ঋত্বিক চক্রবর্তী সম্প্রতি কাঞ্চন মল্লিকের বিরোধিতা করে একটি পোস্ট করেছিলেন। সেখানেই এক ব্যক্তি তাঁকে কটাক্ষ করলে অভিনেতা তাঁকে নিজের মতো করে জবাব দিতে ছাড়েননি। আর সেই মন্তব্যে তিনি যে ভাষা ব্যবহার করেছেন সেটা দেখেই যারপরনাই ক্ষেপে গিয়েছেন এক তৃণমূল সমর্থক।
কী ঘটেছে?
কাঞ্চন মল্লিক সম্প্রতি চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে কটাক্ষ করেন। একই সঙ্গে যাঁরা তাঁদের সাপোর্ট করছেন তাঁদের পুরস্কার পাওয়া, বোনাস পাওয়া নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। পরে যদিও একটি ভিডিয়ো পোস্ট করে তিনি ক্ষমা চান। কিন্তু তাতে চিড়ে ভেজেনি মোটেই। বরং তাঁকে কটাক্ষ করে ঋত্বিক চক্রবর্তী একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, 'বাজারে চা দোকানের লোকটা সিরিয়াস গলায় বলল- যখন ব্যাঙ ফোঁস করে তখন দেখবি একটু পরে নিজের থুতু নিজেই চেটে নিচ্ছে।'
ঋত্বিকের এই পোস্টে এক মহিলা মন্তব্য করেন, 'আপনার মতো আঁতেলরা তো থুতু চাটায় expert! আপনারা বলছেন মানে নিশ্চয়ই জেনেই বলছেন।' সেই মন্তব্যে অভিনেতা পাল্টা জবাব দিয়ে লেখেন, 'প্রাতরাশ হয়েছে? শুকনো-শুকনো চটি খেলেন? নাকি কাটমানি দিয়ে মেখে? তোলা আর ত্রিপল দিয়ে লাঞ্চ করে আসুন তারপর কথা বলছি।' আর ঋত্বিকের এই কথা এবং ভাষাই ঠিক লাগেনি তৃণমূল সমর্থকের।
ঋত্বিককে কটাক্ষ করে কী লিখলেন তৃণমূল সমর্থক?
সেই তৃণমূল সমর্থক অভিনেতাকে কটাক্ষ করে লেখেন, ‘এলিট ইন্টেলেকচুয়ালদের ভিতরেও অভদ্রতামি সুপ্ত অবস্থায় থাকে শুধু একটু রাগিয়ে দিলেই হুড়মুড়িয়ে বেরিয়ে পড়ে।’