বাংলা নিউজ > বায়োস্কোপ > Swastika-Tekka:'টেক্কা দেখতে যাব কী করে, যদি…' উৎসবের বিরোধিতা, এদিকে সিনেমার পোস্টার শেয়ার! স্বস্তিকাকে একহাত নিল TMC

Swastika-Tekka:'টেক্কা দেখতে যাব কী করে, যদি…' উৎসবের বিরোধিতা, এদিকে সিনেমার পোস্টার শেয়ার! স্বস্তিকাকে একহাত নিল TMC

স্বস্তিকাকে কটাক্ষ TMC-র

Swastika-Tekka-TMC: এবার পুজোয় মুক্তি পাচ্ছে টেক্কা। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। দেব সদ্যই অভিনেত্রীর ফার্স্ট লুকের পোস্টার শেয়ার করেছেন। তারপর সেটা নিজেও শেয়ার করতে গিয়ে কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী।

এবার পুজোয় মুক্তি পাচ্ছে টেক্কা। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে বহুদিন পর আবার দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। জাতিস্মর ছবির পর ফের তাঁরা একসঙ্গে কাজ করলেন। দেব সদ্যই অভিনেত্রীর ফার্স্ট লুকের পোস্টার শেয়ার করেছেন। তারপর সেটা নিজেও শেয়ার করতে গিয়ে কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। কিন্তু কেন?

আরও পড়ুন: এ যেন অন্য প্রতিবাদ! নেই স্লোগান, নেই নড়াচড়া, পথে বসে হীরক রাজার দেশে দেখল বনগাঁ

আরও পড়ুন: বাপ্পার পছন্দের মোদক নয়, বাংলায় গণেশের জন্য বানানো হল ৫০০ কিলোর লাড্ডু! কোথায় ঘটল এমন?

কী ঘটেছে?

৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠকে জনগণের উদ্দেশ্যে বার্তা রাখতে গিয়ে বলেন, '১ মাস হল, এবার উৎসবে ফিরুন।' তাঁর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে নেটপাড়া। প্রতিবাদে গর্জে ওঠেন সবাই। বাদ যাননি স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি প্রথম থেকেই আরজি করের নির্যাতিতার দোষীদের শাস্তি চেয়ে লড়ে যাচ্ছেন। এদিন মুখ্যমন্ত্রীর এ হেন কথা তিনি মানতে পারেননি। তাই সকলের মতো একটি ভাইরাল ফটো শেয়ার করেন যেখানে লেখা 'উৎসবে ফিরছি না।' একই সঙ্গে তিনি এদিন তাঁর আগামী ছবি টেক্কার একটি ছবিও শেয়ার করেন। আর তারপরেই তাঁকে কটাক্ষের শিকার হতে হয়। তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মতে তিনি দ্বিচারিতা করছেন। নিজের ছবির ব্যবসা দেখছেন, সেটার প্রচার করছেন এদিকে অন্যদের উৎসবে ফিরতে নিষেধ করছেন।

কী লেখেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা?

এদিন ঋজু দত্ত নামক এক তৃণমূল কর্মী তবে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন স্বস্তিকার দুটো পোস্টের স্ক্রিনশট সহ। সেখানে তিনি লেখেন, 'উৎসবে না ফিরলে স্বস্তিকা, টেক্কা দেখতে যাব কি করে? দুমুখো নীতি নিলে কি করে হবে? বিচার সবাই চায় কিন্তু একদিকে আপনি বলছেন উৎসবে ফিরব না, আবার নিজেই নিজের পুজো রিলিজ - নতুন সিনেমা দেখতে বলছেন। উৎসব বন্ধ থাক দুর্গা পুজো বন্ধ থাক। কিন্তু নিজের সিনেমা দেখতে যেন সবাই যায়। এটা হতে পারে না।'

আরও পড়ুন: এসডি বর্মনের গানে সুরের খেলায় সারেগামাপা মাতাল ঐশি, ভুল ধরানো নয়, উঠে এসে খুদেকে জাপটে ধরলেন ইমন

তিনি এদিন আরও লেখেন, 'তাহলে আপনি কি প্রতিবাদ করছিলেন, না নতুন সিনেমার প্রচার করছিলেন? পুজোতে নতুন সিনেমা আসবে, আপনার আর্থিক লাভ হবে, কিন্তু অভয়া কবে বিচার পাবে? অভয়ার বিচার চাই, না মতলব অন্য কিছু? লজ্জা।'

কে কী বলছেন?

অনেকেই ঋজু দত্তের এই বক্তব্যকে সমর্থন করতে পারেননি। তাঁদের মতে স্বস্তিকার কাজ এটা। তিনি অঙ্গীকার বদ্ধ প্রযোজকের কাছে। তাঁকে না চাইলেও ছবির প্রচার করতেই হবে। তার সঙ্গে উৎসবে ফেরা না ফেরার কোনও যোগ নেই।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.