বাংলা নিউজ > বায়োস্কোপ > Dipshita-Shovan: দীপ্সিতার দাদা শোভন ‘বাংলাদেশের বিএনপি-জামাত স্টাইলে বিদ্রোহ’ চায় পশ্চিমবঙ্গে, বিস্ফোরক দাবি TMCP নেতার

Dipshita-Shovan: দীপ্সিতার দাদা শোভন ‘বাংলাদেশের বিএনপি-জামাত স্টাইলে বিদ্রোহ’ চায় পশ্চিমবঙ্গে, বিস্ফোরক দাবি TMCP নেতার

পশ্চিমবঙ্গ দখলের ডাক শোভনের, সমালোচনা তৃণমূল নেতার।

আরজি কর নির্যাতিতার বিচারে আদালতের রায় না এলে, পশ্চিমবঙ্গ দখলের ডাক শোভনের। যা নিয়ে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা সন্দীপন মিত্র।

আরজি কর নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। সদ্যই বিয়ে করেছিলেন দুজনে। তবে এখন একে-অপরকে সময় দেওয়া থেকে, নির্যাতিতার বিচার চাওয়াকে বেশি গুরুত্ব দিয়েছেন তাঁরা। কোনও রাজনৈতিক দলের হয়ে নয়, বরং শোভন ও সোহিনীকে দেখা গিয়েছে সাধারণের মাঝে। তা সে ডাক্তারদের অবস্থান বিক্ষোভ হোক বা ধর্মতলায় ধর্না, অথবা রাত দখল, সবেতেই পা মিলিয়েছেন এই দুই তারকা।

তবে এবার গায়কের একটি বিশেষ পোস্ট নিয়ে উঠল সমালোচনা। অভিযোগ, ‘বাংলাদেশের বিএনপি ও জামাতের স্টাইলে বিদ্রোহ’ করার চেষ্টা নাকি তিনি করছেন। শোভন সোশ্যল মিডিয়ায় শেয়ার করেন, ‘নেক্সট হিয়ারিংয়ে যদি কোনও ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, তবে মেয়েরা-মায়েরা শুধু রাত দখল বা নবান্ন দখল নয়। গোটা পশ্চিমবাংলা দখল করবে।’ আর সেটি শেয়ার করে তিনি লেখেন, ‘করবেন তো’?

এরপর গায়কের সেই পোস্ট এক্স হ্যান্ডেলে শেয়ার করে, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা সন্দীপন মিত্র লিখলেন, ‘সিপিআই(এম) নেত্রী দীপ্সিতা ধরের ভাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের বিরুদ্ধে বাংলাদেশের বিএনপি ও জামাতের স্টাইলে বিদ্রোহ করার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছেন।’

এক নেট-নাগরিক তাতে মন্তব্য করেন, ‘আপনি নিশ্চিত দীপ্সিতা ধরের ভাই? তাহলে ো এই সো কলড বামনেত্রীর জানা উচিত তাঁর ভাই কীভাবে সাধারণ মানুষকে উসকাচ্ছে।’ আরেকজন লেখেন, ‘কিছু করতে হবে না। টিএমসি আছে, থাকবে, জয় বাংলা’। তৃতীয়জনের মন্তব্য, ‘এদের ছোটবেলাতেই শাসন করার দরকার ছিল’।

সম্পর্কে দীপ্সিতা হন শোভনের ছোট মাসির মেয়ে। ছোট থেকে এক পাড়ায় থেকেছেন, একসঙ্গে বড় হয়েছেন। এমনকী, লোকসভা ভোটে দীপ্সিতার হয়ে ভোটপ্রচারের সময় গানও গেয়েছিলেন শোভন। যদিও সেই সময় তিনি স্পষ্ট করেছিলেন, কোনও রাজনৈতিক দলের জন্য নয়, নিজের বোনের জন্য গান গেয়েছেন। গায়ক বলেন, ‘বোন যদি অনুরোধ জানায় আমি রাখব না? আমি কিন্তু বোনের অনুরোধ রাখতে গানটা গেয়েছি। দলের নয়।’

শোভন আর সোহিনীর বিয়েতেও চুটিয়ে মজা করেছেন দীপ্সিতা। সে ছবি সোশ্যাল মিডিয়াতেও উঠে এসেছে। শুধু দাদা নয়, নতুন বউদি সোহিনীরও খুব কাছের বামনেত্রী। শোভনের বাড়ির সবাই বাম সমর্থক হিসেবেই পরিচিত এলাকায়। মা-বাবা, মাসি-মেসো, বোন সবাই ছোট থেকে গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত। ছোটবেলাতে তিনিও গণনাট্যের অনেক গান গেয়েছেন। তবে তাঁকে কখনো কোনও রাজনৈতিক জমায়েতে দেখা যায়নি, অন্তত প্রচারের আলোতে আসার পর থেকে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.