বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan and Karan Johar: ২৫ বছর পর আবার একসঙ্গে? জোট বাঁধছেন সলমন-করণ, আগামী ইদেই আসতে পারে ছবি

Salman Khan and Karan Johar: ২৫ বছর পর আবার একসঙ্গে? জোট বাঁধছেন সলমন-করণ, আগামী ইদেই আসতে পারে ছবি

সলমন খান এবং করণ জোহর

Salman Khan and Karan Johar: এত বছর পরে আবার একসঙ্গে। সলমন খান এবং করণ জোহর নাকি জুটি বাঁধতে চলেছেন। শেষ কোন ছবির কাজ একসঙ্গে করেছেন তাঁরা?

প্রায় ২৫ বছর পরে। আবার এক সঙ্গে ছবির কাজ করতে চলেছেন সলমন খান এবং করণ জোহর। জোর খবর বলিউডের অন্দরমহলে। কবে শুরু হবে, ছবির কাজ, আর কে কে থাকছেন— সেই নিয়েও নাকি আলোচনা শুরু হয়ে গিয়েছে।

এবারের খুশির ইদে মুক্তি পাচ্ছে সলমন খানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’। সলমন-অনুরাগীরা এখন বিরাট প্রতীক্ষায়। কিন্তু এই প্রথম বার নয়, এর আগেও ইদে সলমন ভক্তদের উপহার দিয়েছেন বহু ছবিই। তার মধ্যে বেশ কয়েকটি তো সুপার হিটও হয়েছে। ‘ওয়ান্টেড’, ‘দাবাং’-এর মতো ছবিও মুক্তি পেয়েছিল ইদের সময়েই। এবারও সেই সময়েই ছবি মুক্তি ঘটিয়ে দর্শকদের মন জয় করতে চাইছেন বলিউডের ভাইজান। আর সেই সঙ্গেই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে আগামী বছরের ইদেরও। শোনা যাচ্ছে তেমনই।

আরও পড়ুন: সলমনকে ভুল করে ‘ভাই’ ডেকে ফেলে ২১ বছরের ছোট নায়িকা পূজা, কী জবাব এসেছিল জানুন!

আরও পড়ুন: শুরু সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর অগ্রিম বুকিং! কত আয় হবে প্রথম দিনে?

আগামী বছরের অর্থাৎ ২০২৪ সালের ইদে নাকি সলমন খান এবং করণ জোহরের ছবি আসতে চলেছে। এমনই শোনা যাচ্ছেবলিউডের অন্দরমহলে। আর সেই কথা যদি সত্যি হয়, তাহলে দীর্ঘ ২৫ বছর পরে আবার একসঙ্গে কাজ করতে চলেছেন এই দুই তারকা। 

আরও পড়ুন: ও বাল্লে বাল্লে গানে নেচে তাক লাগালেন সলমন, 'ওঁর ৫৭ বছর বয়স কেউ বলবে!' মন্তব্য ভক্তদের

আরও পড়ুন: শেহনাজ, পলক থেকে আথিয়া, কোন কোন তারকার বলিউড-যাত্রা শুরু সলমনের হাত ধরে

এর আগে পরিচালক হিসাবে করণ জোহরের প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’তে কাজ করেছিলেন সলমন খান। যদিও সেই ছবির প্রধান চরিত্রে ছিলেন না তিনি। ছোট চরিত্রে অভিনয় করেন তিনি। ছবির প্রধান চরিত্রে ছিলেন শাহরুখ খান এবং কাজল। সঙ্গে রানি মুখোপাধ্যায়। তার পরে প্রায় দুই যুগ কেটে গিয়েছে। কিন্তু আর একসঙ্গে কাজ করা হয়নি এই দুই তারকার। যি বলিউডের অন্দরমহলের গুঞ্জন সত্যি হয়, তাহলে আগামী ইদে বড় ধামাকার অপেক্ষায় বলিউড। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন