সোমবার সকালে মিঠুন চক্রবর্তীর দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার খবর সামনে আসে। ইতিমধ্যেই বহু অনুরাগী ও তারকা শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বর্ষীয়ান নায়ককে। তবে অনেকেই আবার ট্রোল করছেন, মিঠুন নাকি বিজেপি করেন বলেই তাঁকে দেওয়া হল এই সম্মান। আর এরকমই লিখে পোস্ট করলেন টিএমসিপি নেতা সন্দীপন মৈত্র।
সন্দীপন ফেসবুকে লিখলেন, ‘উনি বিজেপি করেন বলে দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন। নয়তো ওর ওই পুরস্কার পাওয়ার যোগ্যতা নেই।’ তবে এহেন রাজনৈতিক আক্রমণ ভালোভাবে নেননি অনেক নেটিজেনরাই। একজন মন্তব্য করেন, ‘আপনার আদৌ মিঠুন চক্রবর্তীকে নিয়ে কথা বলার যোগ্যতা আছে কি না, সেটা আগে নিজেকে প্রশ্ন করুন।’
আরও পড়ুন: আরজি কর নিয়ে প্রতিবাদ করা ছেলের নোংরা কটাক্ষ নুসরতের স্তন নিয়ে, সরব শ্রীলেখা
আরেকজন আবার সন্দীপনকে ট্রোল করে লিখলেন, ‘একদম। মমতা ব্যানার্জি এই পুরস্কার পাওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি’। আরেকজন মন্তব্য করলেন, ‘আসলে এ পুরস্কার অন্য একজনের প্রাপ্য ছিল। আড়ালে স্যান্ডুউইচ আর চকোলেট সাঁটিয়ে দিনের পর দিন অনশনের অনবদ্য অভিনয়, সুস্থ ঠ্যাং-এ প্লাস্টার করিয়ে ভোট বৈতরণী পার হওয়ার জন্যে ল্যাংড়ার অভিনয় দাদা সাহেব ফালকে তো তুচ্ছ, অস্কারের দাবী রাখে। নেহাৎ তিনি বিজেপির পা চাটেন না...’
আরও পড়ুন: 'ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে ভাবিনি', দাদাসাহেব ফালকে পেয়ে বললেন মিঠুন
কুণাল ঘোষও কিন্তু ভালোই ঠুঁকেছেন মিঠুনকে। তিনি ফেসবুকে লেখেন, ‘দাদাসাহেব ফালকে মিঠুন চক্রবর্তী। শিল্পী মিঠুনদাকে অভিনন্দন। শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনার পদ্মশ্রীর জন্য প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেইসঙ্গে মমতাদির আপনাকে রাজ্যসভায় পাঠিয়ে স্বীকৃতিদান ভুলে যাবেন না।’
আরও পড়ুন: গোলুমোলু পরিণীতি চোপড়া নন, ইশকজাদে সিনেমার নায়িক হওয়ার কথা ছিল এই সুন্দরীর
দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন জানার পর মিঠুন বলেন, ‘কখনও ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে। আমি কলকাতার অন্ধ গলি, সেখান থেকে উঠে এসেছি। মুম্বইয়ের রাস্তার ফুটপাতে থেকেছি। কখনও কল্পনা করতে পারিনি, এতবড় একটা সম্মান পাব। বিশ্বাস করুন, আমি আক্ষরিক অর্থেই হতবাক। আমি হাসতেও পাচ্ছি না, কাঁদতেও পাচ্ছি না। এমন একটা সম্মান দিলে কে কী বলবে, কেউই কিছু বলতে পারে না। আমি এই পুরস্কার আমার পরিবার ও বিশ্বজুড়ে থাকা আমার অগণিত ভক্তকে উৎসর্গ করছি।’
‘আমি শুধু আমার সেই অনুরাগীদের বলতে চাই, যাঁরা এক্কেবারেই আর্থিকভাবে শক্তিশালী নয়, যে আমি যদি এখানে পৌঁছতে পারি, তাহলে আপনারাও পারবেন।’, আরও বলেন মিঠুন।