বাংলা নিউজ > বায়োস্কোপ > Mimi Chakraborty: ‘লিপস্টিক ঘষে বাজেট বুঝলেন?’ বাবা-মা'কে নিয়ে সংসদে মিমি, পিছু ছাড়ল না ট্রোলাররা

Mimi Chakraborty: ‘লিপস্টিক ঘষে বাজেট বুঝলেন?’ বাবা-মা'কে নিয়ে সংসদে মিমি, পিছু ছাড়ল না ট্রোলাররা

সংসদে মিমি (ANI Photo/Sanjay Sharma) (Sanjay Sharma)

Mimi Chakraborty: বাজেট পেশের দিন বাবা-মা'কে সঙ্গে নিয়ে সংসদে তৃণমূল সাংসদ মিমি। ট্রোলাররা ধেয়ে এল সাংসদকে তুলোধনা করতে। 

বুধবার পার্লামেন্টে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন সংসদ ভবনে ছিল উপচে পড়া ভিড়। বাজেটের জন্য সংসদে হাজির ছিলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীও। এদিন যাদবপুরের তৃণমূল সাংসদের সঙ্গে পার্লামেন্টে হাজির হয়েছিলেন তাঁর বাবা-মা। সেই ঝলক ইনস্টাগ্রামে তুলে ধরেন অভিনেত্রী।

পার্লামেন্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে বাবা-মা'র সঙ্গে ছবি পোস্ট করে রীতিমতো আবেগঘন নায়িকা। তিনি লেখেন, ‘আমার বাবার কথায়, এই দিনটা হল তাঁর জীবনের দ্বিতীয় সেরা দিন। আমি যে দিন জন্মেছিলাম, সেটা ছিল বাবার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন (অন্তত আমি তেমনটাই মনে করি)’।

আরও পডুন-‘আমাকে পাঠান ২-র নায়িকা করবে?’ শাহরুখের কাছে আবদার মিমির, জবাব এল না

বাবা-মায়ের মধ্য়মণি মিমির এদিন দেখা মিলল কালো পোশাকে। বাবা-মায়ের স্বপ্নপূরণের তৃপ্তি তাঁর চোখেমুখে। মিমির একধারে দাঁড়িয়ে তাঁর মা তাপসী চক্রবর্তী, অন্যধারে বাবা সমরেশ চক্রবর্তী। জলপাইগুড়ির মেয়ে অভিনেত্রী, সেখানেই বেড়ে ওঠা। বাড়ির ছোটমেয়ে মিমি, মেয়েবেলা থেকেই আদর-যত্নে বড় হয়েছেন। এখন বাবা-মা'কে আনন্দে ভরিয়ে দিতে চান মিমি। দুই সারমেয় এবং বাবা-মা'কে ঘিরেই মিমির গোটা জগত। 

মিমির এই পোস্টে ভালোবাসা উজাড় করে নিয়েছেন টলিপাড়ার বন্ধুরা। ইমন চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়রা পোস্টে ভালোবাসার চিহ্ন এঁকেছেন। অভিনেত্রী ঊষসী সেনগুপ্ত লেখেন, ‘তুমি সবসময়ই অনুপ্রাণিত কর। তোমায় নিয়ে গর্বিত’। 

তবে নিন্দকরা এদিন কটাক্ষ করতে ছাড়েননি মিমিকে। একজন লেখেন, ‘লিপস্টিক ঘষে পার্লামেন্টে তো গেলেন, বাজেট কিছু বুঝলেন?’ অপর একজন, ‘ফালতু এমপি একজন’। তবে বেশিরভাগই মিমির প্রশংসা করেছেন। নেটিজেনরা লিখেছেন, ‘বাবা-মা’র কাছে এই মুহূর্তটা নিঃসন্দেহে গর্বের'। 

বক্স অফিসে মিমির শেষ রিলিজ ছিল ‘খেলা যখন’। আপতত টলিউডে কোনও প্রোজেক্টই হাতে নেননি মিমি, কারণ মুম্বইতে নতুন ইনিংস শুরুর প্রস্তুতিতে নায়িকা। শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবির কাজ শেষ করেছেন, খুব শীঘ্রই জাতীয় স্তরের ওটিটি প্ল্যাটফর্মে দেখা মিলতে পারে মিমির, বলে খবর। 

আরও পড়ুন-‘কেমন লাগছে এই সাফল্য?’ মিমিকে প্রশ্ন রাজের! উঠল শুভশ্রীকে বিয়ের প্রসঙ্গও

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

বন্ধ করুন