড ওয়ার্ডে উদ্ধোধন করেন তিনি।
উদ্বোধনের পর সাংসদ অভিনেতা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন, তা করেছেন। তিনি ভোটেও জিতেছেন। এইবারই যা বলেছেন তাই করবেন। শুরুতে অক্সিজেনের ঘাটতি অনেকটা থাকলেও এখন তা কমেছে। ‘বাংলার মেয়ে হিসেবে ভোট জিতেছেন, তিনি বাংলার মেয়ে হয়ে থাকবেন’। সকলকে সমসত কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন অভিনেতা।
বায়োস্কোপ খবর