আরজি কর কাণ্ড নিয়ে সুপ্রিম শুনানির কয়েক ঘণ্টা যেতে না যেতেই সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বাংলার জনগণকে বার্তা- ‘একমাস হল, এবার পুজোয় ফিরে আসুন। উৎসবে ফিরে আসুন।' মমতার এই কথাকে ‘অসংবেদনশীল’ দাবি করেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। স্পষ্ট জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে এই কথা ফিরিয়ে নিতে হবে।
শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা-বিদিপ্তা-সহ টলিউডের একটা বড় অংশ মাননীয়ার এই বার্তার সঙ্গে সহমত হতে পারেননি। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, ‘উৎসবে ফিরব না’। অনেকে তো সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি। এবার মমতার হয়ে ব্যাট ধরলেন তাঁর দলের যুবনেত্রী।
তৃণমূল ছাত্র পরিষদের এক্সিকিউটিভ সদস্যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে, স্বস্তিকার আসন্ন পুজো রিলিজ টেক্কা-সহ অনান্যদের প্রোজেক্ট বয়কটের ডাক দেন। আশ্চর্যজনকভাবে স্বস্তিকার ‘টেক্কা’র হিরো হচ্ছেন তৃণমূল সাংসদ দেব। এই ছবির প্রযোজকও তিনি। তৃণমূলকে তারকা সাংসদের ছবিকেই বয়কটের ডাক দিল তৃণমূলের ছাত্রনেত্রী!
শ্রীলেখা মিত্র পরিচালিত আসন্ন প্রোজেক্ট ‘পান সুপারী’, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্য়তম মুখ হয়ে উঠা কিঞ্জলের ‘দেবী চৌধুরানী’ও বয়কট করতে বলেন রিমলি মুখোপাধ্যায়। ছাত্র পরিষদের ওই নেত্রীর কথায়, ‘রাত দখলে যাঁরা উৎসব বাতিলের ডাক দিয়েছিলো, উৎসবের দিনে তাঁদের পেটের রুজিরোজগার নির্ভরশীল। তাহলে আসুন তাঁদের কথা শুনি, উৎসবে ফিরবো না, সিনেমা দেখতে যাবো না।’
টেক্কা বয়কটের ডাক নিয়ে মুখ খুলেছেন স্বস্তিকা তিনি বলেন, ‘ইচ্ছে না করলে যাবেন না। আমি দেখতে যেতে বলিনি। আমার ছবি রিলিজ করছে সেটা তো আমি জানাবই। অনেক সময় আছে ট্রোল করুন…অসুবিধা নেই’।
শিল্পীরা সোশ্যাল মিডিয়ায় আরজি কর নিয়ে প্রতিবাদের মাঝে নিজেদের কাজ সংক্রান্ত তথ্য দিলে ট্রোলড হচ্ছেন। সেই নিয়ে সোমবার রাতে ভিডিয়ো বার্তা দেন শিলাজিৎ। গায়ক বলেন, ‘আমরা গায়ক, অভিনেতারা, শিল্পীরা যখন কোনও কাজের কথা জানাচ্ছি, তখন দেখছি খুব অসুবিধা হয়ে যাচ্ছে। ভিডিয়োর মাধ্যমে আমি কিছু বিষয়ে পরিষ্কার করতে চাই। আমরা শিল্পীরা নিশ্চয় কিছু কিছু বিষয়ে অসাধারণ, তবে আমরাও সাধারণ মানুষ। আমাদের একটা পেশা আছে। যেমন চাষিরা চাষ করে, তেমনি আমরাও আমাদের মতো করি। একজন রাজনীতিবাদ যেমন এখন কাজ করছেন, একজন সাংবাদিক কাজ করছেন, একজন ইঞ্জিনিয়ার কাজ করতে বাধ্য, একজন চা বিক্রেতা চা বিক্রি করছেন, সবজি বিক্রেতা সবজি বিক্রি করছেন, সেরকমই আমাদের একটা দোকান আছে। অভিনয়ের দোকান, গানের দোকান, সেই দোকানটা আমাদেরও চালাতে হবে। একদম আপনাদের মতোই সেই দোকান চললে আমাদের সংসার চলে।’
শিলাজিৎ-এর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সমর্থন জানান দেবও।