আরজি কর কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানকার অন্যতম বক্তা ছিলেন প্রাক্তন পুলিশ অফিসার পঙ্কজ দত্ত। তাঁর সেদিনের বক্তব্যের তীব্র বিরোধিতা করে তৃণমূল। আপত্তি জানিয়ে কী জানান তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ?
আরও পড়ুন: হেয়ার স্টাইলিস্টকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ! গিল্ডের ১১ সদস্যের নামে দায়ের হল FIR
আরও পড়ুন: 'শপিং হয়নি, তবে...' দুর্গাপুজোয় কী প্ল্যান দেবলীনার? 'উৎসবে' ফিরছেন নাকি?
কী ঘটেছে?
এদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আয়োজন প্রতিবাদী কনভেনশনে বক্তব্য রাখতে উঠে পঙ্কজ দত্ত বলেন, 'আরজি করের মতো একটা জায়গায় কীভাবে এমনটা ঘটতে পারে? যদি এটা সোনাগাছিতে হতো তাহলে নাহয় এক রকম বুঝতাম।' তাঁর গোটা বক্তব্যের মধ্যে এই কথাটার তীব্র বিরোধিতা করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র।
কী জানিয়েছেন তন্ময় ঘোষ?
তন্ময় ঘোষ এদিন পঙ্কজ দত্তের বক্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র সমালোচনা করেন। প্রাক্তন পুলিশ কর্তার বক্তব্যের বিরোধিতা করে বলেন, ' এই নিচের ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি কিন্তু অতি পরিচিত একটি মুখ, প্রাক্তন পুলিশ অফিসার পঙ্কজ দত্ত। তিনি মাঝে মধ্যেই বর্তমান রাজ্য সরকারের বিরোধিতা করে থাকেন বিভিন্ন চ্যানেলের ডিবেটে। সম্প্রতি বাম মনোভাবাপন্ন কিছু মানুষ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিবাদী কনভেনশনের আয়োজন করেছিল। উদ্যোক্তারা তিলোত্তমার বিচার চেয়ে এটির আয়োজন করেন। সেখানেই পঙ্কজ দত্ত বলেন আরজি করের মতো একটা জায়গায় কীভাবে এমনটা ঘটতে পারে? যদি এটা সোনাগাছিতে হতো তাহলে নাহয় এক রকম বুঝতাম।'
আরও পড়ুন: ফেডারেশন কাজ কেড়ে নিয়েছে, আত্মহননের চেষ্টা হেয়ার ড্রেসারের! সুদীপ্তা লিখলেন, ‘শেষ দেখে ছাড়ব’
এরপর তিনি আরও লেখেন, 'না, না মিস্টার দত্ত আমরা কোথাও এমন ঘটুক সেটা চাই না। সেটা নাসা হোক না আরজি কর বা সোনাগাছি। সর্বত্রই মহিলাদের সমান নিরাপত্তার দরকার আছে। আপনার চিন্তাভাবনা মধ্যযুগীয়। অত্যন্ত নারী বিদ্বেষী।'
পরিশেষে তিনি জানান যে সেদিন এক রূপান্তরকামী অ্যাক্টিভিস্ট তাঁর এই কথার বিরোধিতা করতে চাইলে তাঁকে থামিয়ে দেন আয়োজকরা। তাই তন্ময় প্রশ্ন তোলেন, 'তবে কি আয়োজকরাও মনে করেন যে সোনাগাছিতে ধর্ষণ করা যেতে পারে?'