বাংলা নিউজ > বায়োস্কোপ > লিঙ্গভেদ দূর করতে স্ত্রীয়ের পরামর্শে CJI ডিওয়াই চন্দ্রচূড়ের পদক্ষেপ! নেপথ্যে রয়েছে আমির খান

লিঙ্গভেদ দূর করতে স্ত্রীয়ের পরামর্শে CJI ডিওয়াই চন্দ্রচূড়ের পদক্ষেপ! নেপথ্যে রয়েছে আমির খান

'লাপাতা লেডিস'- এর পোস্টার

স্ত্রী কল্পনা দাসের পরামর্শে, CJI ডিওয়াই চন্দ্রচূড় শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারক এবং কর্মীদের জন্য বহুল চর্চিত ছবি 'লাপাতা লেডিস'- এর স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন। ছবির প্রযোজক আমির খান এবং পরিচালক কিরণ রাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছবি প্রদর্শনের আগে তাঁরা নানা কথাও ভাগ করে নেন।

স্ত্রী কল্পনা দাসের পরামর্শে, CJI ডিওয়াই চন্দ্রচূড় শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারক এবং কর্মীদের জন্য বহুল চর্চিত ছবি 'লাপাতা লেডিস'- এর স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন। ছবির প্রযোজক আমির খান এবং পরিচালক কিরণ রাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছবি প্রদর্শনের আগে তাঁরা নানা কথাও ভাগ করে নেন।

সুপ্রিম কোর্টে 'লাপাতা লেডিস'- এর প্রদর্শনীতে ছবিটি দেখার পর, CJI চন্দ্রচূড় শীর্ষ আদালতের সব কর্মীদের ছবিটি দেখার পরামর্শ দিয়েছিলেন। কারণ তিনি ছবিটি দেখে অনুভব করেছেন যে সিনেমাটিতে লিঙ্গভেদ নিয়ে যে সামাজিক ধরণা তার নিয়ে সরব হওয়ার বার্তা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার ৭৫তম বছর উদযাপনের অনুষ্ঠানে এই ছবিটির স্পেশাল স্ক্রিনিং হয়।

আরও পড়ুন: রাজকীয় ভিলায় অনন্ত-রাধিকার হানিমুন! খাচ্ছেন দই, ভাড়া শুনলে চোখ কপালে উঠবে

CJI- এর কোর্টরুমে এটি একটি দর্শনীয় দৃশ্য ছিল। একটি ব্যারিকেড টেপ দিয়ে কিছু আসন আলাদা করে রাখা হয়। সেখানেই বসেছিলেন আমির খান। তাঁর পরনে ছিল একটি প্রিন্টেড কুর্তা। অন্যদিকে, কিরণ রাও একটি সাদা টপের উপর নীল শাড়ি পরেছিলেন। তাঁদের সঙ্গে CJI এবং তাঁর সহকর্মীরাও ছিলেন। বিচারক জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রও ছিলেন।

প্রসঙ্গত, সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সেখানেই ইভেন্ট চলাকালীন, আমির ছবিটি নির্মাণের ক্ষেত্রে তাঁর অনুপ্রেরণার কথা শেয়ার করেছেন। অভিনেতা জানান যে, তিনি নতুন প্রতিভাদের জন্য একটি প্ল্যাটফর্ম করে দিতে চেয়েছিলেন। আর কোভিডের সময় এই সিদ্ধান্তে তিনি আরও জোর দিয়েছেন, আগামী ১৫ বছর তিনি বলিউড ইন্ডাস্ট্রির জন্য সক্রিয় ভাবে কাজের মাধ্যমে নতুন নতুন প্রতিভাদের লাইমলাইটে আনতে চান।

আরও পড়ুন: আমি জীবনে উত্তেজনা চাই, ছকে বাঁধা সহজ জীবন আমার কাছে খুবই বোরিং: দেবচন্দ্রিমা

নায়ক বলেন, 'আমি ভেবেছিলাম একজন অভিনেতা হিসেবে বছরে একটি করে ছবি করব, কিন্তু একজন প্রযোজক হিসেবে আমি আরও অনেক ছবি প্রযোজনা করতে পারব। আমি নতুন প্রতিভাদের একটা প্ল্যাটফর্ম দিতে চাই। আমি নতুন লেখক, পরিচালক এবং এই বিনোদন শিল্পের সঙ্গে যুক্ত সবাইকে একটা প্ল্যাটফর্ম দিতে পারি। সেই অর্থে 'লাপাতা লেডিস'ই আমার প্রথম প্রজেক্ট। আমি প্রতিভাদের পাশে থাকতে চাই।'

'লাপাতা লেডিস' ছবি সম্পর্কে

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিতানশী গোয়েল, প্রতিভা রত্ন, স্পর্শ শ্রীবাস্তব, রবি কিষাণ এবং ছায়া কদম। 'লাপাতা লেডিস' কিরণ রাও পরিচালিত একটি কমেডি ড্রামা ফিল্ম।

বায়োস্কোপ খবর

Latest News

ভোটের আগেই সঙ্কটে এমভিএ শিবির, মুখ্যমন্ত্রী হতে চান, অকপট এনসিপি নেতা অজিত সিপিএমের মীনাক্ষীকে ‘মিনু মাসি’ বলে কটাক্ষ পরিচালক-পত্নীর, তোপ শ্রীলেখার আগামিকালের চন্দ্রগ্রহণ ৩ রাশির জন্য হতে চলেছে বিপজ্জনক, থাকতে হবে খুব সতর্ক ঘটনার আগেই ষড়যন্ত্র হয়ে থাকতে পারে, অভিজিৎ মণ্ডলকে আদালতে পেশ করে বলল CBI নাগাড়ে বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বানভাসী ঘাটাল, মানুষের পাশে এসে দাঁড়ালেন সাংসদ 'কেজরিওয়াল আবারও হবেন মুখ্যমন্ত্রী'- বললেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী অতিশি সিরিয়ালের মাকে জড়িয়ে কান্না ‘মিহি’ রাধিকার,কে প্রথম কাছে এসেছির শেষ দিন যা হল… এভাবেও ফিরে আসা যায়! অসুস্থতার মাঝেই নববধূর সাজে হিনা খান ভিডিয়ো: পাকিস্তানের মাঠে, বাবর আজমের সামনে পাক সমর্থকের হাতে বিরাট কোহলির জার্সি অনুষ্ঠিত হল জেভিয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ষষ্ঠ বিজনেস সামিট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.