বাংলা নিউজ > বায়োস্কোপ > Nusrat Jahan Slams BJP Leaders: ‘আমরা কী খাব, পরব ওরা ঠিক করবে নাকি?’ পাঠান বিতর্কে বিজেপিকে এক হাত নিলেন নুসরত

Nusrat Jahan Slams BJP Leaders: ‘আমরা কী খাব, পরব ওরা ঠিক করবে নাকি?’ পাঠান বিতর্কে বিজেপিকে এক হাত নিলেন নুসরত

পাঠান বিতর্কে বিজেপিকে এক হাত নিলেন নুসরত

Nusrat Jahan on Pathaan Boycott trend: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান থেকে এক সঙ্গে দুটো বির্তক উসকে গেল। আর সেই বিতর্ক নিয়েই রাজ্য রাজনীতি ফেল তোলপাড় হচ্ছে।

গোটা দেশ জুড়ে বিতর্কের এখন একটাই নাম, আর সেটা হল ‘পাঠান’। কখনও সেই ছবি নাম, তো কখন গান, আবার কখনও অভিনেত্রীর পোশাক কিংবা সেই পোশাকের রং বিতর্কের জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে ‘বয়কট পাঠান’ ট্রেন্ড। এবার সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী নুসরত জাহান। যে সমস্ত বিজেপি নেতারা পাঠান ছবিটির বিরোধিতা করছেন তাঁদের এক হাত নিলেন তিনি। এই ছবিতে, মূলত এই ছবির একটি গানে দীপিকার পোশাক দেখে যাঁরা ক্ষুব্ধ হয়েছেন তাঁদের কটাক্ষ করলেন অভিনেত্রী, বললেন, 'ওদের সবেতেই সমস্যা।'

নুসরতের মতে এক দল তাঁদের মর্জি অনুযায়ী সবাইকে চালাতে চাইছে। একটা নির্দিষ্ট ছবি তৈরি করে দিতে চাইছে মানুষের মস্তিষ্কে। তাঁর কথায়, 'ওদের তো সবেতেই সমস্যা। যে মহিলারা হিজাব পরে ওদের তাঁদের নিয়েও যেমন সমস্যা আছে, আবার যাঁরা বিকিনি পরেন তাঁদের নিয়েও সমান সমস্যা আছে। ওরা আদতে এই যুগেও দাঁড়িয়ে চাইছে যে ভারতীয় মহিলারা কী পরবেন আর পরবেন না সেটা ঠিক করে দিতে।'

এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি আরও বলেন, 'ওরা আমাদের জীবন পরিচালনা করতে চাইছে। আমরা কী পরব, কী খাব, কীভাবে কথা বলব, কীভাবে হাঁটব, স্কুল থেকে কী শিখব, টিভিতে কী দেখব সবটাই ওরা নির্ধারণ করে দিতে চাইছে। আর আমরা এভাবেই নতুন, উন্নত ভারতের দিকে এগিয়ে চলেছি! এটা অত্যন্ত ভয়াবহ। আমি জানি না আগামীদিনে বিষয়টা আমাদের সবাইকে ঠিক কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে।'

বর্তমানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটি বাকযুদ্ধ চলছে গেরুয়া রং নিয়ে! কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় অরিজিৎ সিংকে গান গাওয়ার অনুরোধ করলে তিনি ‘রঙ দে তু মোহে গেরুয়া’ গানটি গান। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই অরিজিতের গান অন্য কিছুর 'ইঙ্গিত' খুঁজে পেয়েছেন। টুইটারে এই নিয়ে দুই পক্ষের তর্ক জমে উঠেছে। এই নিয়ে তৃণমূলের এক নেতা ঋজু দত্ত স্মৃতি ইরানির একটি ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়, আর সেখানে তাঁকে একটি গেরুয়া রঙের পোশাক পরে ১৯৯৮ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’র মঞ্চে হাঁটতে দেখা যায়।

তিনি এই পোস্টটি করেন মূলত অমিত মালব্যর টুইটের প্রেক্ষিতে। অমিত মালব্য তাঁর একটি টুইটে অরিজিতকে সাধুবাদ জানিয়েছেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর অনুরোধে ‘গেরুয়া’ গানটি গাওয়ার জন্য। ঋজু দত্তের এই টুইটের বিরোধিতা করে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন। তিনি মুখ্যমন্ত্রীকে বিদ্রুপ করেছেন তাঁর দলে এমন নারীবিদ্বেষী পুরুষকে ঠাঁই দেওয়ার জন্য। তাঁর মতে ঋজু দত্ত মহিলাদের সম্মান জানাতেই জানেন না!

অন্যদিকে ঋজু দত্ত উল্টে আবার লকেটকে ‘অর্ধেক জিনিস দেখতে পান না’ বলে বিদ্রুপ করেছেন। এর সঙ্গেই জুড়ে গেছে শাহরুখ খানের পাঠান ছবিটি যেখানে ‘বেশরম রঙ’ গানে দীপিকাকে একটি গেরুয়া রঙের বিকিনিতে দেখা গিয়েছে। ঋজু তাঁর পোস্টে লকেটের উদ্দেশ্যে লেখেন, 'ও ম্যাডাম সবার আগে গেরুয়া রংটাকে তো নিজেদের দলের সম্পত্তি হিসেবে ভাবা বন্ধ করুন। দ্বিতীয়ত, যখন দীপিকা বা তাঁর মতো অন্যান্য মহিলারা গেরুয়া রঙের পোশাক পরেন তখন সমস্যা হয় আপনাদের, কিন্তু যখন স্মৃতি ইরানি পরেন তখন চোখে দেখতে পান না?'

গত ১২ ডিসেম্বর পাঠান ছবি বেশরম রং গানটি প্রকাশ্যে এসেছে। আর ব্যাস সেদিন থেকেই এই ছবি এবং গান নিয়ে একটার পর একটা বিতর্ক সৃষ্টি হয়েই চলেছে। মধ্যপ্রদেশে মন্ত্রী নরোত্তম মিশ্র এই ছবি নিষিদ্ধ করার কথা বলেছেন। সেই রাজ্যের উলেমা বোর্ড দাবি করেছে ছবির নাম পাল্টে ফেলার জন্য।

বায়োস্কোপ খবর

Latest News

শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.