সকাল থেকেই একটা খবরে তোলপাড়। নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি করেছেন অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী। গত রবিবার চারু মার্কেট থানার পুলিশ গ্রেফতার করে তাঁকে। কিন্তু না, ব্যাপারটা এখানেই থেমে নেই। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের এক মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল দাবি করেছেন যে সঞ্জয় গায়ক কিঞ্জল চট্টোপাধ্যায়ের মুম্বাইয়ের ফ্ল্যাটে লুকিয়ে ছিলেন। আর সেই নিয়েই নতুন করে উসকে গিয়েছে বিতর্ক।
আরও পড়ুন: কলকাতার পাবে আইটেম সংয়ে কাঁটায় কাঁটায় একে অন্যকে টক্কর দিলেন টোটা-শান্তনু! ব্যাপারটা কী?
আরও পড়ুন: 'সিনেমা হেরে গিয়েছে', হঠাৎ এমন কেন বললেন অনির্বাণ?
কী ঘটেছে?
এদিন মৃত্যুঞ্জয় পাল নামক তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে লেখেন, 'পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার। লুকিয়ে ছিলেন গায়ক কিঞ্জলের ফ্ল্যাটে।এই কিঞ্জল আবার শ্রেয়া ঘোষালের টিমের সদস্য তার সাথে বিদেশ সফর পর্যন্ত করে। এবার এই বিষয়ে শ্রেয়া ঘোষাল নিজের বক্তব্য, প্রতিবাদ একটু কষ্ট করে জানাক।' সেখানে তিনি আরও লেখেন, 'খারাপ ঘটনা মুম্বইতে ঘটলে অমনি চুপ। কলকাতা হোক বা মুম্বই খারাপ ঘটনা ঘটলে আমরা তুলে ধরলেই অমনি বলা হয় জাস্টিফিকেশন দিচ্ছি। অরিজিৎ, শ্রেয়া এদের মুম্বই কর্মক্ষেত্র। এবার আমরাও চাই এরা গান বাধুক। নাহলে বুঝে নিতে হবে গণতন্ত্র শুধু পশ্চিমবঙ্গেই আছে।'
তৃণমূলের মুখপাত্র এই দাবি করলে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে কিঞ্জলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু ফোনে অধরা গায়ক, এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত মেলেনি মেসেজের উত্তরও।
এই বিষয়ে বলে রাখা ভালো, গত মাসে কলকাতায় যখন শ্রেয়া ঘোষালের কনসার্ট ছিল সেখানে তিনি আরজি করের নির্যাতিতাকে উদ্দেশ্যে করে একটি গান করেন। বাদ যাননি অরিজিৎ সিং। তিনি তো অগস্ট মাসে সে ঘটনা ঘটার কিছুদিন পরেই গানে গানে প্রশ্ন তোলেন আর কবে। এদিন শ্রেয়া ঘোষালের সহকর্মীর বাড়ি থেকে সঞ্জয় চক্রবর্তীকে পাকড়াও করা হলে উক্ত দুই তাবড় শিল্পীকে নিয়েও উঠেছে প্রশ্ন।
কেবল শ্রেয়া বা অরিজিৎ নন। এই ঘটনা নিয়ে সরব হয়েছিলেন খোদ কৌশিকী চক্রবর্তীও। প্রতিবাদে নেমেছিলেন পথে। আর এবার তাঁর পরিবারের সদস্যের মানেই উঠল এত বড় অভিযোগ।
আরও পড়ুন: 'কত অসংখ্য মানুষের শ্রম, অসংখ্য দর্শক...' মাচা শো-কে অবজ্ঞা-তাচ্ছিল্য? ট্রোলারদের কড়া জবাব সুরজিতের
কী অভিযোগ উঠেছে সঞ্জয় চক্রবর্তীর নামে?
গত ২৯ অগস্ট বেলঘরিয়া থানায় সঞ্জয় চক্রবর্তীর নামে জিরো FIR দায়ের করেন তাঁর এক ছাত্রীর বাবা মা। জানানো হয় তিনি তাঁর গানের স্কুলের এক ১৬ বছরের কিশোরীর সঙ্গে কুকর্ম করার চেষ্টা করেছেন। পরে সেই কেস সংশ্লিষ্ট থানা অর্থাৎ চারু মার্কেট থানায় পাঠানো হয়। এরপর গত রবিবার মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।