আরজি কর কাণ্ড নিয়ে যে যে কন্টেন্ট ক্রিয়েটররা সব থেকে বেশি সরব হয়েছেন তাঁদের অন্যতম হলেন বাঁকুড়া মিমসের উন্মেষ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উৎসবে ফিরুন মন্তব্যের বিরোধিতাও করেন। এবার তাঁকেই পুজোর বিজ্ঞাপনে দেখা যেতে কী বলছে নেটপাড়া?
আরও পড়ুন: 'নিজেকে ভাঙছে, কী এক্সপ্রেশন!' অনুপমের গান শুনতে গিয়ে দেবের অভিনয়ে 'পাগলু' হলেন মননশীল বাঙালি
কী ঘটেছে?
এদিন একটি বিজ্ঞাপন প্রকাশ্যে আসে যেখানে দেখা যাচ্ছে একটি খ্যাতনামা। পোশাকের ব্র্যান্ডের পুজোর বিজ্ঞাপন দিচ্ছেন উন্মেষ গঙ্গোপাধ্যায়। দোকানে গিয়ে জামা কাপড় ঘুরে ঘুরে দেখছেন এবং কিনছেন। সেই বিজ্ঞাপনের ভিডিয়ো এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সন্দীপন মিত্র নামক এক তৃণমূল কংগ্রেসের সমর্থক। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'উনিও শেষে উৎসব-এ ফিরলেন! বন্যা নিয়ে যদিও চুপ।'
আরও পড়ুন: মনের সুখে বাংলায় নয়, শেষে মেসেজে জার্মানে গালাগালি দিয়েছেন কবীর সুমন, অভিযোগ তরুণীর
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে উন্মেষকে কটাক্ষ করেছেন। এক ব্যক্তি লেখেন ‘হিপোক্রেসির চূড়ান্ত’। আরেকজন লেখেন ‘কী সুন্দর পুজোর জন্য রেডি হচ্ছেন।’ তৃতীয় ব্যক্তি লেখেন, 'পয়সা কথা বলেছে, দুর্গাপুজো বাঙালির আবেগ বলে যত নাটক। বিচারের কণ্ঠ তো রোজ সোচ্চার হবে, পুজো পার্বণ occassionally হয় নাকি।' চতুর্থ। ব্যক্তি লেখেন, '৭ দিন ৭ রকম রং! এরা বিচিত্র জীব! কি করবে সংসার তো চালাতে হবে, খাদিমের বিজ্ঞাপন দিয়েছে। মেরুদন্ডীদের এই সমস্যা বুঝলেন তো, সংসার।'
প্রসঙ্গত কিছুদিন আগে সোহিনী সরকারকে একটি বিজ্ঞাপনে দেখা যেতেই তাঁকে তুমুল ট্রোল করা হয়। বাদ যাননি স্বস্তিকা মুখোপাধ্যায়ও। তিনি তাঁর আগামী ছবি টেক্কার প্রচার করতেই করা হয় কটাক্ষ, বিদ্রুপ। এবার সেই দলে নাম লেখালেন উন্মেষ।
আরও পড়ুন: ‘অনেক প্রফেশনাল সিঙ্গার পারবে না; সোনুকে পাঠাব এটা’, সা রে গা মা পা -এ শ্রীজিতার গানে মজলেন রাঘব - জাভেদরা