কদিন আগেই আরজি কর নিয়ে প্রতিবাদ মঞ্চে গিটার বাজিয়ে রীতিমতো ‘লোক হাসিয়েছিলেন’ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ট্রোলও হতে হয় তাঁকে। যদিও অভিনেত্রীর দাবি, তিনি আবারও জনসম্মুখে গিটার বাজাবেন। আর এবার তৃণমূলের সদ্য নির্বাচিত বিধায়ক এই নিয়ে তুলোধনা করল সিপিএমকে।
সিপিএম ওয়েস্ট বেঙ্গলের একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি টুইটারে। যেখানে দেখা যাচ্ছিল, রাস্তায় প্রতিবাদ মিছিলেন পথনৃত্য পরিবেশন করছেন এক মহিলা। আর ভিডিয়োর উপরে লেখা, ‘প্রতিবাদের ভাষা, প্রতিরোধের আগুন।’ তবে সায়ন্তিকার যে এই পোস্ট ঠিক পছন্দ হয়নি, তা তাঁর টুইটার থেকেই স্পষ্ট।
অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘তোমার নাচ বিপ্লব, আর আমার গিটার ট্রোল; অনেক হলো দু'মুখো সাপের, মুখোশ টেনে খোল!!’ এখানেই থেমে থাকেননি তিনি। সঙ্গে আবার জুড়লেন #ShameOnCPIM।
যদিও এই পোস্টেও ফের ট্রোল হতে হল তাঁকে। এক নেট-নাগরিক মন্তব্য করলেন, ‘উনি নাচ জানেন, তাই শিল্পের মধ্য দিয়ে প্রতিবাদ করছিলেন। আর আপনি গিটার বাজাতে পারেন না, শুধু মাত্র লোক দেখানোর জন্য গিটার হাতে নিয়ে বাজানোর অভিনয় করছিলেন। এটাই পার্থক্য। নিজের লজ্জা থাকলে ট্রোল হওয়ার পরেও ShameOnCPIM হ্যাশট্যাগ দিতেন না।’ দ্বিতীয়জন লেখেন, ‘ওরে আমার অ্যাক্সিডেন্টাল বিধায়ক- এটা প্রতিবাদী নাচ- আর আপনারটা ছিল ঢং করে নেকি (লোক দেখানো) গিটার বাজনো । বুঝেছেন নাকি আবার অভিমান হল?’
যদিও কিছু তৃণমূল সমর্থক এসে পাশে দাঁড়ালেন সায়ন্তিকার। একজন কমেন্ট করেন, ‘প্রতিবাদের নামে যেনো নাটক চলছে। সবাই চাইছে এই সুযোগে কিছু পপুলার হওয়া যায় যদি।’ আরেকজন লিখলেন, ‘আর কতো নাচবে। ৩৪টা বছর গরীবের রক্ত নিয়ে ছিনিবিনি করেছো। এবার আর কিছু পেলে না। নাচানাচি শুরু করলে।’
এর আগে সংবাদমাধ্যমকে ট্রোলের বিরুদ্ধে জবাব দিয়ে সায়ন্তিকা বলেছিলেন, ‘যারা ট্রোল করেছেন, তার মানে নিশ্চয়ই তাঁরা আমাকে নিয়ে ভাবছেন! আমি এতেই খুশি। ট্রোলারদের আরও বুদ্ধিমান হওয়া উচিত। আজও ধর্নামঞ্চে আবার গিটার বাজাব।’
এখানেই শেষ নয়, RG Kar ইস্যু নিয়ে তাঁর অভিযোগ ছিল, মিডিয়াকে কিনে নিয়ে বিরোধিরা ভুয়ো খবর ছড়াচ্ছে। আর তাই সায়ন্তিকার বার্তা ছিল, ‘আগে ওরা নিজেরা নির্বাচিত হয়ে আসুক, তারপর তো মমতার সরকার উলটে দেবে। সোশ্যাল মিডিয়ায় বসে ফেক নিউজ ছড়িয়ে কী হবে? সত্যিটা সত্যিই থাকবে।’