লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর এই প্রথমবারের জন্য নির্বাচিত এমপিদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কে কেমন সেজে এসেছিলেন?
দলীয় বৈঠকে তৃণমূলের তারকা এমপিদের সাজ
এদিন অধিকাংশ নির্বাচিত তারকা মহিলা এমপিদের শাড়িতেই দেখা গেল। রচনা বন্দ্যোপাধ্যায় ছবি তোলার সময় একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছিলেন। তাঁর পরনে ছিল লাল ব্লাউজ, লাল সিল্কের শাড়ি। সঙ্গে গলায় হার এবং কালো ছোট দুল। চুলটাকে খোঁপা করে বেঁধে রেখেছিলেন তিনি।
আরও পড়ুন: ২৮ মিলিয়ন ভিউজ থাকা সত্বেও চাহাত ফতেহ আলি খানের বাদো বাদি সরিয়ে দিল ইউটিউব! কিন্তু কেন?
আরও পড়ুন: 'জলদি আসছি...', ফের বড়পর্দায় বাপ - বেটা একসঙ্গে! কবে কোন প্রজেক্টে দেখা যাবে অমিতাভ - অভিষেককে?
অন্যদিকে তাঁর পাশে সায়নী ঘোষ পরেছিলেন সবুজ রঙের চুড়িদার। সঙ্গে সাদা ওড়না গলায় ঝুলিয়ে রেখেছিলেন। চুল ছিল খোঁপা করে বাঁধা। জুন মালিয়া পরেছিলেন হালকা নীল শাড়ি এবং ম্যাচিং ব্লাউজ। গলায় মুক্তোর হার।
শতাব্দী রায় পরেছিলেন লাল ব্লক প্রিন্টের শাড়ি এবং ম্যাচিং ব্লাউজ। শত্রুঘ্ন সিনহাকে দেখা গেল শার্টের উপর জ্যাকেট এবং প্যান্ট পরে আসতে। তাঁর পাশে শেষের সারিতে ছিলেন ইউসুফ পাঠান। তিনি সাদা টিশার্ট পরে ছিলেন। দেব এদিন কালো টিশার্ট পরে এসছিলেন।
আরও পড়ুন: 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' তেজের কোলে 'বিধবা' সুধা, অদ্ভুত প্রথম দেখার পর কীভাবে দুজনের 'শুভ বিবাহ' হবে?
লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর ৪ দিন পর এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় বৈঠক অনুষ্ঠিত হল। সেখানেই প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গেল এবারের নির্বাচিত ২৯ এমপিকে।
প্রসঙ্গত এবার যাদবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতেছেন সায়নী ঘোষ। প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই লকেটকে পরাজিত করে জয়ী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ঘাটালে তো এবার হ্যাটট্রিক করে ফেললেন দেব। অন্যদিকে বীরভূম থেকে বিজয়ী হয়েছেন শতাব্দী রায়। মেদিনীপুরে অগ্নিমিত্রা পালকে হারিয়ে শেষ হাসি হেসেছেন জুন মালিয়া। বহরমপুরে এবার প্রথমবার অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে জিতেছেন ইউসুফ পাঠান। আসানসোল কেন্দ্র থেকে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা।