জুনায়েদ খানের বিপরীতে খুশি কাপুর ‘লাভিয়াপা’র হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন। ছবি নিয়ে এই মুহূর্তে প্রচারে ব্যস্ত শ্রীদেবী-কন্যা। তবে বড় পর্দায় পা রাখার আগেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। অনেকেরই ধারণা অভিনেত্রী, বেদাঙ্গ রায়নার সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন। এতদিন তাঁরা তাঁদের সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও। এবার প্রেম নিয়ে খুশি কিছু কথা ভাগ করে নিয়েছেন।
কানেক্ট সিনেকে দেওয়া এক সাক্ষাৎকারে খুশিকে র্যাপিড ফায়ার রাউন্ডে অংশ নিতে দেখা যায়। সেখানে তাঁর থেকে জানতে চাওয়া হয় যে, রোমান্টিক মুহূর্ত তিনি ফোনে ক্যাপচার করেন কিনা? এই প্রশ্নের উত্তরে তিনি অকপটে জবাব দেন, ‘খুব একটা যে করি তা নয়। যদি আমার ইচ্ছে হয়, তবে আমি আগে প্রস্তাব দিয়ে থাকি।’ নায়িকার মুখে এই কথা শুনে আরও জিজ্ঞাসা করা হয় যে, অতীতে কোনও প্রেমের প্রস্তাব তাঁর উপর প্রভাব ফেলেছিল কিনা? তিনি সবাইকে অবাক করে বলেন, ‘আমাকে এখনও কেউ কোনও প্রেমের প্রস্তাব দেয়নি।’
আরও পড়ুন: ‘কাজের থেকে বেশি পরিবারকে সময় দিয়েছি…’, ঋত্বিকের সঙ্গে দাম্পত্য নিয়ে অকপট অপরাজিতা
প্রসঙ্গত, ইন্ড্রাস্টিতে কান পাতলেই খুশি এবং বেদাঙ্গ রায়না সম্পর্কের গুঞ্জন শোনা যায়। এই জুটিকে প্রায়শই বিভিন্ন ইভেন্টে একসঙ্গে দেখা যায়। তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও প্রায়ই নজরকাড়েন তাঁরা। তবে কেউই তাঁদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।
কাজের সূত্রে, খুশি বর্তমানে ‘লাভিয়াপা'-এর প্রচারে ব্যস্ত। ছবিটি একটি রোমান্টিক কমেডি। এই ছবির হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী। ছবিটিতে খুশির বিপরীতে রয়েছেন আমির খানের ছেলে জুনায়েদ খান। তাঁরা ছাড়াও এই ছবিতে দেখা যাবে গ্রুশা কাপুর, আশুতোষ রানা এবং তনভিকা পার্লিকার সহ আরও অনেকে। ছবিটি আধুনিক সময়ের সম্পর্ক আর তার নানা সমস্যাগুলি তুলে ধরেছে।
আরও পড়ুন: 'সেলিব্রিটি, তাই ওঁকে নিয়ে এত অলোচনা…', সইফ বাড়ি ফেরার পর তাঁকে কেন এমন বললেন করিনার প্রাক্তন শাহিদ?
খুশি সম্পর্কে
খুশি প্রয়াত শ্রীদেবী এবং প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে। ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া জোয়া আখতারের পরিচালনায় 'দ্য আর্চিস' দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। শাহরুখ খান এবং গৌরী খানের মেয়ে সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাও 'দ্য আর্চিস'-এর হাত ধরে বলিউডে ডেবিউ করেন।