বাংলা নিউজ > বায়োস্কোপ > 'আঁতেলদের অভদ্রতামি সুপ্ত থাকে', কাঞ্চন বিতর্কে নেটিজেনকে 'রূঢ়' ভাষায় কটাক্ষ করতেই ঋত্বিককে তুলোধোনা তৃণমূল সমর্থকের

'আঁতেলদের অভদ্রতামি সুপ্ত থাকে', কাঞ্চন বিতর্কে নেটিজেনকে 'রূঢ়' ভাষায় কটাক্ষ করতেই ঋত্বিককে তুলোধোনা তৃণমূল সমর্থকের

ঋত্বিককে তুলোধোনা তৃণমূল সমর্থকের

Ritwick Chakraborty: ঋত্বিক চক্রবর্তী সম্প্রতি কাঞ্চন মল্লিকের বিরোধিতা করে একটি পোস্ট করেছিলেন। সেখানেই এক ব্যক্তি তাঁকে কটাক্ষ করলে অভিনেতা তাঁকে নিজের মতো করে জবাব দিতে ছাড়েননি। আর সেই মন্তব্যে তিনি যে ভাষা ব্যবহার করেছেন সেটা দেখেই যারপরনাই ক্ষেপে গিয়েছেন এক তৃণমূল সমর্থক।

ঋত্বিক চক্রবর্তী সম্প্রতি কাঞ্চন মল্লিকের বিরোধিতা করে একটি পোস্ট করেছিলেন। সেখানেই এক ব্যক্তি তাঁকে কটাক্ষ করলে অভিনেতা তাঁকে নিজের মতো করে জবাব দিতে ছাড়েননি। আর সেই মন্তব্যে তিনি যে ভাষা ব্যবহার করেছেন সেটা দেখেই যারপরনাই ক্ষেপে গিয়েছেন এক তৃণমূল সমর্থক।

আরও পড়ুন: 'ওঁর ইচ্ছে ছিল অ্যাথলিট হবে, কিন্তু...' মায়ের স্বপ্নপূরণ করতেই অলিম্পিকের মঞ্চে ডাবল পদক জয়! KBC -তে মানু কী জানালেন?

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে চিকিৎসকদের প্রতিবাদের 'মুখ' তিনি,কিন্তু কে এই কিঞ্জল নন্দ, কোন কোন ছবিতে দেখা গিয়েছে তাঁকে?

কী ঘটেছে?

কাঞ্চন মল্লিক সম্প্রতি চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে কটাক্ষ করেন। একই সঙ্গে যাঁরা তাঁদের সাপোর্ট করছেন তাঁদের পুরস্কার পাওয়া, বোনাস পাওয়া নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। পরে যদিও একটি ভিডিয়ো পোস্ট করে তিনি ক্ষমা চান। কিন্তু তাতে চিড়ে ভেজেনি মোটেই। বরং তাঁকে কটাক্ষ করে ঋত্বিক চক্রবর্তী একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, 'বাজারে চা দোকানের লোকটা সিরিয়াস গলায় বলল- যখন ব্যাঙ ফোঁস করে তখন দেখবি একটু পরে নিজের থুতু নিজেই চেটে নিচ্ছে।'

আরও পড়ুন: খেলনা বাড়ির মতো মিঠিঝোরাতেও মৃত্যু হবে আরাত্রিকার? ভিডিয়ো ভাইরাল হতেই চটে লাল দর্শকরা, ব্যাপারটা কী?

ঋত্বিকের এই পোস্টে এক মহিলা মন্তব্য করেন, 'আপনার মতো আঁতেলরা তো থুতু চাটায় expert! আপনারা বলছেন মানে নিশ্চয়ই জেনেই বলছেন।' সেই মন্তব্যে অভিনেতা পাল্টা জবাব দিয়ে লেখেন, 'প্রাতরাশ হয়েছে? শুকনো-শুকনো চটি খেলেন? নাকি কাটমানি দিয়ে মেখে? তোলা আর ত্রিপল দিয়ে লাঞ্চ করে আসুন তারপর কথা বলছি।' আর ঋত্বিকের এই কথা এবং ভাষাই ঠিক লাগেনি তৃণমূল সমর্থকের।

ঋত্বিককে কটাক্ষ করে কী লিখলেন তৃণমূল সমর্থক?

সেই তৃণমূল সমর্থক অভিনেতাকে কটাক্ষ করে লেখেন, ‘এলিট ইন্টেলেকচুয়ালদের ভিতরেও অভদ্রতামি সুপ্ত অবস্থায় থাকে শুধু একটু রাগিয়ে দিলেই হুড়মুড়িয়ে বেরিয়ে পড়ে।’

আরও পড়ুন: 'এ এক অন্য কলকাতা', ধর্নারত চিকিৎসকদের নিজের ওয়াটার বটল থেকে জল খাওয়াল স্কুল পড়ুয়া, মুগ্ধ নেটপাড়া

আরও পড়ুন: 'কেউ কাউকে জোর করে শুতে বলে না', টিভির জগতে যৌন নিগ্রহ নেই, যা ঘটে সবটাই 'দুপক্ষের সম্মতি'তে! দাবি কাম্যার

বায়োস্কোপ খবর

Latest News

‘মির্জাপুর’-এ পঙ্কজ ত্রিপাঠী নয় এবার 'কালীন ভাইয়া' হৃতিক? ‘আপনাদের উচিত বনি কাপুরকে জিজ্ঞাসা করা’, কী নিয়ে প্রশ্ন এড়ালেন ফারদিন 'উৎসবে ফিরছি না' বলেও 'টেক্কা'র প্রচার স্বস্তিকার, ভিডিয়ো বার্তায় কী বললেন তথাগত মর্গের শবের সঙ্গে ‘ফূর্তি’ করত সঞ্জয়, মৃতদেহের সঙ্গে সঙ্গম? আরজি করে নয়া মোড় ইনি নাকি পাকিস্তানের প্রিয়াঙ্কা চোপড়া! অভিনেত্রীর ছবি ভাইরাল হতেই মত সকলের ‘মদ্যপ হয়ে এমন আচরণ করছিলেন, স্ত্রীও সামলাতে পারেননি’: অলোক প্রসঙ্গে হিমানি পিছিয়ে গেল মমতার সঙ্গে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল-ডিরেক্টরদের বৈঠক আলিয়ার ‘জিগরা’ কি পুরনো সিনেমার গল্প থেকে নেওয়া? কোন সিনেমা, কারা ছিলেন তাতে নতুন টুইস্ট! জোর চর্চা যিশু-নীলাঞ্জনার বিয়ে ভাঙার নেপথ্যে ১ নয়, জোড়া ব্যক্তি? ১টি নয়, বাংলা পেতে পারে আরও ২টি বন্দে ভারত এক্সপ্রেস! কোন কোন রুটে? রইল তালিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.